কিন্তু হায়! আজ রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসবের কিছুই নেই। এতটুকু হইচই ছিল না। বিমান বন্দরে বোঝাই যায়নি যে টিম বাংলাদেশ বিশ্বকাপ খেলে দেশে ফিরে এসেছে। আর আট-দশদিনের মতো, রোববার সকালেও তেমন নীরবে-নিভৃতে অনেকটা গোপনেই বিশ্বকাপ খেলে দেশে ফিরলো বাংরাদেশ জাতীয় ক্রিকেট দল।
যেহেতু অধিনাক সাকিব আল হাসান আঙ্গুলে ব্যাথা পেয়ে আগেই দেশে ফিরে এসেছেন। তাই আজ রোববার পুনে থেকে সকাল ১০ টা নাগাদ জাতীয় দলের বাকি সদস্যরা বাংলাদেশ বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরলেন। দলের সঙ্গে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ফিরেছেন।
বলে রাখা ভাল, কোচিং স্টাফদের মধ্যে হেড কোচ হাথুরুসিংহে আর প্রধান সহকারি কোচ নিক পোথাস ছাড়া বাকি ৬ কোচিং স্টাফের চুক্তি শেষ হয়ে যাবে চলতি নভেম্বরের ৩০ তারিখ।
তবে যেহেতু নিউজিল্যান্ডের সাথে এই নভেম্বরের ২৮ তারিখ থেকে দেশের মাটিতে টেস্ট সিরিজ শুরু এবং ২ ম্যাচের সিরিজ শেষে আবার ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ নিউজিল্যান্ডে, তাই সব কোচিং স্টাফকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে বিসিবি।