বরগুনা প্রতিনিধি: বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন কাজ গতকাল উদ্বোধন করা হয়েছে। বরগুনা পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় নির্মিত এ সড়কটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস, পৌর মেয়র মোঃ কামরুল আহসান মহারাজ, বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর্যন্ত বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর প্রধান রাস্তাটি চলাচলের অনুপযুক্ত ছিলো। রাস্তাটি মেরামত হওয়ায় শিক্ষার্থীদের দীর্ঘ দিনের কষ্ট লাঘব হল।
বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহা: রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট জনাব শুভ্রা দাস এর ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুততম সময়ে রাস্তাটি সংস্কার হলো।