শিরোনাম

বিশ্বকাপে শেষ ম্যাচে অষ্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

Views: 65

চন্দ্রদীপ ডেস্ক : আজকের ম্যাচে তাই প্রত্যাশার তেমন চাপ নেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পাওয়ার জন্য বিশ্বকাপের তালিকায় আট নম্বরে থাকার একটা সূক্ষ্ম সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ রয়েছে।

অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে থাকাটা নিশ্চিত হয়ে যাবে। তবে হারলেও সেই সুযোগ থাকবে, সেখানে আপাতত হিসাবটা এমন– প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া যদি ৩৬০ রান করে, তাহলে বাংলাদেশকে অন্তত ২০০ রান করতে হবে। যদি বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ২০০ রান তোলে, তাহলে অস্ট্রেলিয়াকে ওই রান তাড়া করার জন্য অন্তত ২৩ ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে যেতে হবে।

হিসাবটা নিশ্চয়ই জানা চন্ডিকা হাথুরুসিংহের, যদিও মুখে তিনি স্বীকার করছেন না যে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করাই এখন এই বিশ্বকাপে বাংলাদেশ দলের মূল লক্ষ্য। ‘এই মুহূর্তে আমি কোনো সমীকরণে যাচ্ছি না। আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি বিশ্বকাপের ম্যাচ হিসেবেই দেখছি। যেখানে তাদের হারাতে হলে আমাদের সেরা খেলাটা খেলতেই হবে।’ ২০০৫ সালে কার্ডিফে একবারই অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ, গেল ১৮ বছর অবশ্য সেভাবে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয়নি। তা ছাড়া বর্তমান দলের শান্ত, তাওহিদদের অনেকেই এই অসি বোলিং কখনও মোকাবিলা করেননি। তাই অস্ট্রেলিয়া অনেকটাই অচেনা এই দলটির কাছে। তবে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে স্পিনাররা ভালো করেছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে যেমন শান্তরা রান পেয়েছিলেন– দুটি ম্যাচের আত্মবিশ্বাস নিয়েই আজকের ম্যাচে মুখোমুখি হতে চাইছে দল। এ নিয়ে তিনটি ম্যাচ দিনের আলোতে খেলতে নামবেন মুশফিকরা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *