এস এল টি তুহিন, বরিশাল : গত ৯ মাসে বরিশাল বিভাগে ২৪ টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছে। সড়ক যত প্রশস্ত হচ্ছে ততই বিপদজনক হয়ে উঠছে বরিশালের ১১ কিলোমিটার মহাসড়ক । বরিশালের গড়িয়ার পাড় থেকে রুপাতলী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ প্রায় সম্পন্ন, তাতে বেড়েছে গতির প্রতিযোগিতাও।গুরুত্বপূর্ণ সংযোগ স্থানগুলোতে রাস্তা পার হতে গিয়ে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা বা পিরোজপুর যেতে অনেকগুলো বাজার, চৌরাস্তা ও তিন রাস্তার মোড় অতিক্রম করতে হয়। দ্রতগামী যানবাহনের চলাচল করে এসব সড়কে। তাই বাজার এলাকা বা গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করা উচিত, বলে তিনি মনে করেন। ফুটওভার ব্রিজ নির্মাণের দাবীতে একাট্টা হয়েছেন বরিশালের সাধারণ মানুষ ও সুশীল সমাজের নেতারা।
সামাজিক আন্দোলনের নেতা কাজী মিজানুর রহমান বলেন, আমাদের যেটুকু রাস্তা আছে, সেটুকুই এখন বিপদজনক হয়ে উঠেছে। রহমতপুর থেকে নথুল্লাবাদ ও রুপাতলী বাসস্ট্যান্ড পর্যন্ত পুরোটাই এখন মহাসড়ক। পদ্মা সেতু তৈরির পর থেকে এই সড়কে যানবাহনের চাপ অতিরিক্ত বেড়েছে। ফলে দুর্ঘটনার শিকার হয়ে ইতিমধ্যেই শতাধিক মানুষের প্রানহানী হয়েছে ।
বরিশাল ট্রাফিক পুলিশের উপপুলিশ কমিশনার তানভীর আরাফাত বলেন, আমাদের লোকবল সংকটের কারণে প্রতিটি পয়েন্টে ট্রাফিক কনস্টেবল রাখা সম্ভব হচ্ছে না। তবে প্রতিটি পয়েন্টেই সার্জেন্ট টহল দিচ্ছেন। জেব্রা ক্রসিংটা আমাদের হাতে নয় সিটি করপোরেশনের হাতে।