শিরোনাম

মহানবীর রওজা জিয়ারতের সময় মানতে হবে নতুন যেসব নির্দেশনা

Views: 62
চন্দ্রদ্বীপ  ডেস্ক: মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা বা সমাধিস্থল ‘আল রাওদা আল শরিফা’ জিয়ারতের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এ নির্দেশনায় বেশকিছু কাজে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতেতে জানায়, এখন থেকে রওজা জিয়ারতে আসতে হবে নির্ধারিত সময়ে। তাছাড়া জিয়ারতের জন্য আগে থেকে আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আল রাওদা আল শরিফায় প্রবেশের পরপরই উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকতে হবে। যতদূর সম্ভব নিচু স্বরে নিজেদের মধ্যে কথা-বার্তা বলতে হবে। এমনকি, এখন থেকে রাসুল (সা.) এর রওজা জিয়ারতের সময় সঙ্গে করে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা যাবে না ও নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় অবস্থান করা যাবে না।

সৌদি আরবে এখন ওমরাহ মৌসুম চলছে। এ সময় মক্কা শরিফের গ্রান্ড মসজিদে ওমরা পালন শেষে অনেকে মদিনায় রাসুল (সা.) এর রওজা জিয়ারতে যান। চলতি বছর প্রায় এক কোটি মুসলমান ওমরাহ পালন করতে আসবেন বলে আশা করছে সৌদি সরকার।

গত এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববীর পবিত্র কক্ষের চারপাশে সোনালি পিতলের বেষ্টনী উদ্বোধন করেছিল। কাঠের জায়গায় নতুন এই বেষ্টনী তৈরি হওয়ায় মসজিদের স্থাপত্য দেখতে পারবেন দর্শনার্থীরা।

এর আগে শিশুদের নিরাপত্তায় নতুন নির্দেশনা জারি করে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কাবা শরিফের পবিত্রতা রক্ষায় এসব নির্দেশনা বাবা-মায়ের ওপর বাধ্যতামূলক করা হয়। ফলে ওমরাহর সময়ে শিশুদের সঙ্গে আনলে এসব নির্দেশনাও মানতে হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *