শিরোনাম

খালি পেটে যা খেলে উপকার মেলে

Views: 94

চন্দ্রদীপ ডেস্ক : স্বাস্থ্য আমাদের খাওয়া দাওয়ার ওপর অনেকটাই নির্ভরশীল। শরীর সুস্থ রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রাখা জরুরি। চাইলেই আমরা যখন-তখন যে কোনো কিছু খেতে পারি না। আর সকালে ঘুম থেকে উঠে কী খাব আর কী খাব না এই নিয়ে তৈরি হয় জটিলতা।

স্বাস্থ্যকর অভ্যাস আপনাকে ফিট এবং ভালো রাখতে সাহায্য করে। তাই আপনার প্রতিদিনের খাবারের তালিকায় স্বাস্থ্যকর খাবার রাখার চেষ্টা করুন। এ ছাড়া একটি সঠিক ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন। এ ছাড়া আপনাকে চেষ্টা করতে হবে চাপ মুক্ত জীবনযাপন করার, সব সময় হাইড্রেটেড থাকা ও ৮ ঘণ্টা ঘুমানোর অভ্যাস করুন। সকাল শুরু করুন যেকোনো একটি কাজের মাধ্যমে। এতে আপনার দিন ভালো যাবে।

পুষ্টিবিদ রুজুতা দিওয়েকারের মতে, সকালে ঘুম থেকে ওঠার পর আপনি এক গ্লাস স্বাভাবিক পানি পান করতে পারেন। তারপরে, আপনি কলা, বাদাম বা কালো কিশমিশ এই তিনটি জিনিসের মধ্যে একটি খেতে পারেন। কেননা, আপনি যদি এই খাবারগুলো খাওয়া নিশ্চিত করতে পারেন, তাহলে দিনের শেষে আপনার মিষ্টি খাবার খাওয়ার লোভ হবে না। এ ছাড়া আপনার বিরক্তিভাব কিংবা ক্ষুধাও পাবে না।

ফল
খাবার খাওয়ার পরে যদি আপনার হজমের সমস্যা, গ্যাস, ফোলাভাব, কম শক্তি বা চিনির ক্ষুধা থাকে, তাহলে একটি কলা দিয়ে আপনার দিন শুরু করুন। অথবা আপনি যেকোনো মৌসুমি ফল দিয়ে আপনার দিন শুরু করতে পারেন।
বাদাম
আপনার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে বা ডায়াবেটিস থাকে অথবা আপনি যদি মনে করেন যে আপনার চোখ সত্যিই দুর্বল হয়ে যাচ্ছে তাহলে আপনি ভেজানো বাদাম খেয়ে দিন শুরু করতে পারেন। পুষ্টিবিদের মতে, মিনিমাম চারটি বাদাম পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে খোসা ছাড়িয়ে বাদামগুলো খান। এতে উপকার মিলবে।
কালো কিশমিশ
আপনার যদি কম হিমোগ্লোবিন বা পিএমএস সমস্যা যেমন স্তনের কোমলতা, ফোলাভাব, অ্যাসিডিটি, ক্র্যাম্প, খিটখিটে বা মেজাজ পরিবর্তন নিয়ে সমস্যায় থাকেন তবে কালো কিশমিশ খান। কালো কিশমিশ সারারাত ভিজিয়ে রাখুন এবং পরের দিন সকালে সেগুলো খান।
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *