বিপিএল কনসার্টে কত টাকা নিচ্ছেন রাহাত ফতেহ আলী?
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান আগামী সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল মিউজিক ফেস্টে পারফর্ম করবেন। যদিও তিনি ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের আয়োজিত কনসার্টে পারিশ্রমিক গ্রহণ করেননি, তবে বিপিএল মিউজিক ফেস্টে গান পরিবেশন করার জন্য তিনি বড় অঙ্কের অর্থ নিচ্ছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, রাহাত ফতেহ আলী খান বিপিএল কনসার্টে পারফর্ম করার জন্য প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা, অর্থাৎ মার্কিন মুদ্রায় প্রায় ২ লাখ ৮৬ হাজার ডলার পারিশ্রমিক পাবেন। শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই অর্থ অনুমোদন করা হয়।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, মিউজিক ফেস্ট আয়োজনের জন্য টাইটেল স্পনসর মধুমতি ব্যাংক ৪ কোটি টাকা দেবে, যার প্রায় পুরোটাই রাহাত ফতেহ আলীর পারিশ্রমিকে ব্যয় হবে।
বিপিএল মিউজিক ফেস্টের অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে মিউজিক ফেস্ট, মাসকট উন্মোচন, থিম সং প্রকাশ, জায়ান্ট বেলুন প্রদর্শনী, সোশাল মিডিয়া ক্যাম্পেইন এবং ফ্র্যাঞ্চাইজ শহরগুলোতে ট্রফি ও মাসকট ট্যুরের জন্য প্রায় ৭ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে, মিউজিক ফেস্টের টিকিট বিক্রির সাড়া কম থাকায় বিসিবি টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে প্লাটিনাম টিকিটের মূল্য ১২ হাজার টাকা থাকলেও এখন তা ৮ হাজার টাকায় নামানো হয়েছে। গোল্ড টিকিটের মূল্য ৬ হাজার, সিলভার ৪ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার ৫০০ এবং ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম