বরিশাল অফিস: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ২৮৩ জন। এতে এখন পর্যন্ত বরিশাল জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ১৩৪ জনের।
বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের আগষ্টে ৮ হাজার ডেঙ্গু রোগীর মধ্যে ৩৯ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বর মাসে ১০ হাজারের বেশি ডেঙ্গু রোগী ভর্তি হলে সর্বোচ্চ ৬২ জনের মৃত্যু হয়। আর চলতি অক্টোবরের প্রথম ১৯ দিনেই আরও প্রায় ৬ হাজার নারী-পুরুষ ও শিশু ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩২ জনের ।
গড় হিসাবে ৩০ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩৪ জনের। এর মধ্যে শেবাচিমে ভর্তিকৃত প্রায় সাড়ে ৬ হাজার ডেঙ্গু রোগীর মধ্যে ৯৮ জনের মৃত্যু হয়েছে। জেনারেল হাসপাতালটিতে ৪ হাজার রোগীর মধ্যে গড়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে পরিসংখ্যান থেকে জানা যায়।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, ‘বরিশালে গত ৬ মাসে ৩০ হাজারেরও বেশী ডেঙ্গু রোগী ভর্তি হলেও বাস্তবে এর তিনগুন মানুষ মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু আক্রান্তের প্রায় সবাই প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা শুরু করেন। শুধু সংকটাপন্ন রোগীরাই হাসপাতালে ভর্তি হচ্ছেন। সকলকে সব সময় ডেঙ্গু থেকে সচেতন থাকতে হবে।