বরিশাল অফিস : হিজলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ। এগুলো হলো, মাউতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্যকোড়ালিয়া মাসকাটা প্রাথমিক বিদ্যালয় ও দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল বিশিষ্ট নব নির্মিত ভবন এবং গুয়াবাড়িয়া ইউনিয়নের পূর্ব কোড়ালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ২টি কার্পেটিং সড়ক। উদ্বোধন শেষে এক সভায় দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের মাধ্যমে অসহায় ও দুঃস্থ্যদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মানবিক সাহায্য প্রদান করেন তিনি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পংকজ নাথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন। তিনি বলেন শেখ হাসিনাকে পুনারায় ক্ষমতায় আনতে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নৌকায় ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ বেলায়েত হোসেন ঢালী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মেমানিয়া ইউপি চেয়াম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রথামিক শিক্ষা কর্মকর্তাসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগীসংগঠনের নেতৃবৃন্দ।