শিরোনাম

স্ত্রীর মৃত্যুর পরপরই মারা গেলেন মুক্তিযোদ্ধা স্বামী

Views: 106

 

বরিশাল অফিস : ঢাকায় চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত স্ত্রী রীনা বেগমের মৃত্যুর সোয়া চার ঘন্টা পর বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদীর বাসায় মারা গেছেন কিডনি রোগে আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (৭৫)। একই দিনে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, রোববার দুপুর বারটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন সিরাজুল ইসলামের স্ত্রী রীনা বেগম (৫০)। একইদিন বিকেল সোয়া চারটার দিকে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। মৃত্যুকালে তারা ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। সোমবার স্ত্রীকে দাফনের একঘন্টা পর সকাল দশটায় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে নিহতের গ্রামের বাড়ি আগৈলঝাড়া উপজেলার বাশাইল বড় শিকদার বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *