শিরোনাম

বঙ্গবন্ধুর সর্বোচ্চ ত্যাগে এ দেশ স্বাধীন হয়েছিল

Views: 129

এস এম পারভেজ (পিরোজপুর): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এ দেশটি স্বাধীন হয়েছিল। কিন্তু দেশের স্বাধীনতার বিপক্ষের পরাজিত চক্র এ দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। তাই তারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে সেই পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল।

বুধবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা তৈয়বের হাট মাঠে অনুষ্ঠিত উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন। ইউনিয়নের চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ আল আমিন খাঁন। সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু, আওয়ামীলীগ নেতা মো. শাহ আলম ফরাজী, অ্যাডভোকেট নির্জন কান্তি বিশ্বাস, মুক্তিযোদ্ধা মিলন দাস, জেলা আওয়ামীলীগের সদস্য গোপাল বসু, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, উপজেলা যুবলীগের সভাপতি এম. খোকন কাজী, চঞ্চল কান্তি বিস্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ও জাকির হোসেন হাওলাদার প্রমুখ।

এর আগে মন্ত্রী শোকের মাস হিসেবে তৈয়বের বাজার শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া মন্ত্রী একই দিন বিকেলে ওই ইউনিয়নের গিলাতলা নামক স্থানে পৃথক আর একটি উন্নয়ন সভায় বক্তব্য রাখেন।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, উপজেলার মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু, সাবেক ইউপি চেয়াম্যান মো. দিদারুজ্জামান শিমুল, জেলা যুবলীগ নেতা আব্দুল আলীম শিকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, সোহেল শেখ রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্রসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে ভালোবেসে সব্বোর্চ ত্যাগ করে দেশের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। কিন্তু এর আগে দেশে যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা দেশ শাসনের নামে নিজেদের ভাগ্যের উন্নয়ন ও লুটপাট করেছেন। দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *