বিভাজন নয়, দরকার জাতীয় ঐক্য: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিভাজন সৃষ্টি না হয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য, যা দেশে সব ধরনের বিভাজনকে ঠেকাতে সাহায্য করবে।
মির্জা ফখরুল বলেন, “আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বা যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে, তাদের প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বৈঠকে নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মির্জা ফখরুল বলেন, “আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচনের জন্য রোডম্যাপ তৈরির উপর গুরুত্ব দিয়েছি এবং নির্বাচনী সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছি।”
এছাড়া, বিএনপি নেতাদের বিরুদ্ধে সারা দেশে চলমান মামলা প্রত্যাহারের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানানো হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে এবং প্রধান উপদেষ্টা জাতির একতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি ছাত্র-জনতা, হিন্দু-মুসলিম সবার মধ্যে জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন এবং চট্টগ্রামের বিষয়েও আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থাকতে বলেছেন।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম