মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়ির সামনের জিলাপি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় এক ষাটোর্ধ বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল দশটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধা আকলিমা বেগম (৬০) ওই গ্রামের মৃত আনোয়ার খানের স্ত্রী ও চার কন্যার জননী। মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। অভিমানে বৃদ্ধ মা এভাবে আত্মহননের পথ বেছে নেবে, তা ভাবতেও পারছেন না তারা। এমন ঘটনায় হতবাক গ্রামবাসীও।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার রাতে বিদেশ ফেরত মেজমেয়ের সাথে টাকা-পয়সা নিয়ে আকলিমার তর্ক হয়। রাতে এ কলহ শেষ হওয়ার পর তারা দু’জনই নিজ নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। রোববার সকালে নিহতের মেয়ে লাইজু ঘরের বাইরে বের হলে বাড়ির সামনের জিলাপি (এক ধরণের বাবলা) গাছের সাথে আকলিমার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় তার ডাক-চিৎকারে গ্রামবাসীর এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে কলাপাড়া থানায় খবর দেয়।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তাইয়েবুর রহমান জানান, সকালে গ্রামবাসীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।