বরিশাল অফিস: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরাইলের আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে মুলাদীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করা হয়েছে।
শুক্রবার বাদ জুমা উপজেলা জাতীয় ইমাম সমিতির নেতৃত্বে ধর্মপ্রাণ মুসুল্লিদের অংশগ্রহণে মুলাদী কেন্দ্রিয় ঈদগাহে এই বিক্ষোভ মিছিল-সমাবেশ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুন নূর। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান মিঠু, মুলাদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী হারুন অর রশিদ, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি এফ এম মাইনুল ইসলাম, মুলাদী খেয়াঘাট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বাকী বিল্লাহ, মুলাদী থানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. শহীদুল ইসলাম, চরডিক্রী জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম জাফরী, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. হাফিজ আহমেদ, মুলাদী উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার, গাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. জসিম উদ্দীন, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক সাবেক ভিপি সালাম কবির হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলসহ বিভিন্ন মসজিদের মুসুল্লীরা।