শিরোনাম

আগামীকাল দুপুর নাগাদ বাংলাদেশ অতিক্রম করবে ‘হামুন’ : জেলা প্রশাসনের ইউএনওদের সঙ্গে জরুরী সভা

Views: 73

মো: আল-আমিন (পটুয়াখালী): আগামীকাল দুপুর নাগাদ ভোলা হয়ে চট্টগ্রাম ও পটুয়াখালী অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় হামুন।  উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নিঝড় হামুন উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করতেছে। এর প্রভাবে গতকাল থেকে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। বাতাসের তীব্রতা কিছুটা বেড়েছে।

এটি আজ দুপুর ১২ টার দিকে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে ২১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ৩৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো।

তাই পায়রা ও চট্রগ্রাম সমুদ্র বন্দরকে ০৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে ঘূর্নিঝড় হামুন মোকাবেলায় মঙ্গলবার বেলা এগারোটায় ইউএনওদের সঙ্গে জরুরী সভা করেছে জেলা প্রশাসন। সেখানে জানানো হয় হামুন মোকাবেলায় ৭০৩ টি সাইক্লোন সেল্টার, ৩৫ টি মুজিব কিল্লা, ৮৭৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবক, ৯ লাখ ৯০ হাজার টাকা ও ৬ লাখ মেট্রিকটন জির আর চাল মজুদ রাখা হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *