এস এল টি তুহিন,বরিশাল : দীর্ঘদিন দায়িত্বশীল নেতৃত্বের অভাবে বরিশাল মহানগরী অনেক পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি বলেছেন, বিগত ১০ বছরে বরিশালে অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে সিটি কপোরেশনের প্রশাসনিক ব্যবস্থা নেই বললেই চলে। সিটি কপোরেশনে সচিব, সিও, ম্যাজিস্ট্রেট নেই। এখানে দায়িত্বশীল নেতৃত্বের অভাব ছিল। যে কারণে বরিশাল অগ্রসর হতে পারেনি। তাই বরিশালকে নতুনভাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চেয়েছেন নতুন সিটি মেয়র।
আজ ১৪ নভেম্বর জমকালো আয়োজনে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য পঞ্চম পরিষদের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
দায়িত্ব গ্রহণের পূর্বে নগরীর কালুশাহ সড়কের বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, বরিশালবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ৭৯৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, তা দিয়েই নগরীর জলাবদ্ধতা, সড়ক সংস্কার, বর্জ্যব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। বরিশালকে একটি শিল্পবান্ধব নগরী হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।