Views: 71
বরিশাল অফিস : পটুয়াখালীতে ৫৪ পুরিয়া (৭ গ্রাম) হেরোইন সহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।
সোমবার রাতে পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া আসামীরা হচ্ছেন দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সতীশ দাসের পুত্র সুমন দাস (২৬) এবং পটুয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের শিমুলবাগ এলাকার ফরিদ খানের পুত্র মোঃ রাকিব খান (২২)।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার একটি চৌকসদল অভিজান চালিয়ে ৫৪ পুরিয়া হেরোইন সহ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে। জব্দকৃত হেরইনের অবৈধ বাজার মুল্য প্রায় একলক্ষ টাকা।