বরিশালে অটো বাইকের ধাক্কা, ট্রাকচাপায় প্রাণ গেল নারীর

বরিশাল নগরীর নতুল্লাবাদ মহাসড়কে একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী মাসুমা রহমান (৩৫), বরিশাল কাশিপুর ইউনিয়নের কলস গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি দ্রুতগতির হলুদ অটো বাইক মাসুমাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়েই যান এবং পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। দ্রুত ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির সিকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মোটরসাইকেল না দেওয়ায় সৌদি প্রবাসীর ওপর হামলার অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বেদগর্ভ গ্রামে সৌদি প্রবাসী ভাষাই খানকে দাবিকৃত মোটরসাইকেল না দেওয়ার অভিযোগে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতার ছেলের নেতৃত্বে দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে আহত প্রবাসীর ছেলে টুটুল খান জানান, তার বাবা ভাষাই খান সম্প্রতি ছুটিতে দেশে আসেন। তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্ট থেকে সরিকল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার ছেলে যুবদল নেতা পলাশ মৃধা তাদের পরিবারের কাছে তিনটি পালসার মোটরসাইকেল কেনার দাবি জানিয়ে আসছিলেন।

টুটুল খান বলেন, “আমাদের পরিবারের পক্ষ থেকে দাবিকৃত মোটরসাইকেল কিনে দিতে অপারগতা প্রকাশ করলে, পলাশ মৃধা ও তার ৮-১০ জন সহযোগী আমাদের বাড়িতে ঢুকে আমার বাবাকে মারধর করে গুরুতর আহত করেন। আমার মা বাধা দিতে গেলে তাকেও আঘাত করা হয়।”

এ বিষয়ে সরিকল ইউনিয়নের বিএনপি আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার ছেলে যুবদল নেতা পলাশ মৃধা বলেন,“ভাষাই খান সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনেছেন। আওয়ামী লীগের শাসনামলে তিনি বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনে লিপ্ত ছিলেন। এখন আমাদের ভাবমূর্তি নষ্ট করতে এই অপপ্রচার চালাচ্ছেন।”

এদিকে, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন,“এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




শেখ হাসিনাকে ফেরাতে বরগুনায় গোপন শপথ, ভিডিও ভাইরাল

মহান বিজয় দিবসে বরগুনার একটি অজ্ঞাত স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও জামায়াত-বিএনপিকে উৎখাতের শপথ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার পর ভিডিওটি ছড়িয়ে পড়লে এটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওতে যা দেখা গেছে:
প্রায় ২ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের কিছুসংখ্যক নেতাকর্মী গোপনে একত্রিত হয়ে বেলুন উড়ানো ও শপথ পাঠ করছেন। তাদের হাতে একটি ব্যানার ছিল, যেখানে লেখা—“শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামায়াত খতম করো, মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো।”

ভিডিওতে আরও উল্লেখ করা হয়েছে যে, বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতিতে তারা জঙ্গি ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে প্রাণ উৎসর্গের শপথ নিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বিঘ্ন স্বদেশ প্রত্যাবর্তনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ভিডিওতে শপথ পাঠে বলা হয় “গৌরবময় মহান বিজয় দিবস ২০২৪। সৃষ্টিকর্তার নামে আমরা শপথ করছি যে, জঙ্গি জামায়াত ও বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে গরীব, দুঃখী, মেহনতি মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিব। নেত্রীর নির্দেশে প্রয়োজনে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে জীবন উৎসর্গ করব। জয় বাংলা।”

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (বরগুনা সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম জানিয়েছেন, “বরগুনার বিভিন্ন স্থানে গোপনে এটি আয়োজন করা হয়েছে। ভিডিওতে তিন-চারজনকে বেলুন উড়াতে দেখা গেছে। তবে কোন স্থানে এটি অনুষ্ঠিত হয়েছে, তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটির তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ একে গোপন কর্মসূচি হিসেবে চিহ্নিত করেছেন, আবার কেউ ঘটনাটির গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে সড়ক দুর্ঘটনায় ডিপ্লোমা প্রকৌশলী নিহত

বরিশালের বানারীপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায় (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক রাকিব হোসেন (২৮) গুরুতর আহত হন।

সুশান্ত রায় বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং বন্দর বাজারের মৎস্য ব্যবসায়ী সুধীর রায়ের ছেলে।

সোমবার দুপুরে স্বরূপকাঠির কুনিয়ারী এলাকা থেকে ইজিবাইকযোগে বানারীপাড়ায় ফেরার পথে মাছরং ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হলে সুশান্ত রায়সহ ইজিবাইক চালক গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সুশান্ত রায়কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

আজ মঙ্গলবার পারিবারিক শ্মশানে সুশান্ত রায়ের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আটক ২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলামকে মারধরের ঘটনায় দুই চালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রূপাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী রায়হান ইসলাম জানান, মোটরসাইকেলে রূপাতলী থেকে ক্যাম্পাসে যাওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তার সঙ্গে ধাক্কা দেয়। তিনি এর প্রতিবাদ করলে শ্রমিকরা তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। এর আগে শ্রমিকদের অন্য একটি ঘটনায় মিছিল চলছিল। শ্রমিকরা তার বিশ্ববিদ্যালয়ের পরিচয় সত্ত্বেও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ ঘটনায় খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রূপাতলী এলাকায় জড়ো হন এবং দুই চালক—ফিরোজ ও আব্দুল জলিলকে আটক করে। পরে সেনাবাহিনী এসে তাদের আটক করে নিয়ে যায়।

শিক্ষার্থীরা আরও ১০ জন চালকের গ্রেফতারের দাবি জানান। তাদের দেওয়া নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলেন—হোসেন, ফিরোজ, শহিদুল, শাকিল, সাইদুল, মনির, হারুন, সোহাগ, হাসান, সাইদ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম বলেন, “ঘটনার সুষ্ঠু বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে।”

জানা গেছে, সকালে অটোরিকশাকে পুলিশ মামলা দেওয়ার পর সিএনজি ও মাহিন্দ্রা চালকরা বিক্ষোভে নামে এবং সড়ক অবরোধ করে। এরই মধ্যে শিক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুজন চালককে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বাকিদের শনাক্তের কাজ চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, রূপাতলীর সড়ক থেকে অবৈধ স্থাপনা ও স্ট্যান্ড উচ্ছেদ করা হলেও একটি চক্র আবার তা পুনর্দখল করে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে চলেছে। শিক্ষার্থীরা এর স্থায়ী সমাধান দাবি করেছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মোদির বিজয় দিবসের বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মন্তব্য করেছেন, তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে ঢাকা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “নরেন্দ্র মোদি তার মতো করে কথা বলেছেন, আমরাও আমাদের মতো করে এর উত্তর দেবো।” তিনি জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতি অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে আইন উপদেষ্টার মন্তব্যকে ব্যক্তিগত বলে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, “এটি রাষ্ট্রীয় কোনো অবস্থান নয়। তবে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টির যথাযথ প্রতিক্রিয়া জানাবে।”

রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগামীকাল (১৮ ডিসেম্বর) মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে থাইল্যান্ডে যাচ্ছি। সেখানে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক হবে।” তিনি আরও জানান, মিয়ানমারে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়িকভাবে সেন্টমার্টিন রুট বদল করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি পুনরায় ঠিক হয়ে যাবে।

ডি-৮ সম্মেলনের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “প্রধান উপদেষ্টা এই সম্মেলনে যোগ দেবেন। ডি-৮ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফোরাম। এই সম্মেলনের সাইড লাইনে বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে।” তবে কোন কোন দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক হবে, সে বিষয়ে তিনি জানান যে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

সার্বিকভাবে নরেন্দ্র মোদির মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও সক্রিয় রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




অস্বাভাবিক জিহ্বার ভারে শৈশব হারিয়েছে জুবায়ের

মাত্র ১২ বছরের জুবায়ের আল মাহমুদের জীবনে শৈশবের আনন্দ আর খেলার মাঠ এখন শুধুই এক অজানা স্বপ্ন। জন্ম থেকে জুবায়ের এক ভয়াবহ রোগ “হেমানজিওমা” (রক্তনালী টিউমার)-এর শিকার। এই মরণব্যাধি তার জিহ্বাকে অস্বাভাবিকভাবে বড় করে তুলছে, যা প্রতিনিয়ত তার জীবনকে দুর্বিষহ করে তুলছে। স্বাভাবিকভাবে খাবার খাওয়া, কথা বলা কিংবা ঘুমানো-সবকিছুই আজ তার জন্য যন্ত্রণার কারণ।

পিরোজপুরের নেছারাবাদ ইউনিয়নের ছারছিনা দরবার শরীফ এলাকার ছোট্ট গ্রামে বসবাস করে জুবায়েরের পরিবার। তিন সন্তানের মধ্যে বড় জুবায়েরের চিকিৎসা করাতে গিয়ে তার বাবা আমিনুল ইসলাম সর্বস্ব হারিয়েছেন। জমিজমা বিক্রি, দোকান বন্ধ সবই করেছেন। ভারতে ভেলোর হাসপাতালে ১৬ লাখ টাকা খরচ করেও সুস্থতা মেলেনি জুবায়েরের। এখন চিকিৎসা চালিয়ে নিতে আরও ২৫-৩০ লাখ টাকা প্রয়োজন, যা সংগ্রহ করা তাদের পরিবারের জন্য অসম্ভব হয়ে পড়েছে।

জুবায়েরের বাবা আমিনুল ইসলাম জানান, চিকিৎসকেরা তার জিহ্বা কেটে ফেলার পরামর্শ দিয়েছেন, কিন্তু এতে শিশুটি বোবা হয়ে যাবে। এই কঠিন সিদ্ধান্ত নিতে চান না তিনি। চোখের জলে তিনি দেশবাসীর কাছে সন্তানের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।

জুবায়েরের বর্তমান অবস্থা ভয়াবহ। জিহ্বার আকার এতটাই বড় যে মুখে রাখতে না পেরে তাকে সবসময় তোয়ালে দিয়ে ঢেকে রাখতে হয়। পড়ালেখা, খেলাধুলা—সবই তার থেকে অনেক দূরে চলে গেছে।

বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, “গণমাধ্যমে খবর পেয়ে আমরা তাকে সাহায্যের ব্যবস্থা করেছি। ইভেন্ট-৮৪ নামে একটি গ্রুপ তাকে ৮ হাজার টাকা, এবং পিরোজপুর সমাজসেবা অধিদপ্তর থেকে ৫০ হাজার টাকা সহায়তা করবে। তবে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা একা পরিবারটি বহন করতে পারবে না।”

সাহায্যের আবেদন:
সামান্য সামান্য সহযোগিতায় হয়তো শিশু জুবায়ের ফিরে পেতে পারে তার স্বাভাবিক জীবন। তার বাবার বিকাশ নম্বর 01753856976।

আমাদের বিশ্বাস, সবাই একসঙ্গে এগিয়ে এলে জুবায়েরের জীবনে হাসি ফিরে আসবে। এখনই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে তার পাশে দাঁড়ানো উচিত।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




যুক্তরাষ্ট্রে স্কুলে দুর্বৃত্তদের বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের রাজধানী ম্যাডিসন-এ একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ছয়জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে রাজ্যের পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, হঠাৎই এক বন্দুকধারী স্কুলে গুলি চালায়।

ম্যাডিসন পুলিশের মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানান, “আমরা একাধিক হতাহতের খবর পেয়েছি। ঘটনাটির তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” স্কুল সংলগ্ন এলাকা এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছে প্রশাসন।

ম্যাডিসন পুলিশ প্রধান শন বার্নস জানান,
“নিহতদের মধ্যে বন্দুকধারীও থাকতে পারে। হামলার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” নিরাপত্তার স্বার্থে স্কুল ও আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার পেছনের কারণ এখনও জানা যায়নি। বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তদন্ত কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, পুলিশ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে। কমিটিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের সংখ্যা বেশি থাকবে। তবে পুনঃতদন্তের বিষয়ে সিদ্ধান্ত আদালতের এখতিয়ারেই রয়েছে।”

তিনি আরও জানান, গঠিত কমিটি বিডিআর বিদ্রোহের পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে।

এর আগে, গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাইকোর্টে জানিয়েছিল, পিলখানা হত্যাকাণ্ডের বিচারাধীন দুটি মামলা থাকায় নতুন করে কমিটি গঠনের বিষয়টি আদালতের কার্যক্রমের সাথে সাংঘর্ষিক হতে পারে।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে কমিশন গঠনের বিষয়টি সামনে আসে।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। এ ঘটনায় লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। পরে মামলা স্থানান্তরিত হয় নিউমার্কেট থানায়।

হত্যা মামলায় ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়, এর মধ্যে ২৩ জন বেসামরিক ব্যক্তি ছিলেন।

বিস্ফোরক আইনে করা মামলায় প্রথমে ৮০৮ জন এবং পরবর্তীতে আরও ২৬ জনকে অভিযুক্ত করে মোট ৮৩৪ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।

রক্তক্ষয়ী এই বিদ্রোহের পর বিডিআর এর নাম পরিবর্তন করে “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)” রাখা হয়।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রদের ওপর হামলা, আহত ৬

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রদের ওপর দুই দফায় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মূসা খানসহ গণিত বিভাগের দুই ছাত্র ইসতিয়াক ও তৌহিদ খলিফাসহ অন্তত ৫-৬ জন আহত হন।

সোমবার সকালে শহরের বলেশ্বর নদের তীরে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল ব্যানার ও পুষ্পমাল্য নিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য অপেক্ষা করছিল। হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ব্যানার, পুষ্পমাল্য ও মাথার ক্যাপ ছিনিয়ে নেয়। এ সময় কিছু বিশৃঙ্খলা দেখা দিলে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, মাল্যদান শেষে প্রক্টর, শিক্ষক ও ছাত্ররা টাউন ক্লাব সড়কের নীরব হোটেলে সকালের নাস্তার জন্য গেলে শ্রমিক দলের একটি খণ্ড মিছিল তাদের লক্ষ্য করে আবারও হামলা চালায়। এতে প্রক্টরসহ অন্তত ৫-৭ জন ছাত্র আহত হন।

ভিসি ড. শহিদুল ইসলাম বলেন, সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় উদ্বিগ্ন।

এ ঘটনায় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু জানান, পরিস্থিতি বিবেচনায় শ্রমিক দলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন-
১. পৌর শ্রমিক দলের সভাপতি রাজ্জাক ফকির
2. পৌর সহ-প্রচার সম্পাদক বাদশা সেখ
3. সদস্য সোহাগ সেখ
4. সদস্য মো. মোস্তফা

এ হামলার ঘটনাকে কেন্দ্র করে শহরের শিক্ষার্থী ও বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম