মহাকাশে বোয়িংয়ের স্যাটেলাইট বিধ্বস্ত, ধ্বংসাবশেষ নিয়ে দুশ্চিন্তা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মার্কিন সংস্থা বোয়িংয়ের জন্য একটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। সম্প্রতি, বোয়িংয়ের তৈরি ইন্টেলস্যাট৩৩ই স্যাটেলাইটটি মহাকাশে বিধ্বস্ত হয়েছে। ইউএস স্পেস ফোর্স জানিয়েছে, স্যাটেলাইটটির ধ্বংসের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও বিস্ফোরণের ফলে এটি ধ্বংস হয়েছে। এর ফলে মহাকাশে স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ায় অন্যান্য স্যাটেলাইটের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

ইন্টেলস্যাট৩৩ই স্যাটেলাইটটি ২০১৬ সালে মহাকাশে পাঠানো হয়েছিল এবং এটি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তবে, স্যাটেলাইটটির পাঠানোর পর একাধিক ত্রুটি ধরা পড়েছিল, যা পরে মেরামত করা হয়। এটি ১৫ বছর কাজ করার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু সময়ের আগেই বিধ্বস্ত হয়ে যাওয়ায় বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউএস স্পেস ফোর্স জানিয়েছে, মহাকাশে বিধ্বস্ত স্যাটেলাইটটির প্রায় ২০টি টুকরো পাওয়া গেছে এবং আরও ধ্বংসাবশেষ খোঁজা হচ্ছে। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসও সতর্ক করেছে যে স্যাটেলাইটটির উচ্চশক্তির বিস্ফোরণের কারণে অন্যান্য স্যাটেলাইটের ক্ষতি হতে পারে।




হোয়াটসঅ্যাপে ফোন নম্বর সংরক্ষণের নতুন সুবিধা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: হোয়াটসঅ্যাপ এখন থেকে ব্যবহারকারীদের ফোন নম্বর সরাসরি অ্যাপের মধ্যে সংরক্ষণ করার সুযোগ প্রদান করছে। এই নতুন সুবিধার মাধ্যমে ফোন নম্বর ফোনে সংরক্ষণ না থাকলেও ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা, ছবি বা ভিডিও পাঠাতে পারবেন।

এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন নম্বর সংরক্ষণ করতে পারবেন, ফলে ফোন হারালে বা নম্বর পরিবর্তন হলে হোয়াটসঅ্যাপে থাকা নম্বরগুলো সহজেই ব্যবহার করা যাবে। অন্য কেউ ফোন ব্যবহার করলেও হোয়াটসঅ্যাপে সংরক্ষিত নম্বরগুলো তাদের ফোনের কন্টাক্ট লিস্টে দেখা যাবে না।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, এই নতুন সুবিধা ব্যবহার করে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ওয়েব এবং উইন্ডোজ অ্যাপের মাধ্যমে ফোন নম্বর যোগ করার সুযোগ পাবেন। এছাড়া, সংরক্ষিত নম্বরগুলো এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকবে, যা অনলাইনে তথ্য সুরক্ষিত রাখবে।

এই সুবিধা শিগগিরই উন্মুক্ত করা হতে পারে, যা ব্যবহারকারীদের জন্য একটি উল্লেখযোগ্য সুবিধা হিসেবে কাজ করবে।




স্মার্ট টেকনোলজিসের নতুন গিগাবাইট মাদারবোর্ড উন্মোচন

চন্দ্রদ্বীপ ডেস্ক ::বাংলাদেশের প্রযুক্তি বাজারে গিগাবাইটের নতুন অরোজ জেড৮৯০ মডেলের মাদারবোর্ড উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে এই মাদারবোর্ডের চারটি সংস্করণের বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।

এতে গেমিং, ফ্রিল্যান্সিং, ভিডিও সম্পাদনাসহ বিভিন্ন কাজের জন্য উপযোগী এই মাদারবোর্ডের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৫০০ থেকে ৮১ হাজার টাকা পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ডিস্ট্রিবিউশন বিজনেস বিভাগের পরিচালক জাফর আহমেদ, চ্যানেল সেলস বিভাগের পরিচালক মুজাহিদ আল বেরুনী এবং গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান।

গিগাবাইটের অরোজ জেড৮৯০ মাদারবোর্ডে ডি৫ বায়োনিক কোরসা এবং এআই প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে, যা ব্যবহারকারীদের একসঙ্গে একাধিক কাজ করার সুবিধা দেয়। উন্নত মেমোরি এবং শক্তিশালী কুলিং ব্যবস্থা থাকায় এটি প্রযুক্তিনির্ভর গেম খেলার পাশাপাশি পেশাগত বিভিন্ন কাজের জন্য উপযুক্ত।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মোহ. আনাস খান বলেন, “প্রযুক্তি দুনিয়ার ক্রমাগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এই মাদারবোর্ডটি তৈরি করা হয়েছে। এটি পরবর্তী প্রজন্মের গ্রাফিকস কার্ড এবং এসএসডি সমর্থন করবে, ফলে উচ্চ ক্ষমতাসম্পন্ন গেম এবং পেশাগত কাজের জন্য ব্যবহারকারীরা বিশেষভাবে উপকৃত হবেন।”




