পবিপ্রবির নতুন উপাচার্যকে স্বাগত জানিয়ে মানববন্ধন পরিহার

পটুয়াখালী প্রতিনিধি :: নতুন ভাইস চ্যান্সেলরকে স্বাগত জানিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পরিহার করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এই মানববন্ধনে সকল কর্মসূচি পরিহারহারের ঘোষণা দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান ও পবিপ্রবি জরুরি, প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।

এর আগে ২২ সেপ্টেম্বর ১ম দফা, ২৪ সেপ্টেম্বর ২য় দফা ও আজ ২৫ সেপ্টেম্বর ৩য় দফায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছিলেন পবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, বর্তমান সরকারের গৃহীত সিদ্ধান্তকে উপযুক্ত মনে করে এবং সম্মান জানিয়ে আমরা আমাদের সকল কর্মসূচি পরিহার করেছি। সেই নবাগত ভিসি মহোদয়কে স্বাগত জানিয়েছি।

উল্লেখ্য, গত ২২ আগস্ট (পবিপ্রবি) সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত পদত্যাগ করলে ভিসি পদে নিজ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে বুধবার(২৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পবিপ্রবি আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে উপাচার্য পদে ৫ শর্তে নিয়োগ প্রদান করা হয়।




পবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক রফিকুল ইসলাম

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) এ পদে তাকে নিয়োগ দেওয়া হয়। আগামী চার বছরের জন্য এ পদে তাকে নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তের স্থলাভিষিক্ত হলেন। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মুখে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণের’ কথা বলেছেন পবিপ্রবি’র কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ এই অধ্যাপক।




পটুয়াখালীর আজিজ আহম্মেদ কলেজের অ্যাডহক কমিটি গঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকি উপজেলার আজিজ আহম্মেদ কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন নাসরীন জাহান এবং বিদ্যোৎসাহী সদস্য হয়েছেন মো. আশিকুর রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক ২৪.০৯.২০২৪ ইং স্বাক্ষরিত পত্রে (স্মারক নং-INSO2-6/00240/2024/1531/3099) বলা হয়েছে, আজিজ আহম্মেদ কলেজের অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি খলিলুর রহমানের মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে নাসরীন জাহান এবং বিদ্যোৎসাহী সদস্য মো. তারিকুল ইসলামের মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে মো. আশিকুর রহমানকে মনোনয়ন দেয়া হলো।

এই অ্যাডহক কমিটির মেয়াদ ১৬.০৩.২০২৫ ইং তারিখ পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন-সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯ এর ৭ নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর এ মনোনয়ন যে কোনো সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেরিত নতুন অ্যাডহক কমিটির পত্র পেয়েছেন কিনা- জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মো. আহসানুল হক মেইল চেক করিনি বলে ফোন কেটে দেন।

উল্লেখ্য, ৮ দিন আগে ১৭.০৯.২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার তার স্বাক্ষরিত পত্রে (স্মারক নং-INSO2-6/00240/2024/1531/2962) আব্দুল আজিজ আহম্মেদ কলেজের অ্যাডহক কমিটির সভাপতি খলিলুর রহমান এবং বিদ্যোৎসাহী সদস্য মো. তারিকুল ইসলামকে মনোনয়ন দিয়ে কলেজের অধ্যক্ষ, সংশ্লিস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিদের কাছে অনুলিপি দিয়েছিলেন।




বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ৭০৮ জনের তালিকা প্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে ৭০৮ জন শহীদের পরিচয় জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টে (২০২৪) সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট (www.hsd.gov.bd) এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন/সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই/সংশোধন/পূর্ণাঙ্গ করতে নিহতদের পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিদের অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকার বিষয়ে কারও কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার মতো থাকলে তা সেবা নেওয়া সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানাতে অনুরোধ করা হলো।

প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য নিম্নরূপ পদক্ষেপ নিতে হবে-

ক. নিহত পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/ জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

খ. রেজিস্ট্রেশনের পর নিহত ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।

গ. প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোতে তথ্য নেই, সেগুলো পূরণ করতে হবে।

ঘ. পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে।

ঙ. প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিহত পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধি কর্তৃক পূরণকৃত ফরমটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন।

চ. দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হলো কি না তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে।




পুলিশের সাঁজোয়া যান থেকে ইয়ামিনের মরদেহ ফেলার দৃশ্য ভাইরাল

চন্দ্রদ্বীপ ডেস্ক : জোহরের নামাজ পড়ে বাসায় ফেরার সময় পুলিশের গুলিতে শহীদ হন ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার সাইন্স বিষয়ের মেধাবী শিক্ষার্থী শাইখ আস-হা-বুল ইয়ামিন। খবর বাসস।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে তখন নির্বিচারে গুলি চালাচ্ছিল পুলিশ। জোহরের নামাজ পড়ে বের হয়ে বাসায় ফিরছিলেন ইয়ামিন। ঠিক তখনই গুলিবিদ্ধ হন তিনি। গুলিবিদ্ধ ইয়ামিনকে পুলিশ তাদের সাঁজোয়া যান এপিসিতে উঠায়। একপর্যায়ে গুলিবিদ্ধ ইয়ামিনের নিথর দেহ পুলিশের সাঁজোয়া যান থেকে নিচে ফেলে দেওয়া হয়। আর এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই বর্বরোচিত ঘটনা দেখে দেশের মানুষ বিস্মিত ও হতবাক হয়ে যায়। পুলিশের বর্বর নির্মমতার শিকার গুলিবিদ্ধ ইয়ামিন মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ইয়ামিনের বাবা-মা বর্তমানে সাভার ব্যাংক টাউনে বসবাস করলেও তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী।

মহিউদ্দিন ও নাসরিন সুলতানা দম্পতির একমাত্র ছেলে ইয়ামিন। অত্যন্ত মেধাবী শান্তশিষ্ট ছিল ইয়ামিন। এমআইএসটির হলে থেকেই পড়াশোনা করত ইয়ামিন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই তার বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। বন্ধ ঘোষণা করা হয় আবাসিক হলও। ১৭ জুলাই সাভার নিজ বাসায় চলে যান ইয়ামিন। পরদিন স্থানীয় মসজিদে জোহরের নামাজ পড়তে গিয়ে পুলিশের নির্বিচার গুলিতে শহীদ হন ইয়ামিন।

ইয়ামিনের মামা মো. আব্দুল্লাহ আল মুন কাদির সংবাদমাধ্যমকে বলেন, অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছিল ইয়ামিন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৮ জুলাই জোহরের নামাজ পড়ে বাসায় ফেরার সময় সাভার ব্যাংক টাউন এলাকায় পুলিশের নির্বিচার গুলিতে শহীদ হয় ইয়ামিন। ইয়ামিনের গুলিবিদ্ধ নিথর দেহ পুলিশ তাদের সাঁজোয়া যান এপিসিতে তুলে নেওয়ার পর নির্মম ও বর্বরোচিত কায়দায় নিচে ফেলে দেয়। ইয়ামিনকে ফেলে দেওয়ার সেই ভয়াবহ দৃশ্য গণমাধ্যমে দেশবাসী দেখেছে। বৈষম্যবিরোধী আন্দোলন নির্মূলে এমন নিষ্ঠুরতম আচরণে দেশের ছাত্র-জনতা তখন প্রতিবাদে ফুঁসে উঠে।

তিনি বলেন, এই বর্বরোচিত ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন। নির্মম এই ঘটনার বিচার চেয়ে ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ শাইখ আস-হা-বুল ইয়ামিনকে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাধায় পারিবারিক কবরস্থানে দাফন করা যায়নি। মরদেহ নিয়ে গ্রামেও যেতে দেয়নি পুলিশ।

পুলিশের সাঁজোয়া যান এপিসি থেকে ইয়ামিনের গুলিবিদ্ধ দেহ রাস্তায় ফেলে আতঙ্ক সৃষ্টি করে। আবার মৃত্যুর কোনো সনদ না দিয়েই হাসপাতাল কর্তৃপক্ষ ইয়ামিনের মরদেহ হস্তান্তর করে। ঢাকা ও সাভার রেঞ্জের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইয়ামিনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের না করতে ভয়-ভীতি দেখান। সাভার তালবাগ পারিবারিক কবরস্থানে ইয়ামিনের মরদেহ দাফন করতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান বাধা দেন। পরে শহীদ ইয়ামিনকে সাভার ব্যাংক টাউন কবরস্থানে দাফন করা হয়।




পটুয়াখালীতে STEP প্রকল্পের শিক্ষকরা ৫০ মাস ধরে বেতনবঞ্চিত

পটুয়াখালী প্রতিনিধি :: চাকরি জাতীয়করণ ও ৫০ মাসের বকেয়া বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেন তারা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ৫০ মাস ধরে বেতন না পাওয়ার কারণে চলমান সংকটের দ্রুত সমাধান চেয়ে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষকরা জানান, ২০১০ সালে শুরু হওয়া ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ (STEP) প্রকল্পটি ২০১৯ সালে সমাপ্ত হলেও বর্তমানে কর্মরত ৭৩৮ জন শিক্ষক দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না। দেশব্যাপী ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এ শিক্ষকরাই দায়িত্ব পালন করে আসছেন। এককথায় পলিটেকনিক ইনস্টিটিউটের মোট শিক্ষকের অর্ধেকের বেশি এই প্রকল্পের।

বক্তারা আরো বলেন, বেতন না পাওয়ার কারণে আমাদের পরিবার-পরিজনের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। প্রকল্প শেষ হওয়ার পরও সরকার আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করেনি। ফলে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। শিক্ষকরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান, যাতে তারা তাদের ন্যায্য প্রাপ্য পেতে পারেন এবং দেশের শিক্ষার অগ্রগতিতে যথাযথ ভূমিকা পালন করতে পারেন।




পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তি চায় হেফাজত

চন্দ্রদ্বীপ ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম না থাকায় বিস্ময় প্রকাশ করে এই কমিটি প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই কমিটিতে আলেম প্রতিনিধি রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

রাজধানীতে হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সংগঠনের খাস কমিটির এক বৈঠকে এই দাবি জানানো হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমির আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, আল্লামা জসিম উদ্দীন, আল্লামা সালাহ উদ্দীন নানুপুরী, আল্লামা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, ড. আহমাদ আব্দুল কাদের, মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী হারুন ইজহার, মাওলানা মীর ইদরিস, মুফতী

সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, অর্থ সম্পাদক মুফতী মুনির হুসাইন কাসেমী, দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ প্রমুখ।

বৈঠকে বলা হয় যে, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে কোনো বিজ্ঞ আলেমের উপস্থিতি না দেখে আমরা যারপরনাই বিস্মিত হয়েছি। কারণ, স্বৈর-ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বিভিন্ন সময়ে জাতীয় পাঠ্যপুস্তকের অসঙ্গতি ও বিতর্কিত বিষয়গুলো নিয়ে ওলামায়ে কেরাম ব্যাপকভাবে সোচ্চার ছিলেন। অথচ আজ এই নতুন বাংলাদেশে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে আলেমসমাজকে বঞ্চিত করে আবারও বিতর্কের পথ বেছে নেওয়া হলো। আলেমবিহীন এই বৈষম্যমূলক কমিটি আমরা জোরালভাবে প্রত্যাখ্যান করছি।




পবিপ্রবি থেকেই ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকেই নতুন ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মানবন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বশার খান, সিএসই অনুষদের শিক্ষক প্রফেসর ড. খোকন হোসেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. এবিএম সাইফুল, কৃষি সম্প্রসারণ বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. ইখতিয়ারউদ্দিন, ডেপুটি রেজিষ্ট্রার ড. মো. আমিনুল ইসলাম, মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সোহেল রানা জনি প্রমুখ।

বক্তারা বলেন, বাহির থেকে ভিসি আসলে ক্যাম্পাসের ভেতরে অন্তকোন্দল বাড়িয়ে তোলে, বুঝতে বুঝতে সময়ক্ষেপণ করে, সুবিধাভোগীদের দৌরাত্ম্য বেড়ে যায়, বাহিরের রাজনৈতিক চাপ সামলাতে অবৈধ নিয়োগ ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে, ভেতরের সমস্যা দিন দিন বাড়িয়ে বেতন বন্ধের উপক্রম করে। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে যেকোনো একজন যোগ্য শিক্ষককে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।




কাওয়ালী ও নাশিদ সন্ধ্যায় মুখরিত পবিপ্রবি ক্যাম্পাস

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পবিত্র সিরাতুননবী (সা) ও জুলাই বিপ্লবের চেতনায় কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত পবিপ্রবির টিএসসি চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কাওয়ালী ও নাশিদ সন্ধ্যার আয়োজন হয়।

কাওয়ালী ও নাশিদ সন্ধ্যায় মঞ্চ মুখরিত করে ঢাকা থেকে আগত কলরব শিল্পী গোষ্ঠী, শিল্পী মাহমুদ হুজাইফা,পটুয়াখালীর রুহামা শিল্পী গোষ্ঠী এবং পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পরিচিত শিল্পীবৃন্দ।

এসময় কাওয়ালির ঝঙ্কারে পুরো মুক্তমঞ্চ আন্দোলিত হয়। দর্শকদেরও সুরে আচ্ছন্ন হয়ে মাথা ঝাকানোতে তাল তুলতে দেখা যায়। কাওয়ালি সংগীত উপভোগ করতে মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ভিড় জমায়। তারা বেশ উৎফুল্ল এবং আনন্দের সঙ্গে কাওয়ালি উপভোগ করেন।




ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত

চন্দ্রদ্বীপ নিউজ ::ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বলেন, সন্ধ্যা ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে একটি জরুরি সিন্ডিকেট মিটিং হয়। সেখানে ২ ঘন্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।