বরিশাল অফিস : ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলিম নর-নারী ও অসহায় শিশুদের উপর নির্বিচারে বোমা ও ফসফরাস নিক্ষেপ করে হাজার হাজার মানুষকে হত্যার প্রতিবাদে বরিশালে ইমাম সমিতির উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার অশ্বিনীকুমার টাউন হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা মির্জা নুরুর রহমান বেগ, বরিশাল জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন ফারুকী, মাওলানা আব্দুর রব, মাওলানা সাইদুর রহমান কাসেমী, মাওলানা আব্দুল গফফার।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের উপর বারবার হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি অবিলম্বে ইসরাইলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন। এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।