বরিশাল অফিস: পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। কাউখালীতে মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠন করার লক্ষ্যে কাউখালীতে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, কাউখালী বার্তার সম্পাদক সিনিয়র সাংবাদিক হাসান হাফিজুর রহমান বাদল। এ সময় বক্তব্য রাখেন, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নুরুল হুদা বাবু, নারী সাংবাদিক ফারজানা আক্তার প্রমুখ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কাউখালী উপজেলা ভোরের কাগজের প্রতিনিধি মোঃ নুরুল হুদা বাবুকে সভাপতি, দৈনিক মানবকন্ঠ কাউখালী উপজেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও দৈনিক কীর্তনখোলা প্রতিনিধি মেহেদী হাসান নয়ন কে কোষাধাক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা কমিটি গঠন করা হয়েছে।