শিরোনাম

‘যথেষ্ট হয়েছে’, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি কাতারের আমিরের

Views: 124

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:   ইসরায়েলকে অবাধ হত্যাযজ্ঞ চালাতে ‘গ্রিন সিগন্যাল’ না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন কাতারের আমির। শেখ তামিম বিন হামাদ আল-থানি বলেছেন, যথেষ্ট হয়েছে। ইসরায়েলকে নিঃশর্ত সবুজ সংকেত এবং হত্যার অবাধ অনুমতি দেওয়া উচিত হচ্ছে না।

মঙ্গলবার (২৪ অক্টোবর) কাতারের শুরা কাউন্সিলের ৫২তম বার্ষিক সভার উদ্বোধনী ভাষণে শেখ তামিম আরও বলেন, ইসরায়েলকে একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে পানি, ওষুধ ও খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে না।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবমতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার জবাবে এই আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

শেখ তামিম বলেছেন, আমরা এই বিপজ্জনক সংঘাতের বিরুদ্ধে একটি গুরুতর আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থানের আহ্বান জানাই। আমরা যা প্রত্যক্ষ করছি, তা এই অঞ্চল ও গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

তিনি বলেন, ফিলিস্তিনি শিশুদের জীবনের যেন কোনো দাম নেই, তাদের চেহারা নেই, নাম নেই। আমরা এমন দ্বিচারিতা মেনে নেবো না।

সূত্র: এএফপি, এনডিটিভি

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *