Views: 89
চন্দ্রদীপ নিউজ: রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সাইদ গ্রান্ড সেন্টারের আগুন সাড়ে তিন ঘণ্টার মাথায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করে। এর আগে নিয়ন্ত্রণ কক্ষে ১টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পৌঁছায়। ভোর ৪টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপনে কিছুটা সময় লাগবে। প্রতিটি তলায় তল্লাশি চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাত কততলা থেকে তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।