Views: 59
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত রয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের দৃশ্যপট গত ১৫ বছরে পাল্টে গেছে। যখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তখন দেশের অগ্রযাত্রার চাকাকে টেনে ধরতে চায় বিএনপি-জামায়াত।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। মির্জা ফখরুল বলেছিল পাকিস্তান ভালো ছিল। তারা কী বাংলাদেশ ভালোবাসতে পারে? তারা বাংলাদেশের অগ্রগতির চাকা টেনে ধরতে চায়? দেশে তারা সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করে। এই অপশক্তি বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।
তিনি আরও বলেন, আমরা তাদের হাতে দেশকে তুলে দিয়ে আবার আফগানিস্তান বানাতে দিতে পারি না। তারা কতটুকু পারবে আমরা জানি। আমাদের প্রতি মাসে টেনে নামায়। আমাদের টেনে নামাতে গোলাপবাগের গরুর মাঠে গিয়েছিল। এ মাসের প্রথম সপ্তাহে বলেছিল ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সেই ৪৮ ঘণ্টা পার হয়ে গেছে। তারা সেমিফাইনালে হেরে গেছে। যারা সেমিফাইনালে হেরে যায় তাদের সঙ্গে ফাইনাল খেলি না।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সমাবেশ সঞ্চালনা করেন।