মেডিকেল ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী ৮ ডিসেম্বর। ভর্তি আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। আর এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। তবে আবেদন শুরু এবং শেষের তারিখ, প্রবেশপত্র সংগ্রহসহ অন্যান্য বিষয়গুলো এখনো চূড়ান্ত অনুমোদন মেলেনি।

তিনি আরও বলেন, আমাদের প্রস্তাবনা অনুযায়ী এমবিবিএস ভর্তি আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। যা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদনের ক্ষেত্রে দুই সপ্তাহেরও বেশি সময় পাবেন।




পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার ৩ শিক্ষার্থী হাসপাতালে, ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‍্যাগিং বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় এম. কেরামত আলী হলে র‍্যাগিংয়ের শিকার হয়ে ৩ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ৭ শিক্ষার্থীকে শনাক্ত করে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রথম বর্ষের (২০২৩-২৪ সেশন) একাধিক শিক্ষার্থীর মতে, মধ্যরাতে সিনিয়র শিক্ষার্থীরা গণরুমে এসে তাদের ফোন জমা নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন। নির্যাতনের ধরনে কান ধরে ওঠাবসা, অকথ্য ভাষায় গালিগালাজ, জানালায় ঝুলিয়ে রাখা, সিগারেটের ধোঁয়া দিয়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা এবং বিভিন্ন ধরনের শারীরিক কসরত করানো অন্তর্ভুক্ত ছিল।

র‍্যাগিংয়ের খবর পেয়ে হল প্রভোস্ট অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন ও সহকারী প্রক্টর মো. আব্দুর রহিম ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের হাতেনাতে ধরেন। প্রাথমিক তদন্তে ২০২২-২৩ সেশনের ৭ জন শিক্ষার্থী এই ঘটনার সঙ্গে জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে।

রাতে অসুস্থ শিক্ষার্থীদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় পবিপ্রবির চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। রাতেই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাদের বরিশালে পাঠানো হয়।

এ বিষয়ে পবিপ্রবির প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান জানান, “এ ধরনের ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রশাসন আরও সতর্ক থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম রোববার সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে যান। তিনি তাদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেন এবং র‍্যাগিংয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পবিপ্রবিতে ইউজিসি প্রতিনিধিদলের উন্নয়ন প্রকল্প পরিদর্শন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় পবিপ্রবিতে পৌঁছে তারা চলমান উন্নয়ন প্রকল্পসমূহ ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, দশতলা ছাত্র ও ছাত্রী হল, জিমনেসিয়াম, প্রফেসর কোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই দলে উপপরিচালক সুরাইয়া ফারহানা, সিনিয়র সহকারী পরিচালক মোশারফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রতিনিধিদের স্বাগত জানান। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মো. আবদুল লতিফ, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক মো. ওবায়দুল ইসলাম, প্রকল্পের উপপরিচালক মো. মুহাইমিনুল আলম ফাইয়াজ এবং প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ইউনুস শরীফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউজিসির প্রতিনিধিদল বর্তমান উপাচার্যের নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য সন্তোষ প্রকাশ করে বলেন, উন্নয়ন প্রকল্পগুলো শিক্ষার্থীদের জন্য আরও সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত




পবিপ্রবির হলের নাম পরিবর্তনের দাবি শিক্ষার্থীদের

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বশেমুর) হলের শিক্ষার্থীরা তাদের আবাসিক হলের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন। আড়াই শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি আবেদনপত্র রেজিস্ট্রারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রস্তাব করেছেন, হলের বর্তমান নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪’ রাখা হোক।

শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম তাদের কাছে একটি বিতর্কিত অধ্যায়ের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। তারা দাবি করেছেন, বিগত ১৬ বছরে সরকারের দমনমূলক শাসন এবং জনগণের ওপর নিপীড়নের ঘটনাগুলো তাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের ভাষায়, “বর্তমান নাম বহাল রাখা মানে আমাদের আন্দোলন ও শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।”

তারা আরও বলেছেন, ‘বিজয়-২৪’ নামটি জুলাই বিপ্লবসহ অন্যান্য আন্দোলনের প্রতি তাদের শ্রদ্ধার প্রকাশ করবে। একই সঙ্গে, হল থেকে রাজনৈতিক প্রতীক এবং মুরাল অপসারণেরও দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দিয়ে বলেছেন, “শিক্ষার্থীদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এবং ঐতিহাসিক মূল্যায়নের ভিত্তিতে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পবিপ্রবিতে ৩ মাদকসেবী আটক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মাদক সেবন ও বিক্রির সময় ৩ জনকে আটক করেছে নিরাপত্তা শাখা।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিম, প্রধান মুকিত মিয়ার নেতৃত্বে, নিয়মিত তদারকির অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পিছনে অবস্থিত পুকুর সংলগ্ন এলাকায় দুই জন মাদকসেবীকে আটক করে। আটককৃতরা হলেন পটুয়াখালীর দুমকী উপজেলার রাজাখালী গ্রামের আমিনুল ইসলামের পুত্র ইকবাল আজিজ (১৮) এবং দক্ষিণ দুমকী গ্রামের কালাম খন্দকারের পুত্র মো. রাফি খন্দকার (১৭)। তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।

এদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুল এলাকায় মাদক বিক্রি করার সময় এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটককৃত মাদক বিক্রেতা হলেন ভোলা জেলার সদর উপজেলার মো. হারুনের পুত্র মো. সিয়াম (২০)।

তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য ইউএনওকে অবহিত করেন। জেলা প্রশাসকের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে, মো. সিয়ামকে ৬ মাস এবং ইকবাল আজিজকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, তাদের ১০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। অপ্রাপ্তবয়স্ক মো. রাফি খন্দকারকে মুচলেকা নিয়ে তার পিতার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পবিপ্রবির প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমাদের চলমান তদারকির ফলে মাদক ব্যবহারের সুযোগ প্রায় ৫০ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ফেল থেকে জিপিএ-৫ পেল ১ জন বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে প্রায় ৩৪৭৫ জন শিক্ষার্থীর

চন্দ্রদ্বীপ ডেস্ক: সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে খাতা চ্যালেঞ্জ করা প্রায় ৩ হাজার ৪৭৫ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। তাদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। আগের ফলাফলে অনুত্তীর্ণ থাকা পরীক্ষার্থীদের মধ্যে খাতা চ্যালেঞ্জের পর সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পেয়েছেন ১ জন। শুধু তাই নয়, আগের প্রকাশিত ফলাফলে ফেল থাকা পরীক্ষার্থীদের মধ্যে খাতা চ্যালেঞ্জ করে পাস করেছেন ৪১০ জন শিক্ষার্থী।

চলতি বছরের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে এমন অস্বাভাবিক ফল পরিবর্তন লক্ষ্য করা গেছে। খাতা মূল্যায়নের এই চিত্রকে বিপজ্জনক বলছেন শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ এবং মাদ্রাসা বোর্ডের প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। তবে কারিগরি শিক্ষা বোর্ডের ফল (সন্ধ্যা ৬টা) এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রকাশ করেনি।

গত ১৫ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল না পেলে সে খাতা চ্যালেঞ্জ করার জন্য গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এরপর আজ পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলো।




পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণির একাধিক বই পরিমার্জন হচ্ছে। সেখানে ইতিহাস-সংক্রান্ত বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে’ স্বাধীনতার ঘোষক হিসেবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ করা l

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, বিগত সরকারের সময়ে ইতিহাসকে এককেন্দ্রিক করে ফেলা হয়। সে কারণেই এবার পরিমার্জন হচ্ছে।

এ ছাড়া যার যতটুক অবদান সেই অনুযায়ী মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহিদ সোহরাওয়ার্দীসহ অন্যরাও স্থান পাবেন। আর বাংলা সাহিত্যে ‘বাংলাদেশে জুলাই অভ্যুত্থান’ আবু সাঈদ ও মুদ্ধের গল্প এবং আন্দোলনের গ্রাফিতিও অন্তর্ভুক্ত হবে। অন্যদিকে একাদশ শ্রেণির বাংলা সাহিত্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অধ্যাপক জাফর ইকবালসহ চারজন লেখকের লেখা বাদ দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, যারা যখন সরকারে ছিল, তখন পাঠ্যপুস্তকের পরিমার্জন করেছে। নিজেদের মতাদর্শ সূক্ষ্মভাবে শিক্ষার্থীদের ওপর চাপিয়েছে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে করা হয়নি। ফলে স্বাধীনতার ৫০ বছর পরও সরকারের যাত্রা আর বিদায়ের মতো পাঠ্যপুস্তকে ইতিহাস-সংক্রান্ত তথ্য হয় অন্তর্ভুক্তি না হয় বাতিল হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের সঠিক ইতিহাসটা পাঠের সুযোগ দিতে হবে। একই বিষয়ের ইতিহাস বারবার পরিবর্তন হলে তারা বিভ্রান্ত হয়। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’

যা যা পরিবর্তন হচ্ছে
চতুর্থ শ্রেণি থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত পাঠ্য হিসেবে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বইয়ে পরিবর্তন করা হচ্ছে। এই বইয়ের মুক্তিযুদ্ধের ইতিহাস অধ্যায়ে ‘২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা’ অংশ পরিবর্তন করে ২৬ মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা হিসেবে উল্লেখ করা হতে পারে। আর টেক্সট হতে পারে ২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। ২০০ আর ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে আবার স্বাধীনতার ঘোষণা দেন।

একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা বইয়ের বিভিন্ন গল্প ও উপন্যাসও পরিমার্জন করা হচ্ছে। যে এতে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর প্রবন্ধ ‘বায়ান্নর দিনগুলো’ বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া মুহম্মদ জাফর ইকবাল ও মহাদেব সাহার লেখাও বাদ পড়ছে।

এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বাংলা সাহিত্যে ‘বাংলাদেশে জুলাই অভ্যুত্থান’ শিরোনামে একটি প্রবন্ধ যোগ করা হয়েছে। থাকবে একটি কবিতাও। এ ছাড়া যুক্ত করা হবে আন্দোলন চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অঙ্কিত গ্রাফিতি। বইয়ের শেষ পৃষ্ঠায় বিভিন্ন ধর্মীয় বাণী, চিরন্তন সত্য প্রবাদ থাকবে।

অন্যদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আমার পথ’ প্রবন্ধ বাদ দিয়ে ‘যৌবনের গান’ প্রবন্ধ ও বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা ‘গৃহ’ গল্প বাদ দিয়ে ‘অর্ধাঙ্গী’ গল্প সংযোজন করা হবে বলে জানা গেছে।




পবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট টক ২০২৪: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একত্রিত হওয়ার আহ্বান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের উদ্যোগে “সকলে মিলে ভবিষ্যত জলবায়ু পরিবর্তন মোকাবিলা” শীর্ষক গ্লোবাল ক্লাইমেট টক-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এই দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ, এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিওমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এ এন এম সফিকুল আলম, এবং আন্তর্জাতিক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএস গ্রিন চেম্বার অফ কমার্স এর সিইও মিশেল থ্যাচার। তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তা মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানটির পর অংশগ্রহণকারীরা জলবায়ু সম্পর্কিত প্রদর্শনী ও পোস্টার প্রেজেন্টেশন উপভোগ করেন, যেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের অভিজ্ঞতার প্রতি আলোকপাত করা হয়।

ড. এ এন এম সফিকুল আলম বলেন, “২০২৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে ১০-১৫ শতাংশ শস্য উৎপাদন হ্রাস পাবে। উপকূলীয় এলাকায় বসবাসরত মানুষ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর প্রতিকার হিসেবে নবায়নযোগ্য শক্তি ও সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।”

মিশেল থ্যাচার বলেন, “বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ঘূর্ণিঝড় বৃদ্ধি পাচ্ছে এবং সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ ছিল বিশ্বের উষ্ণতম বছর। তাই জলবায়ু নিয়ে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। সুতরাং টেকসই উন্নয়ন এবং দুর্যোগ প্রশমন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে।”

এই অনুষ্ঠানে বক্তারা নবায়নযোগ্য শক্তি এবং সবুজ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন, যা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা রেখেই ঢাবির ভর্তি কার্যক্রম

চন্দ্রদ্বীপ ডেস্ক: জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যে আন্দোলনের শুরুটা ছিল কোটা সংস্কার ঘিরে। শিক্ষার্থীরা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তান-নাতি-নাতনিদের জন্য বরাদ্দ করা ৩০ শতাংশ কোটাসহ ৫৬ শতাংশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা।

অথচ অভ্যুত্থানের তিন মাস না পেরোতেই মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বহাল রেখে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ভর্তি প্রক্রিয়া জুলাই বিপ্লবের চেতনাবিরোধী বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।