শিরোনাম

আমাদের আর বাংলা ভাইয়ের দরকার নাই আমরা উন্নয়নের পক্ষে — বরিশাল রেঞ্জ ডিআইজি

Views: 68

বরিশাল অফিস : শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান বিপিএম সেবা পিপিএম বলেছে- মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই আজ আমরা নিজেদের দেশে সরকারী পদে অধিষ্ঠিত হতে পেরেছি। তাই বংশ পরম্পরায় মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের ঋণী থাকতে হবে। এক সময় জঙ্গি হামলা, গ্রেনেড হামলার দেশ থাকলেও এখন তা নেই। আমরা যেন উন্নয়নের পক্ষে থাকি। আমাদের আর বাংলা ভাই, ইংরেজী ভাইয়ের দরকার নাই।

বরিশাল আগৈলঝাড়া থানা নবাগত অফিসার ইন চার্জ মো. আলম চাঁদ এর সভাপতিত্বে বুধবার সকাল এগারোটায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান দেশে গত ১৫ বছরে প্রচুর উন্নয়নের কথা জানিয়ে তিনি প্রশ্ন রেখে বলেন কি নেই বাংলাদেশে? ’৭১ বিতর্কিত ভুমিকা ও বক্তব্য প্রদান করা হেনরী কিসিঞ্জারকে ইঙ্গিত করে বলেন ‘খুড়িয়ে খুড়িয়ে হলেও বাংলাদেশে এসে একবার দেখে জান- সেই সময়ের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ”। আমাদের দেশের সম্পদ আর কাউকে নস্ট করতে দেব না। যারা আজ গণতন্ত্র শেখায় তাদের দেশে অপরাধ আরও বেশী। সেখানে বন্দুকধারীরা প্রকাশ্যে হামলা চালিয়ে মানুষ হত্যা করে। যারা পদ্মা ব্রীজের বিরোধীতা করেছিল আজ তারাও ওটার উপর দিয়েই ঢাকা যায় উল্লেখ করে সকলকে উন্নয়ন ও স্বাধীনতার পক্ষে থাকার আহŸান জানিয়ে আসন্ন শারদীয় দূর্গোৎসবে হিন্দু ভাইদের পাশে থেকে ১৬৬মন্ডপে সার্বিক সেবা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আর কোন অঘটনের সুযোগ দেবেন না বলেও শতর্ক করে দেন। পুলিশকে সাহায্য করে পুলিশের সহযোগী নিয়ে দেশ গড়তে সকলের প্রতি আহŸান জানান তিনি।

মে প্রধান অতিথি আগৈলঝাড়া উপজেলায় তার জীবনের শৈশবের স্মৃতিচারণ করে এই উপজেলার সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকার কথা জানিয়ে এখানকার মানুষের হৃদয়ের কথা বোঝার জন্য থানা অফিসার ইন চার্জকে নির্দেশনা প্রদান করেন। এর আগে ডিআইজি থানায় পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন থানা অফিসারবৃন্দ।

বরিশাল আগৈলঝাড়া থানার আয়োজনে গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার শারমিন সুলতানা রাখির স ালনায় সূধী সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশ সুপার এসপি ওয়াহিদুল ইসলাম বিপিএম, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেন।

সূধী সমাবেশে বরিশাল জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধাগন, থানা পুলিশের কর্মকর্তাগন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *