শিরোনাম

লেবানন থেকে বড় হামলার শঙ্কা ইসরায়েলের, আকাশপথে ঢুকছে হিজবুল্লাহ

Views: 70

চন্দ্রদীপ ডেস্ক : ইসরায়েল-গাজা যুদ্ধের পঞ্চম দিনে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার ৬০০ জনে পৌঁছেছে। ভয়াবহ এই যুদ্ধে ইসরায়েলের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের আকাশসীমায় ‘সন্দেহজনক অনুপ্রবেশের’ ঘটনা ঘটেছে। প্যারাগ্লাইডার ব্যবহার করে হিজবুল্লাহর অনেক সদস্য ইসরায়েলে ঢুকে পড়েছে।

এর ফলে লেবানন থেকে ইসরায়েলে বড় ধরনের হামলার শঙ্কা দেখা দিয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড উত্তরাঞ্চলীয় বেত শিন, সাফেদ এবং টাইবেরিয়াস শহরের বাসিন্দাদের লেবাননের সীমান্তের কাছে ‘বড় ধরনের হামলার’ আশঙ্কায় ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে।

এছাড়া ইসরায়েলের উত্তর সীমান্তের বেশ কিছু শহর ও গ্রামে রকেট সাইরেনও বেজে উঠছে। এর আগে, ইরান-সমর্থিত লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা ইহুদিবাদী (ইসরায়েলি) অবস্থানকে লক্ষ্যবস্তু বানিয়েছে… জায়নবাদী হামলার দৃঢ় জবাব দিতে নিশানায় নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্ত লাগোয়া এলাকায় হামলা চালানো হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *