বরিশাল অফিস: গুনগত শিক্ষা ও মানবীর মানুষ গড়ার লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দিনব্যাপী মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে রোববার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ফোকাস বাংলা নিউজের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল জলিল, সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আকন,
শিক্ষানুরাগী সোহরাফ হোসেন মাতুব্বর, প্রধানশিক্ষক মোঃ বেনজির আহম্মেদ প্রমুখ। শেষে গুনগত শিক্ষা ও মানবীর মানুষ গড়ার লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।