গলাচিপায় আগাম তরমুজ চাষে কৃষকদের নতুন আশা

পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ুর পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে কৃষকরা এবার পলিব্যাগে বীজ বপনের মাধ্যমে চারা তৈরি করছেন। এই পদ্ধতিতে জমি প্রস্তুতির ১৫-২০ দিন আগেই চারা রোপণ উপযুক্ত হয়ে যায়, যা ফসল উৎপাদনে সময় বাঁচানোর পাশাপাশি ফলনের সম্ভাবনাও বৃদ্ধি করে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর গলাচিপায় ৮ হাজার ৯৫০ হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, ভালো ফলন হলে এই অঙ্ক আরও বৃদ্ধি পেতে পারে।

গলাচিপা সদর ইউনিয়নের চাষি আবু আক্কাস মৃধা জানান, তিনি চার একর জমির জন্য ৯ হাজার পলিব্যাগে বীজ বপন করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের এলাকায় আমন ধান কাটতে দেরি হয়। ফলে তরমুজের মৌসুম শুরু হলেও জমি প্রস্তুতে অনেক সময় লেগে যায়। কিন্তু পলিব্যাগে চারা তৈরি করায় সেই সময় নষ্ট হয় না। এতে ফলন সময়মতো পাওয়া যায়।”

তিনি আরও জানান, প্রতিটি পলিব্যাগে বীজ, সার এবং শ্রমিকের খরচ মাত্র ৩ টাকা ৪৫ পয়সা। এতে করে চারা তৈরি করে জমিতে লাগানোর পর মাত্র ১০০ দিনের মধ্যেই তরমুজ পাকে।

বোয়ালিয়া গ্রামের চাষি মোস্তফা সরদার বলেন, “আমি তিন একর জমিতে তরমুজ চাষ করছি। তরমুজ চাষে কখনো লোকসান দিইনি। তবে আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ ফলনের উপর প্রভাব ফেলে।”

গলাচিপা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান বলেন, “কৃষকরা পলিব্যাগে বীজ বপন করে আশাব্যঞ্জক ফলাফল পাচ্ছেন। এ বছর সব কিছু ঠিক থাকলে ৭০০ কোটি টাকার তরমুজের বেচাকেনা হবে বলে ধারণা করছি। এটি কৃষকদের জন্য অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মহিপুরে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীর মহিপুরে যুবদল নেতা মো. আক্কাস হাওলাদারের বিরুদ্ধে ধান লুটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহিপুর থানা ও লতাচাপলী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীসহ প্রায় ৫০০ এলাকাবাসী এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুয়াকাটার লুমা রাখাইন নামে এক নারী গতকাল কুয়াকাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আক্কাস হাওলাদারের বিরুদ্ধে ধান লুটের অভিযোগ আনেন। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।

স্থানীয় চাষি আব্দুল কুদ্দুস বলেন, “২০০৯ সাল থেকে আমি এই জমি চাষাবাদ করছি। আমাদের ধান আমরা নিজেরাই কেটে নিয়েছি। আক্কাস হাওলাদারের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।” একইভাবে আরেক চাষি নুরুল হক বলেন, “আমি ও কুদ্দুস মিলে সাড়ে ৭ একর জমি দীর্ঘদিন ধরে চাষ করছি। এই জমির সঙ্গে আক্কাস হাওলাদারের কোনো সংশ্লিষ্টতা নেই।”

যুবদল নেতা আক্কাস হাওলাদার বলেন, “আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এতে এলাকাবাসী ও জমির প্রকৃত চাষিরা ক্ষোভ প্রকাশ করে আজকের মানববন্ধন আয়োজন করেছে।”

মানববন্ধনে উপস্থিত বক্তারা এই মিথ্যা অভিযোগের দ্রুত তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল

পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

সরকারি আদেশে জানানো হয়েছে, প্রেষণে রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে পায়রা বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে জানানো হয়, এতদিন পায়রা বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে তার মূল দায়িত্বে ফেরত পাঠানো হয়েছে। তার চাকরি এখন সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত থাকবে।

এছাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মো. জাহিদ হোসেনকেও নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার পরিবর্তে ক্যাপ্টেন মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরীকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পায়রা বন্দর দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর একটি, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। নতুন নেতৃত্বের অধীনে বন্দরের কার্যক্রম আরও গতিশীল এবং উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুমকিতে যুবকদের ভূমিকা নিয়ে সচেতনতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় “সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক কাজে যুবকদের ভূমিকা” বিষয়ক একটি জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এ প্রশিক্ষণটি ১৮ ডিসেম্বর, বুধবার সকাল ১০টায় দুমকি উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠিত হয় একটি প্রাক-পূর্ব সভা।

এ প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা; আল আমিন, ব্যবস্থাপক পল্লী সঞ্চায়ক ব্যাংক, দুমকি এবং সাংবাদিক মোঃ জসীম উদ্দিন।

এছাড়াও, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক কাজে অংশগ্রহণকারী যুবক এবং যুবতীরা এতে উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজের সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবক কাজে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। প্রশিক্ষণটি যুবকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের প্রতি উৎসাহিত করবে।

এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেখানে যুব সমাজকে আরো সক্রিয়ভাবে সমাজ সেবা ও উন্নয়নে অংশগ্রহণের জন্য প্রেরণা প্রদান করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ধান লুটের অভিযোগে কুয়াকাটা যুবদল নেতার বিরুদ্ধে রাখাইন নারীর সংবাদ সম্মেলন

পটুয়াখালীর কুয়াকাটায় লুমা রাখাইন নামের এক রাখাইন নারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তার সাড়ে ৭ একর জমি থেকে প্রায় ২৫০ মণ ধান লুট করে নিয়ে গেছে মহিপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলী আক্কাস। এ ঘটনায় বিচারের দাবিতে কুয়াকাটা প্রেস ক্লাবে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন লুমা রাখাইন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “এটি আমার বাবা ও ভাইয়ের কাছ থেকে প্রাপ্ত সম্পত্তি, যা আমি আজীবন ভোগদখল করে আসছি। হঠাৎ করে মহিপুর থানা বিএনপি নেতা মো. আলী আক্কাস ওই জমি দখল করার চেষ্টা করছেন। ৫ আগস্টের পর থেকে, তার সহযোগিতায় চিহ্নিত ভূমিদস্যুরা মাথাচাড়া দিয়ে উঠেছে।”

তিনি আরও জানান, ১৭ ডিসেম্বর বিকালে তার জমিতে বর্গাচাষি ধান কাটতে শুরু করলে, মো. আলী আক্কাসের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে এবং ধানগুলো লুট করে নিয়ে যায়।

লুমা রাখাইন লিখিত বক্তব্যে আরও বলেন, “আমার বাবা জীবিত থাকাকালে সম্পত্তি মংফরম তালুকদারের কাছে মৌখিকভাবে বিক্রি করেন, কিন্তু রেজিস্ট্রি হওয়ার আগেই আমার বাবা মারা যান। পরে আমি মংফরম তালুকদারের থেকে পুরো টাকা ফেরত নিয়ে সম্পত্তি পুনরুদ্ধার করি। আমি নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি।”

এ অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মো. আলী আক্কাস জানান, “এটি একটি ষড়যন্ত্র, এবং দলের মধ্যে কিছু মহল আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।”

মহিপুর থানা যুবদলের আহ্বায়ক মো. সিদ্দিক মোল্লা বলেন, “এ বিষয়ে আমার জানা নেই। তবে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী সদর উপজেলার কলাতলা এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও একজন। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সেপটিক ট্যাংকে কাজ করার সময় অসাবধানতাবশত দুই শ্রমিক নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মো. সাগর (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি গাইবান্ধা জেলার বালুরচর উপজেলার বাদিয়াখালী গ্রামের বাসিন্দা এবং মাহাতাব মিয়ার ছেলে। অপর আহত শ্রমিকের পরিচয় এখনও জানা যায়নি। তাকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, মৃতদেহটি পটুয়াখালী হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বড় পর্দায় মেহজাবীনের অভিষেকে শুভকামনা জানালেন জয়া

এই বছরের শেষ মাসে মুক্তি পেতে যাচ্ছে একাধিক সিনেমা, যার মধ্যে অন্যতম হচ্ছে ‘প্রিয় মালতী’ এবং ‘নকশী কাঁথার জমিন’। দুই নায়িকা, মেহজাবীন চৌধুরী এবং জয়া আহসান, তাদের আসন্ন সিনেমাগুলির জন্য জোর প্রচারণা চালাচ্ছেন।

২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’। এটি মেহজাবীন চৌধুরীর বড় পর্দায় অভিষেক সিনেমা। সিনেমায় তিনি অভিনয় করেছেন এক লড়াকু, নিম্ন-মধ্যবিত্ত নারীর চরিত্রে, যে একটি মারাত্মক আগুনের ঘটনায় জীবনকে পুনরায় গড়তে সংগ্রাম করে। তার চরিত্রকে নানা সামাজিক ও সমাজ ব্যবস্থার প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়। সিনেমাটির গল্প এবং চিত্রনাট্য সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত, যা মানুষের অস্তিত্বের বাস্তবিক দিকগুলো ফুটিয়ে তোলে।

অন্যদিকে, ২৭ ডিসেম্বর মুক্তি পাবে আকরাম খান পরিচালিত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ নয় মাস পর বড় পর্দায় ফিরছেন জয়া আহসান। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আবেগঘন একটি গল্পে নির্মিত এই সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের নতুনভাবে মাতাবেন।

সম্প্রতি, জয়া আহসান তার ফেসবুক পেজে ‘নকশী কাঁথার জমিন’ সিনেমার পোস্টার ও টিজার শেয়ার করেছেন এবং সেখানে মেহজাবীন চৌধুরীকে শুভকামনা জানান। জয়া মন্তব্য করেন, “বেস্ট উইশেস আপু”, সঙ্গে যোগ করেন লাভ ইমোজি। মেহজাবীন এই শুভকামনা গ্রহণ করে উত্তরে লেখেন, “তোমাকে বড় পর্দায় দেখার তর সইছে না।”

‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন ছাড়াও আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট এবং রিজভী রিজু। এছাড়া, ‘প্রিয় মালতী’ সিনেমার একটি গান, “এই শহর স্বার্থপর”, গেয়েছেন র‌্যাপার সেজান, যার সুর ও সংগীতও করেছেন তিনি। গত ১৭ ডিসেম্বর প্রকাশ পেয়েছে গানটির টিজার, এবং পুরো গানটি আজ রাত ৮টা ৩০ মিনিটে চরকির ফেসবুক পেজ ও ইউটিউবে প্রকাশ হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গাজীপুরের টঙ্গীতে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘যারা হত্যাকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে এবং ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাদ ও জুবায়েরপন্থিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরো জানান, হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তাদের জন্য গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারকে সহানুভূতি প্রকাশ করেন। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এসময়, এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।’ তিনি বলেন, সরকার চায় যে, টঙ্গীতে এবারের বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে কিনা, সে বিষয়ে তাবলিগের দুই পক্ষের মুরুব্বিরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিক।

বৈঠক শেষে, জুবায়েরপন্থী গ্রুপের প্রতিনিধি মামুনুল হক অভিযোগ করেন, সাদপন্থীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং তাদের নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, ‘এবার তারা মানুষ হত্যা করেছে এবং তাদের ইজতেমা আয়োজনের কোনো অধিকার নেই।’ তিনি আরো বলেন, সাদপন্থীদের বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা না নেওয়া হয় এবং তাদের ইজতেমার অনুমতি দেওয়া হয়, তবে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

এদিকে, সাদপন্থীদের পক্ষ থেকে মুখপাত্র রেজা আরিফ জানান, টঙ্গীর ইজতেমা মাঠ ত্যাগ করা মুসল্লিরা প্রাণহানির ঘটনায় শোকাহত। তবে, সমাধান কোথায় তা নিয়ে সকল পক্ষই নিরব ছিল।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পর্যটক বাড়লেও চর কুকরি-মুকরিতে নেই কাঙ্খিত সুযোগ সুবিধা

ভোলার চর কুকরি-মুকরি তাড়ুয়ার দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য দিন দিন পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সাগরের নির্মল বাতাস, সবুজ বন এবং অতিথি পাখির কলকাকলি পর্যটকদের হৃদয়ে নতুন আনন্দের ঝিলিক তৈরি করছে। তবে, প্রতিবছর পর্যটক আসার সংখ্যা বেড়েছে, কিন্তু তবুও এখানকার কাঙ্খিত সুযোগ সুবিধা বৃদ্ধি পায়নি। বিশেষত, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা এবং অন্যান্য সুবিধার অভাবে পর্যটকরা চরম দুর্ভোগে পড়ছেন।

চর কুকরি-মুকরির তাড়ুয়ার দ্বীপ প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এখানে প্রবাহিত সরু খাল, ঘন বন, এবং সাগরের কোল ঘেঁষে থাকা ৫ কিলোমিটার দীর্ঘ তাড়ুয়া সৈকত প্রকৃতির প্রেমীদের জন্য এক অপূর্ব স্থান। এ অঞ্চলের বন্যপ্রাণী যেমন চিত্রাহরিণ, বন মোরগ, এবং অতিথি পাখি পর্যটকদের আকর্ষণ করছে। এখানকার মনোরম পরিবেশ প্রকৃতির খোঁজে আসা হাজারো পর্যটককে মুগ্ধ করছে।

তবে, পর্যটকদের সংখ্যা বাড়লেও, এই দ্বীপে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল, যা পর্যটকদের জন্য সমস্যা সৃষ্টি করছে। তবুও স্থানীয় প্রশাসন ও বন বিভাগ আশ্বাস দিয়েছে, তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এরই মধ্যে ২০১৮ সালের ২৫ জানুয়ারি কুকরি-মুকরীতে ইকো-পার্ক স্থাপন করা হয়, যা পর্যটনের জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।

পর্যটকরা এখানে সাগরের নোনা জলে গা ভেজানোর পাশাপাশি খেলা-ধুলার মধ্যে তাদের সময় কাটান। তাবু খাটিয়ে রাত কাটানোর জন্য এখানে রয়েছে ৭তলা উঁচু ওয়াচ টাওয়ার, যা পর্যটকদের বন ও নদীর দৃশ্য দেখার সুযোগ দেয়। পর্যটকরা এখানকার সবুজ প্রকৃতিতে হারিয়ে যেতে চান, কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে তাদের কিছুটা হতাশা দেখা যাচ্ছে।

ঢাকা থেকে সপরিবারে ঘুরতে আসা সোহেল চৌধুরি বলেন, “কুকরি-মুকরি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, এখানে কৃত্রিম কিছু নেই, তবে যোগাযোগ ব্যবস্থা এবং সুযোগ সুবিধা বাড়ানো হলে আরও বেশি পর্যটক আসবে।”

পর্যটন কেন্দ্র হিসেবে চর কুকরি-মুকরি তাড়ুয়ার দ্বীপের সম্ভাবনা অপরিসীম, তবে এই অঞ্চলের আরো উন্নয়ন প্রয়োজন। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য কাজ করছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে দুই দালাল আটক

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুদক বরিশাল অফিসের একটি টিম পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা হলেন শাহিদা বেগম এবং তার সহযোগী, তবে তাদের দ্বিতীয় ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এখনও জানা গেছে, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যে সেবা প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে মারাত্মক ভোগান্তিতে পড়ছিলেন। এই দালাল চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদেরও জড়িত থাকার অভিযোগ উঠেছে। এর আগেও দুদক পাসপোর্ট অফিসে দুটি অভিযান পরিচালনা করেছিল, তবে তাদের পক্ষ থেকে কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তবে এবার তৃতীয় দফায় অভিযান চালিয়ে দুদক দুই দালালকে আটক করতে সক্ষম হয়েছে।

দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এইচএম আক্তারুজ্জামান এই ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি জানান, সেবার কাজে নিয়ম বহির্ভূত আচরণের অভিযোগ পাওয়ার পর দুদক আজ অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা গ্রহণ করবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম