শিরোনাম

বরিশালে ২০টি নবনির্মিত ভবনের উদ্বোধন

Views: 63

 

বরিশাল অফিস: দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ এবং সম্প্রসারণ প্রকল্পসহ আর্থ-সমাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনের অংশ হিসেবে জেলার গৌরনদী উপজেলার ২০টি নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠান গৌরনদী উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, সহকারি কমিশনার (ভূমি), মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ফারুক হোসেন মোল্লাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *