তীব্র গরমে অতিরিক্ত চা-কফি কেন নয়
চন্দ্রদ্বীপ ডেস্ক : চা অথবা কফিপ্রেমী যারা আছেন, সকালে ঘুম থেকে উঠে এক কাপ কড়া চা অথবা কফি না পান করলে তাদের ঘুম যেন ছাড়তেই চায় না। এর পাশাপাশি চা-কফি পান না করলে যেন তাদের শরীর ম্যাজম্যাজে ভাব আর মাথা ধরাও কমতে চায় না! সকালে আর বিকেলে এক কাপ কড়া চা অথবা কফি, তা না হয় স্বাভাবিক সীমানার ভেতরে রেখেই পান করলেন। কিন্তু অনেকেই আছেন যাদের গরমের চোটে অতিরিক্ত মাথা ঝিম ভাব সারাতে সারাদিন অন্তত কয়েক দফায় চা-কফি পান করতে হয়, তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে বিপৎসংকেত! বুঝলেন না? জি, সহজভাবে যদি বলি, তীব্র গরমে বেশি বেশি চা-কফি বা অন্যান্য কার্বনেটেড পানীয় পান করলে হতে পারে বিভিন্ন শারীরিক ক্ষয়ক্ষতি।
যুক্তরাষ্ট্রে পরিবেশবিষয়ক সংস্থা সিটিইএইচের স্বাস্থ্য ও নিরাপত্তা তত্ত্বাবধায়ক জেসন সিলস বলেন, ‘চিনি এবং ক্যাফেইনযুক্ত পানীয়গুলো পান করা বেশ কিছু রোগের ঝুঁকি বাড়ায়।’ এ ছাড়া উচ্চ ক্যাফেইনযুক্ত পানীয় পান করলে ডিহাইড্রেশন কয়েক গুণ বেড়ে যেতে পারে।
কেন গরমের দিনে চা-কফি বেশি পান করাকে স্বাস্থ্যঝুঁকি বলা হয়? এর কারণ হলো, অনেক ক্যাফেইনযুক্ত পানীয়, বিশেষ করে কফি এবং চা হচ্ছে মূত্রবর্ধক। যার অর্থ, এসব পানীয় বারবার আপনার শরীরকে তরল হারাতে উৎসাহিত করে। ফলাফল হিসেবে এটি আপনার শরীরের প্রয়োজনীয় পানির চাহিদা আরও বাড়িয়ে দেবে, শরীর হয়ে যাবে ডিহাইড্রেটেড। যেহেতু গরম বেড়ে গেলে সবারই অতিরিক্ত ঘাম হয়, এর সঙ্গে বারবার যদি প্রস্রাব হতে থাকে, তীব্র তাপদাহে দীর্ঘমেয়াদি ডিহাইড্রেশন হওয়াও অসম্ভব কিছু না।
এ ছাড়া প্রচণ্ড গরমে চা-কফিতে থাকা ক্যাফেইন বেশি গ্রহণ করার আরও কিছু দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি হতে পারে। ক্যাফেইন উপাদান আপনার অনিদ্রা, নার্ভাসনেস, মাথাব্যথা, বমি বমি ভাব, উদ্বেগ, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হতে পারে। এই স্বাস্থ্য সমস্যাগুলো এমনকি আপনার দুর্ঘটনায় জড়িত হওয়ার ঝুঁকিও বাড়াতে পারে। হয়তো আপনি রাস্তাঘাটে কোনো গাড়ি ড্রাইভ করছেন, অথবা বাসায় রান্না করছেন দেখা গেল, অতিরিক্ত ক্যাফেইন পান সঙ্গে অতিরিক্ত গরমের প্রভাবে আপনি হুট করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন।
দৈনিক কতটুকু চা-কফি পান করা যাবে?
চা-কফিতে থাকা ক্যাফেইন হচ্ছে আমাদের জন্য ভালো এবং খারাপ জিনিস। ভালো এ জন্য, আপনি যদি নির্দিষ্ট মাত্রায় এটা গ্রহণ করেন আপনার শরীরের ম্যাজম্যাজে ভাব চলে যাবে, মাথা ঝিমঝিম থাকলে সেটিও চলে যাবে। পাশাপাশি আপনি যে কোনো কাজ করার জন্য নতুন করে শক্তি পাবেন। তবে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করলে বেড়ে যায় অনেক স্বাস্থ্যঝুঁকি।
এজন্য আপনার চা-কফিতে বা অন্যান্য ক্যাফেইনযুক্ত পানীয়তে কতটা ক্যাফেইন রয়েছে, তা এখানে লক্ষ্য করা গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ একটি আট আউন্স কাপ কফিতে প্রায় ১০০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে, যেখানে একটি ১৬ আউন্স এনার্জি পানীয়তে ৩৪০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন থাকতে পারে। স্বাস্থ্যবিদদের মতে, স্বাভাবিক তাপমাত্রার দিনে প্রতিদিন ৪০০ মিলিগ্রামের মতো কফি গ্রহণ করা স্বাভাবিক। এ হিসেবে তাহলে প্রতিদিন আপনি ৩ থেকে ৪ কাপ চা বা কফি পান করতে পারবেন, যদি বাইরের তাপমাত্রা স্বাভাবিক থাকে। অন্যথায় প্রচণ্ড গরমের দিনে আপনাকে অবশ্যই এ পরিমাণ অর্ধেকে নামাতে হবে।
তাই এই প্রচণ্ড গরমে, প্রতিদিনের শরীরের শক্তির প্রয়োজনীয় মাত্রা ঠিক রাখতে অতিরিক্ত এনার্জি ড্রিংকস এবং ক্যাফেইনযুক্ত পানীয়ের ওপর নির্ভর না করে, সম্ভব হলে দীর্ঘমেয়াদি জীবনধারা পরিবর্তন করার ওপর ফোকাস করুন বা বিকল্প কিছু ভাবুন। বিকল্প পথ হতে পারে আপনার খাদ্যের পুষ্টির মান উন্নত করা, নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যকর ঘুমের সময়সূচি বজায় রাখা, স্বাভাবিক তাপমাত্রার প্রচুর পানীয় বা ফলের জুস পান করা ইত্যাদি। এগুলো দীর্ঘস্থায়ী ক্লান্তি রোধ করার জন্য দারুণ কার্যকরী সব উপায়।