সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি নেতাদের আমন্ত্রণ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ২৬ নেতাকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আমন্ত্রণপত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৬ জনকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

বিএনপির একটি সূত্রে জানানো হয়, ২০০৮ সালের পর এবারই প্রথম তারেক রহমানকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমন্ত্রণ জানানো হলো। আওয়ামী লীগ সরকারের সময়ে সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়া অনুষ্ঠানে যোগ দিতেন। তবে তিনি কারাগারে যাওয়ার পর বিএনপির প্রতিনিধিরা সেখানে যেতেন। সর্বশেষ ২-৩ বছর ধরে বিএনপি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেয়নি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরিশালে মহিলা আওয়ামী লীগের নেত্রী গ্রেপ্তার

বরিশালে বিএনপির কার্যালয় পোড়ানোসহ একাধিক মামলায় মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৯ নভেম্বর, মঙ্গলবার, বরিশাল নগরীর ভাটিখানার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত কোহিনুর বেগম বরিশাল সিটি করপোরেশনের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সাবেক কাউন্সিলর এবং সিটি করপোরেশনের সর্বশেষ পরিষদের প্যানেল মেয়র ছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া, এসব মামলায় এর আগে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম, সিটি করপোরেশনের ৯ কাউন্সিলরসহ আরও কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ গণতন্ত্র মঞ্চ, ২৭ নভেম্বর সমাবেশের ঘোষণা

বর্তমান বাজার পরিস্থিতিকে বেসামাল হিসেবে আখ্যায়িত করে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চ। জোটের নেতাদের দাবি, বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের বিশেষ কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না। অতি আবশ্যক খাদ্যপণ্য এখনও স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। তাই জনজীবনের সংকট সমাধানের দাবিতে ২৭ নভেম্বর সমাবেশের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এসব কথা বলেন তারা। সভায় সরকারের ১০০ দিনের সামগ্রিক কাজকর্ম ও রাজনৈতিক পদক্ষেপসমূহ নিয়েও আলোচনা করা হয়।

সভায় প্রস্তাবে বলা হয়, যেসব পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার বা কমিয়ে আনা হয়েছে, খুচরা বাজারে তারও কোনো প্রভাব নেই। পুরোনো মুনাফাখোর বাজার নিয়ন্ত্রণে এখনও বহাল তবিয়তে রয়েছে।

এ সময় সভায় জনজীবনের সংকট সমাধানের দাবিতে ২৭ নভেম্বর বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ করার সিদ্ধান্ত নেন।

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- মঞ্চের কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



‘বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে’

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০০৭ সালে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে দেশে ফেরানোর চেষ্টা চলছে, এমন দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির এক পর্যায়ে ট্রাইব্যুনাল জানতে চায়, “শেখ হাসিনা কোথায়?” জবাবে চিফ প্রসিকিউটর বলেন, “শেখ হাসিনা পালিয়ে ভারতে আছেন এবং ইন্টারপোল ও বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”

এ সময় ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান গণহত্যা মামলার তদন্ত শেষ করার জন্য এক মাসের সময়সীমা নির্ধারণ করেন।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “শেখ হাসিনার শাসনামলে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজতের ওপর গণহত্যা এবং অন্য মানবতাবিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি।” তিনি আরও বলেন, “গত ১৫ বছরে এমন কোনো মানবতাবিরোধী অপরাধ নেই, যা শেখ হাসিনা করেননি।”

এছাড়া, তিনি জানান, গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং ২৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এই গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা তার ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করেছিলেন।

শুনানি শেষে, ট্রাইব্যুনাল ১৩ আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রয়েছেন।

এদিন সকাল ১০টা ৫০ মিনিটে গারদখানা থেকে ১৩ আসামিকে এজলাসে তোলা হয়, এরপর তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শুরু হয়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




অন্তর্বর্তী সরকার চাইলে এপ্রিলে নির্বাচন সম্ভব: বরিশালে মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার চাইলে আগামী এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। সোমবার (১৮ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মেজর হাফিজ আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করা। আমরা বিভিন্ন মহল থেকে নানা কথা শুনছি, তবে নির্বাচন কেন্দ্রিক আলোচনা খুবই কম। বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায়।”

তিনি উল্লেখ করেন, “নির্বাচিত সরকার ছাড়া যতই জ্ঞানীগুণী লোকের সরকার আসুক, তারা দুর্বল। প্রফেসর ইউনূসকে বিএনপি ইতোমধ্যে সমর্থন দিয়েছে এবং ভবিষ্যতেও সমর্থন দেবে। তবে আমরা আশা করি, তিনি যেন নানাজনের কথায় প্রভাবিত না হন।”

আওয়ামী লীগের সমালোচনা করে মেজর হাফিজ আরও বলেন, “দেশে যেসব সংস্কার দরকার, তা অন্তর্বর্তীকালীন সরকার করলেও যুক্তিযুক্ত হবে। তবে এটি যদি জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে করা হয়, তা হলে আরও ভালো হবে।”

এদিকে, বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মেজর হাফিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চার্জ গঠনের তারিখ ছিল সোমবার। হাজিরা দিতে গেলে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম ফারুক তাকে মামলায় অব্যাহতি দেন।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেছিলেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মির্জাগঞ্জে গ্রেফতার ইস্যুতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, উপজেলা বিএনপিতে উত্তেজনা

পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া আক্তার অনু স্থানীয় বিএনপি সভাপতিকে দায়ী করে গত ১০ নভেম্বর এক সংবাদ সম্মেলন করেন।

এরই প্রতিবাদে শুক্রবার মির্জাগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে দাবি করেন, যৌথ বাহিনীর অভিযানে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না।

তিনি আরও জানান, “গত ৭ নভেম্বর রাতে মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে যৌথ বাহিনী তার নিজ বাড়ি থেকে অস্ত্রসহ গ্রেফতার করে। এরপর তার স্ত্রী সুরাইয়া আক্তার অনু আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন, যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু, মো. ফারুক মুন্সী, মো. আইয়ুব খান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক এইচএম শামীমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের নেতারা জানান, দলীয় অন্তঃকলহের কারণে এ ধরনের মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



তারেক রহমান প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট জুবাইদা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রেসিডেন্ট ও ডা. জুবাইদা রহমানকে ভাইস প্রেসিডেন্ট করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরস পুনর্গঠন করা হয়েছে। গতকাল বিএনপির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় কার্যকরী কমিটির পরিবর্তে নিম্নোক্ত ব্যক্তিদের সমন্বয়ে বোর্ড ডাইরেক্টরস গঠন করা হয়েছে। বোর্ডের অপর সদস্যরা হলেন- অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এক্সিকিউটিভ ডাইরেক্টর, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ডাইরেক্টর (অ্যাডমিন), অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম ডাইরেক্টর (ফাইন্যান্স), ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী ডাইরেক্টর (প্ল্যানিং)।




বাউফলে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ, লুটপাট ও সন্ত্রাসের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন খানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও লুটপাটসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধা এবং সদস্য সচিব আপেল মাহমুদ (ফিরোজ) স্বাক্ষরিত এই চিঠিতে শুক্রবারের (১৫ নভেম্বর) মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এনায়েত হোসেন খান দলের দায়িত্বশীল পদে থেকেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত রয়েছেন। তাই কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, লুটপাট ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে সেনাবাহিনীর ক্যাম্পে ডেকে সতর্ক করা হয়েছিল। তবুও এনায়েত হোসেন ও তার ছেলে সাইফুলের কার্যক্রম থামেনি। অভিযোগ রয়েছে, সাইফুল নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন এবং খেয়াঘাট ইজারাদারের কাছ থেকে চাঁদা দাবি করেছেন। এছাড়া বাংলাবাজার অটোগাড়ির ষ্ট্যান্ড দখল করে নিয়মিত টোল নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এই বিষয়ে এনায়েত হোসেন খান জানান, তিনি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছেন। তিনি ও তার ছেলে চাঁদাবাজি বা লুটতরাজের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। নিমদী বিদ্যালয়ের কাজ বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, ঠিকাদার না থাকায় কাজ আপাতত বন্ধ রয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ (ফিরোজ) এ বিষয়ে বলেন, “আমি কাউকে ষ্ট্যান্ড দখল করে টোল নিতে বলিনি। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দ্বিকক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চায় বিএনপি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না।’’

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানের হোটেল লেকশো’তে ‘‘সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত ‘৩১-দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা’’ শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘‘বাংলাদেশে যেন স্বৈরাচারী ব্যবস্থার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায়, যাতে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার এবং নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই এবং সমাজের জ্ঞানী-গুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন করতে চাই।’’

তিনি আরও বলেন, ‘‘বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের ৩১ দফায় অন্তর্ভুক্ত রয়েছে। সংস্কারের মাধ্যমে শুধু সংবিধানের কয়েকটি বাক্য পরিবর্তন নয়, বরং মানুষের ভাগ্য পরিবর্তন হবে। একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে, তার ও পরিবারের আর্থ-সামাজিক নিরাপত্তা এবং সঞ্চয় নিশ্চিত হবে। আমি সংস্কার বলতে সেটি বুঝি, যা কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্ব সমস্যা সমাধান করবে। এমন সংস্কার, যা নারীদের সম্মান, স্বাধীনতা এবং ক্ষমতায়ন নিশ্চিত করবে।’’

বিএনপির ৩১ দফা প্রস্তাবের মাধ্যমে দেশের সংবিধানে মৌলিক পরিবর্তন এনে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোকে নতুন দৃষ্টিকোণ থেকে পুনর্গঠন করার লক্ষ্যে তারেক রহমান এই মন্তব্য করেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




চলমান সংস্কারে বিএনপির ৩১ দফার প্রতিধ্বনি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান সময়ের সংস্কার দাবিগুলোর অধিকাংশই বিএনপির ৩১ দফার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনি এই মন্তব্যটি বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল লেকশো’র এক সেমিনারে, যা বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে অনুষ্ঠিত হয়, সেখানে প্রদান করেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘স্বাধীনতার ৫৩ বছর পরেও কেন আমাদের মৌলিক অধিকার, যেমন লেখা, বাক স্বাধীনতা, গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে? আমরা এক নতুন সিস্টেমে আছি, যেখানে ছাত্র-জনতার আন্দোলনসহ জনগণের সংগ্রামের মাধ্যমে আমরা ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে পরাজিত করেছি।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা সংস্কারের বিষয়টি আগেই জাতির কাছে তুলে ধরেছি এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো ঐক্যমত হয়ে ৩১ দফা ঘোষণা করেছি। চলমান সময়ে চাওয়া সংস্কারগুলোর বেশিরভাগই আমাদের ৩১ দফার সাথে মিল রয়েছে। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধতার মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারব।’’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘‘আমাদের ৩১ দফা বাস্তবসম্মত রোডম্যাপ। এটি জাতির সনদ হিসেবে স্বীকৃত হতে পারে। এটি আমাদের ঐক্য এবং পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সংযুক্ত হতে পারে বা বিচ্ছিন্ন হতে পারে, তবে এটি একমাত্র পথ হতে পারে জাতির জন্য।’’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘‘বিএনপি যদি তাদের ৩১ দফা বাস্তবায়ন করতে পারে, তবে আমি তাদের পক্ষে কথা বলব। তবে যদি তা না পারে, আমি বিএনপির মঞ্চে আর তাদের পক্ষে কথা বলব না। বাংলাদেশের আগামী ভবিষ্যৎ বিএনপির বিচক্ষণতার ওপর নির্ভরশীল।’’

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘‘নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো মানুষের দিন বদলের কর্মসূচি দেয়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। পরিবর্তন আসে রাজনীতিক নেতাদের, যা বাস্তবায়ন করা প্রয়োজন।’’

জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ‘‘বিএনপির ৩১ দফা শেষ নয়, সময়ের সঙ্গে আরও কিছু দফা যুক্ত হতে পারে।’’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘‘গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠদের শাসন ব্যবস্থা, কিন্তু সংস্কারে সংখ্যালঘুদের কী হবে, সে বিষয়ে আলোচনা করা প্রয়োজন।’’

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘‘সংবিধানে কিছু বিষয় রয়েছে, যেমন ইসলাম ধর্ম এবং আল্লাহর প্রতি আস্থা, যা নিয়ে মঞ্চে আলোচনার প্রয়োজন নেই।’’

এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ডা. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম