বরিশাল অফিস: ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী ও নলছিটিতে সুপারি বোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রাজাপুর উপজেলার সমবায় এলাকায় চার নম্বর আশ্রয়ণ প্রকল্পের সামনে পিকআপের ধাক্কায় লাখি বেগম (৪২) নামে এক নারী নিহত হয়। সে উপজেলার বড় কৈবর্ত খালী এলাকায় মোঃ মোস্তফা সিকদার এর স্ত্রী। তার একটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। নিহত গৃহবধূর ছেলে মোঃ শামীম সিকদার জানায়, মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকায় লাখি তার বাবার বাড়ি থেকে রাস্তা দিয়ে হেটে সমবায় এলাকায় স্বামীর বাড়িতে আসছিলো।
পথিমধ্যে সমবায় এলাকায় একটি মাছবাহি পিকআপ লাখিকে পিছন থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক লাখিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। রাজাপুর থানা ওসি (তদন্ত) মোঃ ফিরোজ কামাল বলেন, পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপর দিকে ঝালকাঠির বরিশাল -পিরোজপুর মহাসড়কের নলছিটি উপজেলার ভৈরবপাশায় সুপারি বোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পড়ে একজন নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের খান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আকন (৩০) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার গোলাম সরোয়ার আকনের ছেলে। তিনি একজন সুপারি ব্যবসায়ী। নলছিটি থানার ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।