শিরোনাম

ভোলায় আ`লীগের শান্তি সমাবেশ

Views: 169

বরিশাল অফিস: ভোলার লালমোহনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আগামী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

আজ শনিবার বেলা ১১টায় লালমোহন উপজেলার মঙ্গলসিকদার বাজারে এ শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

তজুমদ্দিন ও লালমোহন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ধলীগৌর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাকসুদুর রহমান। দুই উপজেলা থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে শান্তি সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াদ উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

পরে লালমোহন শহরে অপর একটি শান্তি সমাবেশে বক্তব্য দেন নুরুন্নবী চৌধুরী শাওন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *