মোবাইল গেমের ফাঁদে কিশোরী, খোয়াল ২১ ভরি স্বর্ণালংকার

মোবাইল গেম ফ্রি ফায়ারের মাধ্যমে মাত্র দেড় মাসের পরিচয়ে প্রতারণার শিকার হয়ে কিশোরী হারিয়েছে ২১ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) হাতে প্রতারণার মূল হোতা নাফিজুর রহমান (২২) ও তার সহযোগী শফিউল আলম প্রিন্স (২৩) গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

প্রতারণার কাহিনী
নাফিজুর রহমান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম পাংশা এলাকার বাসিন্দা, এবং তার সহযোগী শফিউল আলম, গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা, ফ্রি ফায়ার গেমের মাধ্যমে কিশোরীর সঙ্গে যোগাযোগ তৈরি করেন। এরপর বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে অপহরণের প্রাথমিক প্রচেষ্টা চালায় এবং শেষ পর্যন্ত তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়।

গ্রেপ্তার ও উদ্ধার অভিযানের বিবরণ
ঢাকার লালবাগ থানায় কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বরিশাল বিমানবন্দর থানার পুলিশের নেতৃত্বে গতকাল রাতে বাবুগঞ্জের রহমতপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নাফিজুর এবং প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১১ ভরি ১ আনা ২ রতি স্বর্ণালংকার, নগদ ৭১০ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন।

মামলার তথ্য
মামলার সূত্রে জানা গেছে, কিশোরীর কাছ থেকে একাধিকবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৬ হাজার টাকা নেয় প্রতারক চক্রটি। পরে ২১ ভরি ২ আনা স্বর্ণালংকার এবং নগদ ৫৫ হাজার টাকাও হাতিয়ে নেয় তারা।

পুলিশের বক্তব্য
বিএমপির উপপুলিশ কমিশনার রুনা লায়লা জানান, এই চক্র সংঘবদ্ধভাবে প্রতারণা করে তরুণ-তরুণীদের শিকার বানায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




মহার্ঘ ভাতা প্রণয়নে ৭ সদস্যের কমিটি গঠন

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ‘মহার্ঘ ভাতা’ প্রণয়নে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে।

উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ‘মহার্ঘ ভাতা’-এর সংস্থানের বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো।




ক্ষতিকর অ্যাপ শনাক্তের সহজ উপায়

স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। প্রতিদিনের কাজ সম্পন্ন করতে নানা অ্যাপ ব্যবহারের প্রয়োজন হয়। তবে অনেক সময় ক্ষতিকর অ্যাপ ডাউনলোড হয়ে যায়, যা আমাদের তথ্য নিরাপত্তায় হুমকি তৈরি করে। এমন অ্যাপ থেকে বাঁচতে ভারতে টেলিকম দপ্তর সহজ একটি পদ্ধতি প্রকাশ করেছে।

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে তারা জানিয়েছে কীভাবে ক্ষতিকর অ্যাপ চিহ্নিত করবেন। প্রথমে আপনার ফোনে গুগল প্লে-স্টোর খুলুন। এরপর উপরের ডান কোণে থাকা প্রোফাইল অপশন-এ ক্লিক করুন। সেখানে প্লে প্রটেক্ট নামে একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করুন। এরপর স্ক্যান অপশন বেছে নিন। এটি আপনার ফোন স্ক্যান করে ক্ষতিকর বা ভুয়া অ্যাপ শনাক্ত করবে।

কেন এই সতর্কতা জরুরি?

স্মার্টফোনে ক্ষতিকর অ্যাপ লুকিয়ে থাকলে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। এসব অ্যাপ সাধারণত ফাইল ম্যানেজারের এমন কোনো ফোল্ডারে লুকিয়ে থাকে, যা সহজে চোখে পড়ে না।

ক্ষতিকর অ্যাপ কীভাবে ক্ষতি করে?

এ ধরনের অ্যাপ আপনার ব্যাংকিং অ্যাপের লগইন তথ্য, ক্রেডিট কার্ডের তথ্য, ওটিপি, ই-মেইলের পাসওয়ার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। ফলে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।

সতর্ক থাকার উপায়

প্রতিবার অ্যাপ ইনস্টল করার আগে সেটির রিভিউ এবং রেটিং যাচাই করুন।

অনুমোদিত এবং পরিচিত ডেভেলপারদের অ্যাপ ইনস্টল করুন।

ফোনের অজানা সোর্স থেকে অ্যাপ ইনস্টল বন্ধ রাখতে সেটিংস পরিবর্তন করুন।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”



জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত

চন্দ্রদ্বীপ ডেস্ক: ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।




ফেসবুক পাসওয়ার্ড রিসেটের সহজ উপায়

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, যা ব্যবহারে বয়স্ক থেকে শুরু করে তরুণ প্রজন্মও পিছিয়ে নেই। তবে অনেকেই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান, এবং রেজিস্টার্ড মোবাইল বা ইমেইলে অ্যাক্সেস না থাকায় বিপাকে পড়েন। কিন্তু এ সমস্যার সহজ সমাধান রয়েছে।

ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে:
১. আপনার ব্রাউজারে facebook.com/login/identify টাইপ করে প্রবেশ করুন।
২. সচল একটি ইমেইল ঠিকানা বা ফোন নম্বর লিখুন। প্রয়োজনে অ্যাকাউন্টের নাম বা ইউজারনেম দিন।
৩. আপনার অ্যাকাউন্ট শনাক্ত হলে ‘No longer have access to this?’-এ ক্লিক করুন।
৪. ফেসবুকের চাওয়া তথ্যগুলো পূরণ করুন এবং নতুন একটি কনট্যাক্ট ইনফরমেশন দিন, যা পূর্বে ওই অ্যাকাউন্টে ব্যবহৃত হয়নি।
৫. সমস্ত সিকিউরিটি চেক সম্পন্ন হওয়ার পর নতুন পাসওয়ার্ড সেট করুন।

এভাবে সহজেই আপনার হারানো ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পরীমণির খোলা মনের কথা: প্রেম, জীবন আর এগিয়ে যাওয়ার গল্প

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। রূপ, গুণ আর অভিনয়ের দক্ষতায় মুগ্ধ করেছেন অগণিত ভক্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেম, বিয়ে ও জীবন সম্পর্কে অকপটভাবে কথা বলেছেন তিনি।

পরীমণি বলেন, “মানুষ আমার প্রেমে পড়ে, আমি পড়ি না। নায়কদের সঙ্গে প্রেম হয়নি। একবার হয়েছিল, তবে বাচ্চা হওয়ার পর সব শেষ হয়ে যায়। এসব নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।”

জীবনকে সাধারণভাবে দেখার চেষ্টা করেন উল্লেখ করে তিনি বলেন, “আমার পাশে কেউ নেই যে আমাকে সান্ত্বনা দেবে, কান্নার সময় কাঁধে হাত রাখবে। আমি নিজেই নিজেকে সামলাই। জীবন সহজভাবে দেখি। যদি জানতাম কীভাবে সব ঠিক রাখতে হয়, তাহলে হয়তো ভুল থাকত না।”

পরীমণি বলেন, “অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে। পাগল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বেঁচে আছি। আলহামদুলিল্লাহ, কোনো আফসোস নেই। আমি বাঁচতে ভালোবাসি। যে জীবনকে ভালোবাসে, তাকে তো এগিয়ে যেতেই হবে।”

ব্যক্তিত্বের বিষয়ে পরীমণি জানান, “আমার কথা বলার একটা জোন আছে। দুই-চার মিনিটেই বুঝে যাই কার সঙ্গে সময় কাটানো সম্ভব। যেখানে জমে না, সেখানে আমি থাকি না।”

পরীমণির এই খোলামেলা সাক্ষাৎকার তার ভক্তদের জন্য নতুন এক দিক উন্মোচিত করেছে। নিজের জীবনের ওঠা-পড়াকে সহজভাবে মেনে নেওয়ার মানসিকতা তাকে এগিয়ে যেতে প্রেরণা জোগায়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




অনলাইন গেম খেলার সতর্কতা: প্রতারণা এড়াতে যা করবেন

বর্তমানে আট থেকে আশি, প্রায় সকল বয়সের মানুষ অনলাইনে গেম খেলার প্রতি আকৃষ্ট। তবে এই শখ কখনো কখনো বিপদের কারণ হতে পারে। সাইবার অপরাধীরা অনলাইন গেমের মাধ্যমে অনেকের অর্থ এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। তাই অনলাইন গেম খেলার সময় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা জরুরি।

বিশ্বস্ত এবং নিরাপদ গেম ডাউনলোড

যে গেম খেলতে চান, তা সবসময় ভেরিফায়েড অ্যাপ স্টোর থেকেই ডাউনলোড করুন। আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে অনিরাপদ কোনো অ্যাপ ডাউনলোড করবেন না।

লিংকে ক্লিক করা এড়ানো

অপরিচিত সোশ্যাল মিডিয়া লিংক কিংবা মেসেজে আসা গেমের বিজ্ঞাপনে ক্লিক করবেন না। এতে ফাঁদে পড়ার আশঙ্কা থাকে।

হার্ডওয়্যার এবং সফটওয়্যার আপডেট

আপনার গ্যাজেট নিয়মিত আপডেট রাখুন। নিরাপত্তার জন্য ভেরিফায়েড অ্যান্টিভাইরাস এবং অ্যান্টিম্যালওয়্যার ব্যবহার করুন।

ব্যক্তিগত তথ্য সুরক্ষা

গেম খেলতে গিয়ে কখনোই অনলাইন প্রতিপক্ষের সঙ্গে ব্যক্তিগত তথ্য বা ছবি শেয়ার করবেন না। এছাড়া লিঙ্কের মাধ্যমে কোনো পেমেন্ট অফারে সাড়া দেবেন না।

নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার

গেম খেলার জন্য সুরক্ষিত নেটওয়ার্ক এবং ভিপিএন ব্যবহার করুন। একই গ্যাজেট থেকে অফিসের কাজ বা অনলাইন ব্যাঙ্কিং এড়িয়ে চলুন।

ব্যাকআপ এবং সুরক্ষা

গ্যাজেটে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ নিন এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। গেমিং অ্যাপ ব্যবহারে ভিন্ন ইমেল আইডি ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।

অনলাইন গেম খেলা নিরাপদ করতে এই সতর্কতাগুলো মেনে চলুন। এতে আপনার শখও পূরণ হবে এবং সাইবার প্রতারণা থেকেও সুরক্ষিত থাকবেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




‘ভারতের উসকানিতে পা না দিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে জনগণ’

চন্দ্রদীপ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের উসকানিতে পা না দিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বাংলাদেশের জনগণ’

চট্টগ্রামে আমাদের আইনজীবী ভাইকে হত্যার মাধ্যমে তারা একটি হত্যার হোলি খেলার ফাঁদ পেতেছিল, কিন্তু বাংলার জনগণ ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাদের মুখে চুনকালি মেরে দিয়েছে।

আজ দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা জীবন দেব কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ছাড়ব না। এটা আমাদের কমিটমেন্ট। আমরা সমতা, ভালোবাসা, অহিংস ঐক্য সাম্যের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এদেশে সব ধর্মের-বর্ণের মানুষ মিলেমিশে আছি। বাংলাদেশ আমাদের সবার। আমরা সোচ্চারভাবে বলেছি বাংলাদেশে কোনো মেজরিটি এবং মাইনোরিটি মানি না। এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই এদেশের গর্বিত নাগরিক। মাইনোরিটি শব্দটি ব্যবহার করে দেশের বাইরে থেকে একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করতে চায়।

তিনি বলেন, ভারতের কিছু হলুদ মিডিয়া যখন আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের হিন্দু ভাইয়েরা মিছিল করে তার প্রতিবাদ করেছেন। তারা প্রমাণ করেছেন দেশ আমাদের সবার। আমরা ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

জামায়াত আমির বলেন, দেশবাসী এখন পূর্ণ স্বাধীনতার স্বাদ পাচ্ছে। যারা অকাতরে জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তাদের প্রতি দোয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় এসে গুম-খুন আর ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে দেশ প্রেমিক সেনাবাহিনীর ৫৭ জন চৌকস অফিসারকে হত্যা করেছে। ষড়যন্ত্র করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। হত্যার ভিশন নিয়ে তারা নেমেছিল। জাতি ২০২৪ সালের গণহত্যাসহ প্রতিটি হত্যার বিচার চায়। আইনের মাধ্যমে এ বিচার অবশ্যই করতে হবে।

তিনি আরও বলেন, সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। আমরা দেশের মানুষের সেবা করার জন্য সবার সহযোগিতা চাই। এই দেশ নতুনভাবে গড়তে হবে। এই দেশ গড়তে হলে সন্ত্রাস, চাঁদাবাজ কলঙ্কমুক্ত কিছু মানুষ দরকার। সংস্কার এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরি করতে হবে।




পররাষ্ট্র সচিব পর্যায়ে ভারতের সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকায় আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই হতে যাচ্ছে দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক; যা আগে থেকেই ঢাকার হওয়ার কথা ছিল।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “আমরা যতটুকু জানি, এটা ১০ ডিসেম্বর হবে; একদিন আগেও হতে পারে।”

বৈঠকটি ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) নামে পরিচিত। এ বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে ‘গতিশীলতা’ ফিরবে বলে আশা করছে অন্তর্বর্তীকালীন সরকার।

এমন সময় বৈঠকটি হতে যাচ্ছে, যখন নানা ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বৈরিতা তৈরি হয়েছে।

এ বৈরিতা আরও কিছুটা বেড়েছে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃঞ্চ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে সাম্প্রতিক হামলার ঘটনার মধ্য দিয়ে।

এমন প্রেক্ষাপটে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “এটা খুবই স্পষ্ট, আমরা চাই ভালো সম্পর্ক। তবে সেটা রেসিপ্রোকাল হতে হবে, দুইপক্ষকেই চাইতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে।”

পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক পর্যালোচনায় নিয়মিত আলোচনার প্ল্যাটফর্ম এফওসি। সর্বশেষ বৈঠক হয় ২০২৩ সালের নভেম্বরে; দিল্লিতে।

এবারের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। ভারতের নেতৃত্বে থাকবেন সে দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

এবার বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে গত ২১ নভেম্বর এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছিলেন, “কী বিষয়ে আলোচনা হবে, তা দুই দেশ মিলে ঠিক করবে। সাধারণত যেটা হয়, সব বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। কেবল নির্দিষ্ট বিষয় আসবে, সে রকম নয়।

“সাধারণত বর্তমান যে সম্পর্ক সেটার বিষয়গুলো আসে, ভবিষ্যতে এই সম্পর্ক সম্প্রসারণের কী কী ক্ষেত্র চিহ্নিত করা যায় সেই বিষয়গুলোও আসে। কাজে এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না যে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে। বলা যায় দুদেশের সম্পর্কের সব বিষয় স্থান পাবে।”




ফারজানা সিঁথি আসিফ আকবরের গানে, নতুন রূপে ভাইরাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার শক্তিশালী প্রতিবাদী ভূমিকার কারণে ফারজানা সিঁথি দেশের বিভিন্ন অঞ্চলে ভাইরাল হন। আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পর তার প্রতিবাদী রূপ প্রশংসিত হয়েছিল। কিন্তু আগস্ট মাসের মাঝামাঝি সময়ে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে ফের আলোচনায় আসেন সিঁথি, তবে এবার নেতিবাচক অর্থে ভাইরাল হন। সেই ঘটনায় দুঃখও প্রকাশ করেছিলেন তিনি।

কিন্তু পুরোনো ঘটনাগুলো ছেড়ে নতুন গল্পে হাজির হয়েছেন ফারজানা সিঁথি। এবার তিনি আসিফ আকবরের গানের মডেল হিসেবে সবার সামনে এসেছেন। গায়ক আসিফ আকবরের নতুন গান ‘ইচ্ছেরা’-তে মডেল হয়ে ভাইরাল তরুণী সিঁথি মঞ্চে ধরা দিয়েছেন। গানের ভিডিওতে তার সঙ্গে পর্দা ভাগ করেছেন ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদী।

গানটির লিরিক্স এমন: “আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা,
মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা,
ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার,
ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার।”

এ গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন আসিফ আকবর এবং মুম্বাইয়ের নিকিতা গান্ধী। গানটির সুর এবং সংগীত করেছেন রাজীব ও মোনা, এবং কথা লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জী। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানের ভিডিওতে প্রায় পাঁচ মিনিট ব্যাপী দেখা গেছে সিঁথি এবং সাদীর রোমান্টিক দৃশ্য।

মঙ্গলবার রাতেই আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে এবং ইতোমধ্যেই প্রায় আড়াই লাখ মানুষ গানটি দেখেছেন, যেখানে ভাইরাল তরুণী সিঁথি এবং আসিফ আকবরের যুগলবন্দী চমক সৃষ্টি করেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম