শিরোনাম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভোলায় প্রথম মৃত্যু

Views: 56

মোঃ তৈয়বুর রহমান (ভোলা): চরফ্যাসন উপজেলার দুলারহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজেরা বেগম (৩৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এটাই ভোলায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু।

বুধবার রাত ৮টার দিকে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মারা যান তিনি।

নিহত হাজেরা উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়ন চরযমুনা গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মাসুদের স্ত্রী।

বৃহস্পতিবার সকালে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শোভন বসাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোলা জেলায় ডেঙ্গুতে এই প্রথম মৃত্যু হয়েছে। এছাড়াও চরফ্যাসন উপজেলাতে ৪৫জন ডেঙ্গুতে আক্রান্ত।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্র জানা যায়, ৩০ জুলাই নিহতের শরীরে জ্বর নিয়ে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসা নিতে আসলে সেদিন ডেঙ্গু ধরা পড়ে। ওই দিন হাজেরা বেগম ডাক্তার দেখিয়ে বাড়ীতে চলে যান। বুধবার হঠাৎ তার অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন রাতে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *