ভোলায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৫টি ধারালো অস্ত্রসহ আলমগীর ও রিয়াদ নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (২০ ডিসেম্বর) ভোরে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিস্তারিত:
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বেলা ১১টায় ভোলা কোস্টগার্ড কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে আলমগীর মাতব্বর ও রিয়াদ মাতব্বর স্থানীয় গঙ্গাপুর চর ও দক্ষিণ দিঘলদী এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, জমি দখল, এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এ নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ আসলে কোস্টগার্ড অভিযান চালায়।

অস্ত্র ও গ্রেপ্তারের বিবরণ:
অভিযান পরিচালনা করে কোড়ালিয়া গ্রামে তাদের আস্তানা থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৫টি ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামতসহ তাদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সন্ত্রাসীদের অপরাধ চক্র:
কোস্টগার্ডের দেওয়া তথ্য মতে, দীর্ঘদিন ধরে এ দুই সন্ত্রাসী স্থানীয়ভাবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে নানা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডে লাভলীন নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত রেস্তোরাঁ থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঘটনার বিস্তারিত:
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুতই ১০টা ৪৪ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। একে একে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ধোঁয়া ও আগুনের কারণে রেস্টুরেন্টটি ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। তবুও দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে আশপাশের এলাকায় আগুন ছড়ায়নি। উদ্ধার করা ৭ জনের মধ্যে কেউ গুরুতর আহত কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখযোগ্য দিক:
আগুন লাগার কারণ এখনো পরিষ্কার নয়। তবে প্রাথমিক ধারণায় গ্যাসের লাইন কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগতে পারে।

উদ্ধার কার্যক্রম:
আগুনের সময় রেস্টুরেন্টের ভেতরে থাকা কর্মী ও কাস্টমারদের অনেকেই আটকা পড়েন। দ্রুত উদ্ধার তৎপরতার ফলে ৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে অসাধারণ এই সিরিজ জয়ের শেষ ম্যাচে ৮০ রানের বড় জয় পেল টাইগাররা। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ১৮৯ রান। পরে বল হাতে দারুণ নৈপুণ্যে ক্যারিবীয়দের থামিয়ে দেয় মাত্র ১০৯ রানে।

জয়ের মূল কারিগর জাকের আলী অনিক:
জাকের আলী অনিকের ব্যাটে ভর করেই বাংলাদেশ শক্ত ভিত পেয়েছে। তার ৪১ বলে ৭২ রানের ইনিংসটি ছিল আক্রমণাত্মক এবং দৃঢ়চেতা। ছয়টি বিশাল ছক্কা হাঁকানো এই ইনিংসে শেষ ২২ বলে ৫৪ রান তোলেন তিনি। বিশেষভাবে উল্লেখযোগ্য তার স্পোর্টসম্যানশিপ, যেখানে প্রতিপক্ষের খেলোয়াড় চোট পেলে রান নেয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেটি নেননি তিনি।

ব্যাটিংয়ের সময় কিছু ভুল বোঝাবুঝি হয়। শামীম পাটোয়ারীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে মনে করেছিলেন তিনি বিদায় নিয়েছেন। কিন্তু থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে তাকে ফেরানো হয়। তবে পরে শেখ মাহেদীর সঙ্গে আবারো ভুল বোঝাবুঝি হয়, এবং এবার মাহেদী রানআউট হন। তবে সবকিছু পেছনে ফেলে দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।

বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স:
উদ্বোধনী ব্যাটার পারভেজ হোসেন ইমনের ২১ বলে ৩৯ রান দলকে দুর্দান্ত শুরু এনে দেয়। এরপর তানজিদ হাসান তামিম আউট হলেও জাকের আলী পরিস্থিতি সামলান। শেষ পর্যন্ত বাংলাদেশ ৭ উইকেটে ১৮৯ রান তুলে ইনিংস শেষ করে।

বোলিংয়ে বিধ্বংসী টাইগাররা:
বল হাতে বাংলাদেশি বোলাররা ছিলেন দুর্দান্ত। তাসকিন আহমেদ, শেখ মাহেদী ও রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে কোনোভাবেই নিজেদের মেলে ধরতে পারেনি উইন্ডিজ। পাওয়ারপ্লের আগেই তারা হারায় গুরুত্বপূর্ণ ৩ উইকেট। পরে অধিনায়ক রভম্যান পাওয়েলসহ গুরুত্বপূর্ণ ব্যাটাররা দ্রুতই বিদায় নেয়।

শেষ দিকে রোমারিও শেফার্ড ও গুডাকেশ মোটির জুটিতে কিছুটা আশার আলো দেখতে পায় ক্যারিবীয়রা। তবে তাদের বিদায়ের পরই উইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১০৯ রানে। তাসকিন আহমেদের উইকেটেই ম্যাচটি শেষ হয়।

উপসংহার:
এই জয় শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইটওয়াশের ইতিহাস নয়, বরং বাংলাদেশের জন্য দারুণ এক সিরিজ জয়ের স্মারক। ২০২৪-এর শেষটা জয়গাঁথায় রাঙিয়ে আনল টাইগাররা।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সাদপন্থী নেতা মোয়াজ বিন নুর গ্রেফতার

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দান নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিব ইস্কান্দার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জোবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাদপন্থী মাওলানা সাদ কান্ধলভির ২৯ জন অনুসারীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত কয়েকশ ব্যক্তিকে আসামি করা হয়। ওই মামলার ৫ নম্বর আসামি মোয়াজ বিন নূর (৪০) রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার হন।

সংঘর্ষের পটভূমি:
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে ইজতেমা মাঠে প্রবেশের চেষ্টা করে। এ সময় মাঠের ভেতর অবস্থান করা মাওলানা জোবায়ের অনুসারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে সাদপন্থীরা পাল্টা হামলা চালিয়ে মাঠে প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এই সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে এবং গুরুতর আহত এক ব্যক্তির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। সংঘর্ষে আহত শতাধিক ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোয়াজ বিন নূর উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসিন্দা। তার পিতার নাম মৃত নুর মোহাম্মদ। মামলায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বিয়ের প্রতিশ্রুতি, পরিণতিতে মা-মেয়ের মর্মান্তিক হ*ত্যা

মোবাইল ফোনে আলাপের মাধ্যমে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়ান বাগেরহাটের মাধুরী বিশ্বাস (৩৬) এবং পটুয়াখালীর যুবক বিধান দাস (২৫)। সম্পর্ক গভীর হওয়ার পর বিয়ের দাবিতে মাধুরী তার সাত বছরের মেয়েকে নিয়ে বিধানের কাছে পটুয়াখালী চলে যান। কিন্তু বিধান তাদের হত্যা করার পরিকল্পনা করে।

গত ২৮ নভেম্বর মাধুরী তার মেয়ে শ্রেষ্ঠাকে নিয়ে খুলনা থেকে বরিশাল পৌঁছান এবং বিধানের সঙ্গে একটি হোটেলে ওঠেন। বিধান তখন পারিবারিক কাজে ব্যস্ত থাকার অজুহাতে পটুয়াখালী চলে যান। পরে মাধুরীকে পটুয়াখালী আসতে বলেন। সেখান থেকে একসঙ্গে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে রওনা হওয়ার সময় তিনি মাধুরী ও তার মেয়েকে বিষ মেশানো পানি খাইয়ে হত্যা করেন।

৪ ডিসেম্বর, দশমিনা বাজার থেকে কীটনাশক সংগ্রহ করেন বিধান। ঢাকার লঞ্চে রওনার সময় পানির সঙ্গে বিষ মিশিয়ে মা-মেয়েকে খাইয়ে দেন। পরদিন লঞ্চ সদরঘাটে পৌঁছালে তিনি তাদের ফেলে পালিয়ে যান।

এক পথচারী তাদের অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মাধুরীকে মৃত ঘোষণা করা হয়। মেয়ে শ্রেষ্ঠা গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর মারা যায়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়া থেকে বিধানকে গ্রেপ্তার করে ডিএমপির কোতোয়ালী থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে বিধান হত্যার দায় স্বীকার করেন।

ডিএমপি লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন এক সংবাদ সম্মেলনে জানান, “বিধান একটি বাল্কহেডের শ্রমিক। সম্পর্কের গভীরতার পর মাধুরী বিয়ের জন্য চাপ দিলে তিনি এই পরিকল্পনা করেন।”

মাধুরীর বড় ভাই নারায়ণ বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। তদন্তের মাধ্যমে ঘটনাটি হত্যায় পরিণত হয়েছে বলে প্রমাণ মেলে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



গলাচিপায় আগাম তরমুজ চাষে কৃষকদের নতুন আশা

পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ুর পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে কৃষকরা এবার পলিব্যাগে বীজ বপনের মাধ্যমে চারা তৈরি করছেন। এই পদ্ধতিতে জমি প্রস্তুতির ১৫-২০ দিন আগেই চারা রোপণ উপযুক্ত হয়ে যায়, যা ফসল উৎপাদনে সময় বাঁচানোর পাশাপাশি ফলনের সম্ভাবনাও বৃদ্ধি করে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর গলাচিপায় ৮ হাজার ৯৫০ হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, ভালো ফলন হলে এই অঙ্ক আরও বৃদ্ধি পেতে পারে।

গলাচিপা সদর ইউনিয়নের চাষি আবু আক্কাস মৃধা জানান, তিনি চার একর জমির জন্য ৯ হাজার পলিব্যাগে বীজ বপন করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের এলাকায় আমন ধান কাটতে দেরি হয়। ফলে তরমুজের মৌসুম শুরু হলেও জমি প্রস্তুতে অনেক সময় লেগে যায়। কিন্তু পলিব্যাগে চারা তৈরি করায় সেই সময় নষ্ট হয় না। এতে ফলন সময়মতো পাওয়া যায়।”

তিনি আরও জানান, প্রতিটি পলিব্যাগে বীজ, সার এবং শ্রমিকের খরচ মাত্র ৩ টাকা ৪৫ পয়সা। এতে করে চারা তৈরি করে জমিতে লাগানোর পর মাত্র ১০০ দিনের মধ্যেই তরমুজ পাকে।

বোয়ালিয়া গ্রামের চাষি মোস্তফা সরদার বলেন, “আমি তিন একর জমিতে তরমুজ চাষ করছি। তরমুজ চাষে কখনো লোকসান দিইনি। তবে আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ ফলনের উপর প্রভাব ফেলে।”

গলাচিপা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান বলেন, “কৃষকরা পলিব্যাগে বীজ বপন করে আশাব্যঞ্জক ফলাফল পাচ্ছেন। এ বছর সব কিছু ঠিক থাকলে ৭০০ কোটি টাকার তরমুজের বেচাকেনা হবে বলে ধারণা করছি। এটি কৃষকদের জন্য অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



জাতীয় বিপ্লবী পরিষদের ৭৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

মুসলিম জাতীয়তাবাদী রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ তাদের ৭৭ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। বুধবার (১৮ ডিসেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনিসুর রহমানকে রাজনৈতিক প্রধান, মোহাম্মদ শাফিউর রহমানকে সাংগঠনিক প্রধান, খোমেনী ইহসানকে আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হাসান মোহাম্মদ আরিফকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়া, কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাস করা নারী, গবেষক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের বিভিন্ন দায়িত্বে মনোনীত করা হয়েছে।

জাতীয় বিপ্লবী পরিষদ ১৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আত্মপ্রকাশ করে। সেদিন দোয়া মাহফিল শেষে সংগঠনটির শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে। দলটির গঠনের পরিপ্রেক্ষিতে দলের লক্ষ্য হচ্ছে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়নের জন্য জনগণকে সংগঠিত করে রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলা।

এছাড়া, ছয় মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটি দেশের সব গুরুত্বপূর্ণ নাগরিকের সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য তৈরি করতে কাজ করবে। একই সময়ে দলটি ঢাকা সহ দেশের সব বিভাগ, মহানগর, জেলা ও থানা পর্যায়ে কমিটি গঠন করবে। গঠনতন্ত্র প্রণয়ন, দলীয় তহবিল গঠন ও কেন্দ্রীয় কার্যালয় প্রতিষ্ঠা করে মে মাসে প্রথম কেন্দ্রীয় কাউন্সিল করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়নের জন্য চূড়ান্ত আন্দোলনের ডাক দেবে দলটি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



টিসিবির জন্য মসুর ডাল ও সয়াবিন তেল ক্রয়ে সরকারের সিদ্ধান্ত

দেশের জনগণের জন্য ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয় উৎস থেকে ১০ হাজার টন মসুর ডাল এবং এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৮৫ কোটি টাকা।

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ থেকে মসুর ডাল এবং সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়।

মসুর ডাল ক্রয়

টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের জন্য ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আহ্বানকৃত প্রস্তাবের মধ্যে কারিগরি ও আর্থিকভাবে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজকে এই কাজ দেওয়া হয়। প্রতি কেজি মসুর ডালের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৫ টাকা ৪০ পয়সা, যার জন্য মোট ব্যয় হবে ৯৫ কোটি ৪০ লাখ টাকা।

সয়াবিন তেল ক্রয়

এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য সিটি এডিবল অয়েল লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়েছে। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে পাওয়া একমাত্র প্রস্তাবটি কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হওয়ায় এই প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়। প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৭২ টাকা ২৫ পয়সা। মোট ব্যয় হবে ১৮৯ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।

ভর্তুকি মূল্যে সরবরাহ

উল্লেখিত মসুর ডাল ও সয়াবিন তেল টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে সরবরাহ করা হবে। সরকারের এই উদ্যোগ জনগণের প্রয়োজন মেটাতে এবং বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাজারে সয়াবিন তেলের সরবরাহে অচলাবস্থা: উপদেষ্টার মন্তব্য

দেশে সয়াবিন তেলের দাম ৮ টাকা বৃদ্ধির ৯ দিন পরও বাজারে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ব্যবসায়ীদের শক্তিশালী অবস্থান নিয়ে মন্তব্য করেছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, চাল, ডাল, সয়াবিন তেল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এসব পণ্য সরবরাহ নিশ্চিত করতে সরকার চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে রমজান সামনে রেখে খেজুর, ছোলা, চিনি, মসুর ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বাজারে সরবরাহে নজর দেওয়া হচ্ছে। তবে বিদেশ থেকে আমদানি ও আনলোডের প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগছে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের একটি প্রত্যাশা থাকে যে দামের বৃদ্ধি হলে তা আরও বাড়বে। এই মনোভাবের কারণেই সরবরাহে ব্যাঘাত ঘটে। বাজারে কার্যকর মনিটরিং না হওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শকরা সব জায়গায় যেতে পারেন না। তাছাড়া বাজারে ক্রেতাদের সচেতনতা এবং অভিযোগের ঘাটতিও লক্ষ্য করা যায়।

সালেহউদ্দিন আহমেদ জানান, ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করে। তাদের শক্তিশালী অবস্থান ভাঙা বেশ কঠিন। তিনি বলেন, “আমরা চাই সবাই ব্যবসা করুক, তবে অতিরিক্ত মুনাফা যেন না করে। উৎপাদনকারীরাও যেন ন্যায্য দাম পায়।”

সরকারি মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং বাজারে কৃত্রিম সংকট রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গাজীপুরের টঙ্গীতে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘যারা হত্যাকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে এবং ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাদ ও জুবায়েরপন্থিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরো জানান, হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তাদের জন্য গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারকে সহানুভূতি প্রকাশ করেন। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এসময়, এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।’ তিনি বলেন, সরকার চায় যে, টঙ্গীতে এবারের বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে কিনা, সে বিষয়ে তাবলিগের দুই পক্ষের মুরুব্বিরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিক।

বৈঠক শেষে, জুবায়েরপন্থী গ্রুপের প্রতিনিধি মামুনুল হক অভিযোগ করেন, সাদপন্থীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং তাদের নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, ‘এবার তারা মানুষ হত্যা করেছে এবং তাদের ইজতেমা আয়োজনের কোনো অধিকার নেই।’ তিনি আরো বলেন, সাদপন্থীদের বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা না নেওয়া হয় এবং তাদের ইজতেমার অনুমতি দেওয়া হয়, তবে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

এদিকে, সাদপন্থীদের পক্ষ থেকে মুখপাত্র রেজা আরিফ জানান, টঙ্গীর ইজতেমা মাঠ ত্যাগ করা মুসল্লিরা প্রাণহানির ঘটনায় শোকাহত। তবে, সমাধান কোথায় তা নিয়ে সকল পক্ষই নিরব ছিল।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম