বিপিএল কনসার্টে কত টাকা নিচ্ছেন রাহাত ফতেহ আলী?

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান আগামী সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল মিউজিক ফেস্টে পারফর্ম করবেন। যদিও তিনি ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের আয়োজিত কনসার্টে পারিশ্রমিক গ্রহণ করেননি, তবে বিপিএল মিউজিক ফেস্টে গান পরিবেশন করার জন্য তিনি বড় অঙ্কের অর্থ নিচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, রাহাত ফতেহ আলী খান বিপিএল কনসার্টে পারফর্ম করার জন্য প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা, অর্থাৎ মার্কিন মুদ্রায় প্রায় ২ লাখ ৮৬ হাজার ডলার পারিশ্রমিক পাবেন। শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই অর্থ অনুমোদন করা হয়।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, মিউজিক ফেস্ট আয়োজনের জন্য টাইটেল স্পনসর মধুমতি ব্যাংক ৪ কোটি টাকা দেবে, যার প্রায় পুরোটাই রাহাত ফতেহ আলীর পারিশ্রমিকে ব্যয় হবে।

বিপিএল মিউজিক ফেস্টের অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে মিউজিক ফেস্ট, মাসকট উন্মোচন, থিম সং প্রকাশ, জায়ান্ট বেলুন প্রদর্শনী, সোশাল মিডিয়া ক্যাম্পেইন এবং ফ্র্যাঞ্চাইজ শহরগুলোতে ট্রফি ও মাসকট ট্যুরের জন্য প্রায় ৭ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, মিউজিক ফেস্টের টিকিট বিক্রির সাড়া কম থাকায় বিসিবি টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে প্লাটিনাম টিকিটের মূল্য ১২ হাজার টাকা থাকলেও এখন তা ৮ হাজার টাকায় নামানো হয়েছে। গোল্ড টিকিটের মূল্য ৬ হাজার, সিলভার ৪ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার ৫০০ এবং ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাংলাদেশ-ভারত ফাইনালসহ টিভিতে আজ খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ (রোববার) মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। রাতে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের তৃতীয় ওয়ানডে ও নিজেদের লিগে ম্যাচ রয়েছে লিভারপুল, চেলসি ও ম্যান ইউনাইটেডের মতো ক্লাবগুলোর।

ক্রিকেট
অ–১৯ নারী এশিয়া কাপ : ফাইনাল
বাংলাদেশ–ভারত
সকাল ৭–৩০ মি., সনি স্পোর্টস ৫

জাতীয় লিগ টি-টোয়েন্টি
কোয়ালিফায়ার ২ (ঢাকা মহানগর-খুলনা)
বেলা ১২-৩০ মি., টি স্পোর্টস

মেয়েদের ওয়ানডে
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
বেলা ২টা, স্পোর্টস ১৮-১

৩য় ওয়ানডে
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান
সন্ধ্যা ৬টা, স্পোর্টস ১৮-১ ও এ স্পোর্টস

টেনিস
ওয়ার্ল্ড টেনিস লিগ
সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস ১

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার ইউনাইটেড-বোর্নমাউথ
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

এভারটন-চেলসি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

টটেনহাম-লিভারপুল
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

বুন্দেসলিগা
বোখুম-হাইডেনহাইম
রাত ৮-৩০ মি., সনি স্পোর্টস ২

ভলফসবুর্গ-ডর্টমুন্ড
রাত ১০-৩০ মি., সনি স্পোর্টস ২




ফাইনালে ভারতকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ১১৮

চন্দ্রদ্বীপ ডেস্ক: চলতি মাসেই ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। এবার মেয়েদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনালেও মুখোমুখি বাংলাদেশ-ভারত। যেখানে আগে ব্যাট করা ভারত গোঙ্গাদি তৃষার ফিফটিতে টাইগ্রেসদের ১১৮ রানের লক্ষ্য দিয়েছে। বিপরীতে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার ফারজানা ইয়াসমিন।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়েছে প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পুরো আসর। আজও (রোববার) একই ভেন্যু বায়েওমাস স্টেডিয়ামে চলছে শিরোপানির্ধারণী ম্যাচ। টস জিতে এদিন ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। শুরু থেকে ভারতীয়দের একের পর এক উইকেট তুলে নিলেও একপ্রান্ত আগলে রেখে তৃষা তাদের লড়াকু পুঁজি এনে দিয়েছেন।

স্টেডিয়ামের গ্যালারিতে বসার মতো তেমন ব্যবস্থা নেই। তাই বাংলাদেশি সমর্থকরা সাইডলাইনে দাঁড়িয়েই ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন। অন্যদিকে, ভারতের পক্ষে গলা ফাটিয়েছেন দেশটির সমর্থকরা। মাঠের খেলায় আগে ব্যাট করতে নেমে ভারত দেখেশুনে শুরু করে। তাদের ইনিংসে প্রথম ধাক্কাটি আসে দলীয় ২৩ রানে। ওপেনার কমলীনিকে ব্যক্তিগত ৫ রানে ফিরিয়েছেন ফারজানা। ২ রানের ব্যবধানেই আবারও এই পেসারের আঘাত, রানের খাতা খোলার আগেই আউট সানিকা চালকে।




সাকিব-তামিমকে কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হবে?

বাংলাদেশ ক্রিকেটের দুই প্রভাবশালী তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। তাদের ক্যারিয়ার এখনো সগৌরবে চললেও, বর্তমানে তাদের ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্রিকেটে কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। সাকিব এবং তামিম—দুজনই এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে, তবে তাদের ভবিষ্যত ভিন্ন কারণে ঝুলে আছে।

তবে সম্প্রতি বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়ে দিয়েছেন যে, সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা রয়েছে। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, এবং উল্লেখযোগ্য যে দুজনের কেউই এখনও অবসর নেননি। বিসিবি সভাপতির মন্তব্য অনুযায়ী, “যদি কোনো খেলোয়াড় অবসর না নিয়ে থাকে, সে অবশ্যই নির্বাচনের জন্য উপলব্ধ থাকবে।”

সাকিব আল হাসানের পরিস্থিতি কিছুটা জটিল। রাজনৈতিক কারণে বাংলাদেশে ফিরতে পারেননি তিনি, বিশেষ করে সরকার পতনের পর তার দেশে ফেরার ব্যাপারে অনেক বাধা সৃষ্টি হয়েছে। ফারুক আহমেদ বলেন, “এটা একদম আলাদা বিষয়, কিছুই নতুন নেই। সে শেষবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মানসিকভাবে প্রস্তুত ছিল না খেলতে। বিপিএল খেলার বিষয়ে এখনও কোনো আপডেট নেই।”

অন্যদিকে, তামিম ইকবাল ওয়ানডে বিশ্বকাপের আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন, তবে পরবর্তীতে সিদ্ধান্ত বদলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেন। বিশ্বকাপের দল থেকে তিনি নিজেকে সরিয়ে নিলেও, বর্তমানে তিনি জানিয়ে দিয়েছেন যে, দলের জন্য প্রয়োজন হলে তিনি ফিরতে প্রস্তুত। ফারুক আহমেদ জানান, “তামিমের ব্যাপারে প্রধান নির্বাচক বলেছেন যে, এখনো কোনো পলিসি নেই। যদি নির্বাচকরা মনে করে, তাকে দরকার, তখন তারা নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে কথা বলবে।”

সাকিবের অবস্থা যতটা জটিল, তামিমের অবস্থা ততটা সহজ ও পরিষ্কার। তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা তাই বেশি বলে মনে হচ্ছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আজ টিভিতে খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:জাতীয় লিগ টি-টোয়েন্টির প্লে-অফ পর্ব শুরু আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি অ্যাস্টন ভিলা।

জাতীয় লিগ টি-টোয়েন্টি
এলিমিনেটর (চট্টগ্রাম-খুলনা)
সকাল ৯-৩০ মি., টি স্পোর্টস

১ম কোয়ালিফায়ার (মহানগর-রংপুর)
বেলা ১-৩০ মি., টি স্পোর্টস

টেনিস

ওয়ার্ল্ড টেনিস লিগ
বেলা ৩টা, সনি স্পোর্টস ১

ইংলিশ প্রিমিয়ার লিগ
অ্যাস্টন ভিলা-ম্যান সিটি
সন্ধ্যা ৬-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

ওয়েস্ট হাম-ব্রাইটন
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

প্যালেস-আর্সেনাল
রাত ১১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

বুন্দেসলিগা
লেভারকুসেন-ফ্রাইবুর্গ
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ২




ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার ম্যাচে টাইগারদের যত রেকর্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক:আজকের সকালটা বাংলাদেশের জন্য স্মরণীয় হয়েই থাকবে। ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে এবার পাল্টা ধবলধোলাইয়ের স্বাদ দিলো। সেটিও আবার টি-টোয়েন্টি ফরম্যাটে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের দেশে গিয়ে।

২০১২ সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে হোয়াইটওয়াশের স্বাদ দিলো বাংলাদেশ। ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে একাধিক ম্যাচের সিরিজে এটি বাংলাদেশের ষষ্ঠবারের মতো প্রতিপক্ষকে ধবলধোলাই করার কীর্তি।

এ ছাড়া স্মরণীয় সিরিজে আরও যত রেকর্ড গড়েছে বাংলাদেশ।

‘৩৪ ছক্কা’
এক বছরে বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড হয়েছে। রেকর্ড ছক্কা হাঁকিয়েছেন জাকের আলি। ৩৪টি। পেছনে পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের ৩০ (২০১৮ সাল) ও আফতাব আহমেদের ২৯ ছক্কা (২০০৬ সাল)।
৮০ রান’
দুই দেশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি রানের ব্যবধানের জয়। ৮০ রান। এর আগে উইন্ডিজ জিতেছিল ৭৩ রানে।

‘১০৯ ম্যাচ’
টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড এখন উইন্ডিজদের। হেরেছে ১০৯ ম্যাচ। বাংলাদেশ এতদিন সবচে বেশি ছিল। ক্যারিবিয়ানদের সিরিজ হারিয়ে নিজেদের বাজে রেকর্ড থেকে মুক্ত করেছে লিটন বাহিনী।

‘৩’
মাত্র ২য় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে শেষ ওভারে ৩টা ছক্কা জাকেরের। এর আগে, সৌম্য সরকার। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ৯ই মার্চ, ২০২০।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে শেষ ওভারে সর্বোচ্চ রান

২৪ রান – জাকের আলী অনিক। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
২০ রান – মাশরাফি বিন মর্তুজা। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ২০০৯ (টি-টোয়েন্টি বিশ্বকাপ)
২০ রান – ইয়াসির আলী রাব্বি। প্রতিপক্ষ পাকিস্তান। ২০২২ সাল।

প্রসঙ্গত, সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৭ ও ২৭ রানে জিতেছিলো বাংলাদেশ। আজ সিরিজের শেষ ম্যাচে সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেন জাকের আলি। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।




বাংলাদেশের খেলাসহ টিভিতে যা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাতে বুন্দেসলিগায় মুখোমুখি বায়ার্ন মিউনিখ–লাইপজিগ।

৩য় টি–টোয়েন্টি
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ
সকাল ৬টা, নাগরিক টিভি ও টি স্পোর্টস

অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপ
ভারত–শ্রীলঙ্কা
সকাল ৭–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

বাংলাদেশ–নেপাল
দুপুর ১২টা, সনি স্পোর্টস টেন ৫

বিগ ব্যাশ লিগ
অ্যাডিলেড স্ট্রাইকার্স–মেলবোর্ন স্টার্স
দুপুর ২–১৫ মিনিট, স্টার স্পোর্টস ২

জার্মান বুন্দেসলিগা
বায়ার্ন মিউনিখ–লাইপজিগ
রাত ১–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

লা লিগা
জিরোনা–ভায়াদোলিদ
রাত ২টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট




ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক:সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না। শেষ ম্যাচে ৮০ রানের ব্যবধানে উইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা।

২০১২ সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ। ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল বাংলাদেশ।

সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেন জাকের আলি। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।




উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে অসাধারণ এই সিরিজ জয়ের শেষ ম্যাচে ৮০ রানের বড় জয় পেল টাইগাররা। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ১৮৯ রান। পরে বল হাতে দারুণ নৈপুণ্যে ক্যারিবীয়দের থামিয়ে দেয় মাত্র ১০৯ রানে।

জয়ের মূল কারিগর জাকের আলী অনিক:
জাকের আলী অনিকের ব্যাটে ভর করেই বাংলাদেশ শক্ত ভিত পেয়েছে। তার ৪১ বলে ৭২ রানের ইনিংসটি ছিল আক্রমণাত্মক এবং দৃঢ়চেতা। ছয়টি বিশাল ছক্কা হাঁকানো এই ইনিংসে শেষ ২২ বলে ৫৪ রান তোলেন তিনি। বিশেষভাবে উল্লেখযোগ্য তার স্পোর্টসম্যানশিপ, যেখানে প্রতিপক্ষের খেলোয়াড় চোট পেলে রান নেয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেটি নেননি তিনি।

ব্যাটিংয়ের সময় কিছু ভুল বোঝাবুঝি হয়। শামীম পাটোয়ারীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে মনে করেছিলেন তিনি বিদায় নিয়েছেন। কিন্তু থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে তাকে ফেরানো হয়। তবে পরে শেখ মাহেদীর সঙ্গে আবারো ভুল বোঝাবুঝি হয়, এবং এবার মাহেদী রানআউট হন। তবে সবকিছু পেছনে ফেলে দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।

বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স:
উদ্বোধনী ব্যাটার পারভেজ হোসেন ইমনের ২১ বলে ৩৯ রান দলকে দুর্দান্ত শুরু এনে দেয়। এরপর তানজিদ হাসান তামিম আউট হলেও জাকের আলী পরিস্থিতি সামলান। শেষ পর্যন্ত বাংলাদেশ ৭ উইকেটে ১৮৯ রান তুলে ইনিংস শেষ করে।

বোলিংয়ে বিধ্বংসী টাইগাররা:
বল হাতে বাংলাদেশি বোলাররা ছিলেন দুর্দান্ত। তাসকিন আহমেদ, শেখ মাহেদী ও রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে কোনোভাবেই নিজেদের মেলে ধরতে পারেনি উইন্ডিজ। পাওয়ারপ্লের আগেই তারা হারায় গুরুত্বপূর্ণ ৩ উইকেট। পরে অধিনায়ক রভম্যান পাওয়েলসহ গুরুত্বপূর্ণ ব্যাটাররা দ্রুতই বিদায় নেয়।

শেষ দিকে রোমারিও শেফার্ড ও গুডাকেশ মোটির জুটিতে কিছুটা আশার আলো দেখতে পায় ক্যারিবীয়রা। তবে তাদের বিদায়ের পরই উইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১০৯ রানে। তাসকিন আহমেদের উইকেটেই ম্যাচটি শেষ হয়।

উপসংহার:
এই জয় শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইটওয়াশের ইতিহাস নয়, বরং বাংলাদেশের জন্য দারুণ এক সিরিজ জয়ের স্মারক। ২০২৪-এর শেষটা জয়গাঁথায় রাঙিয়ে আনল টাইগাররা।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




লঙ্কা টি-টেনে সাব্বিররা চ্যাম্পিয়ন

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফাইনালের চাপ সামলে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছিল হাম্বানটোটা বাংলা টাইগার্স। যা সহজেই ডিফেন্ড করেছে বাংলা টাইগার্সের বোলাররা। তাতে লঙ্কা টি-টেনের প্রথম আসরে জাফনা টাইটাইনসকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা টাইগার্স।

পাল্লেকেলেতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলা টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন মোহাম্মদ শাহজাদ। জবাবে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ১০৭ রানের বেশি করতে পারেনি টাইটানস।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে জাফনা। ৫ বলে ১০ রান করে ক্যাডমোর ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর ব্যর্থ হয়েছেন কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কাও। তাতে ২৮ রানেই ৩ উইকেট হারায় তারা।