Views: 58
করণের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ আলিয়ার। তারপর ধর্মা প্রোডাকশনের সঙ্গে একের পর এক সিনেমা করেছেন আলিয়া । সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে নায়িকা সেই আলিয়াই।
করণের মুখে সারাক্ষণই আলিয়ার নাম। অভিনেত্রীকে নিজের মেয়ে বলেই দাবি করেন তিনি। তবে হঠাৎ কী এমন হলো যে একে অপরকে এড়িয়ে চলছেন তারা!
মঙ্গলবারের অনুষ্ঠানে সামান্য কুশল বিনিময় পর্যন্ত করেননি তারা। যে আলিয়ার সঙ্গে এমন গলায় গলায় সম্পর্ক ছিল পরিচালকের, সেখানে মঙ্গলবার তারা কেন একে অপরকে দেখে না-চেনার ভাব করলেন?