চন্দ্রদীপ নিউজ: শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মোঃ আল মামুন ।
আজ বৃহস্পতিবার মানিকগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জাতীয় ছাত্র সমাজ মানিকগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্ধোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রনেতা তানজিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা জাপার সভাপতি ও মানিকগঞ্জ-২ এর সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জাপার সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল । এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির , মানিকগঞ্জ জাপার সাধারণ সম্পাদক হাসান সাঈদ, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী , ঢাকা মহানগর উত্তর শাখার আহবায়ক আরিফুল ইসলাম রিগান , সদস্য সচিব শরীফ মিয়া , সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব মাহমুদুর রহমান পাভেল , কেন্দ্রীয় সদস্য ওসমান গণি , সম্মিলিত পলিটেকনিক শাখার আহবায়ক নাহিদ হাসান নিরবসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ।
আল মামুন বলেন, শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনেক, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়াতে হবে, শিক্ষকদের প্রশিক্ষণ ও ছাত্রদের গবেষণার জন্য ব্যবস্থা করতে হবে। একজন শিক্ষার্থী আগামীদিনে কতটুকু এগিয়ে যাবে তা নির্ভর করে শিক্ষকদের শিক্ষার উপর। শিক্ষকদের মর্যাদা ও সুযোগ সুবিধা বাড়ালে মেধাবীদের শিক্ষকতা পেশায় আসার আগ্রহ বাড়বে। প্রাইমারী শিক্ষকদের মর্যাদা যদি তৃতীয় শ্রেনী হয় তবে শিক্ষকরা মনোকষ্ট কাউকে বলতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করলে তাদের মাধ্যমেই গঠিত হবে আগামীর শিক্ষিত জাতি।