হোয়াটসঅ্যাপের যে ৬ কৌশল আপনার জানা থাকলে স্বাচ্ছন্দ্যবোধ করবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সম্প্রতি বেশ কিছু ফিচারের অফার দিয়েছে হোয়াটসঅ্যাপ। এছাড়া ম্যাসেজিং প্লাটফর্মের এই অ্যাপটি নিত্য নতুন ফিচার সংযুক্ত করে যাচ্ছে। এ সকল ফিচারগুলো আপনার জানা নাও থাকতে পারে। এজন্য আপনার জানার সুবিধার ক্ষেত্রে আমরা কিছু ফিচারের নাম উল্লেখ করছি। এ ফিচার ব্যবহারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারে আপনি আরও স্বচ্ছন্দবোধ করবেন।

১. ফোন ছাড়াই হোয়াটসঅ্যাপের বহুমুখী ব্যবহার
মাল্টি ডিভাইজ বেটা পোগ্রাম চালু করেছে হোয়াটসঅ্যাপ। সেটিংয়ে গিয়ে লিংকড সিলেক্ট করলেই দেখা যাবে। এজন্য ফোন ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। একসঙ্গে চারটি ডিভাইজে ব্যবহার করার সুযোগ রয়েছে। এছাড়া হোয়াটসঅ্যাপে একবার সংযুক্ত হয়ে নিলে ফোনে ইন্টারনেট না থাকলেও ১৪ দিন পর্যন্ত চলবে।

২. ক্রিয়েট কাস্টমাইসড স্টিকার্স অ্যাপ
এক্ষেত্রে অনলাইন থেকে নিজের মতো করে স্টিকার্স ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। যদিও ফিচারটি ডেস্কটপ ভার্সনে রয়েছে, কিন্তু মোবাইলে ভার্সনে এখনও চালু হয়নি। এ ফিচার ব্যবহারের জন্য পেপার ক্লিপ আইকনে ক্লিক করুন এরপর স্টিকারে ক্লিক করুন। এখান থেকে যে কোনো ফটো এবং ইমোজি আপলোড করে নিজের মতো করে এডিট করে ব্যবহার করুন।

৩. একসঙ্গে হোয়াটসঅ্যাপ থেকে সব ছবি ডাউনলোড করুন
এজন্য শুরুতে যে ব্যক্তি বা গ্রুপ থেকে আপনাকে ছবি পাঠানো হয়েছে তা ওপেন করুন, তারপর ওপরে থাকা তিনি ডটে ক্লিক করুন। এরপর সিলেক্ট ম্যাসেজে ক্লিক করুন, পরে যে ছবিগুলো ডাউনলোড করতে চান তার ওপর টিক দিন। ডানপাশের দিকে নিচে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করুক। তাহলেই সব ছবি একসঙ্গে ডাউনলোড হবে। এটি শুধু ডেস্কটপ বা ল্যাপটপে করা যাবে। মোবাইলে সম্ভব নয়।

৪. একবার মিডিয়া দেখুন
এই ফিচারের মাধ্যমে কারো কাছে কোনো ভিডিও কিংবা ছবি পাঠালে সে তা অন্য কারো কাছে শেয়ার করতে পারবে না। এমনকি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে গেলে আর দেখাও যাবে না।

৫. নোটিফিকেশন নিয়ন্ত্রণ
অনেক সময় হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বিরক্ত লাগতে পারে। এক্ষেত্রে নোটিফিকেশন বন্ধ রাখতে চান, এজন্য হোয়াটসঅ্যাপ ওপেন করে প্রোফাইল পিকচারের পাশে থাক তিনটি ডট বিশিষ্ট আইকনে ক্লিক করুক। তারপর সেটিংসে গিয়ে নোটিফিকেশন বন্ধ করে দিন। আবার চালু করতে একই প্রক্রিয়া অবলম্বন করুন।

৬. অটো কনফিগার ডাউনলোড
হোয়াটসঅ্যাপে অনেক গ্রুপের সঙ্গে যুক্ত থাকলে অনেক সময় অপ্রয়োজনীয় ছবি, ভিডিও অটোমেটিক ডাউনলোড হতে থাকে। এ থেকে মুক্তি পাওয়ার জন্য সেটিংসে গিয়ে অটোডাউনলোড কনফিগার বন্ধ করে দিতে পারেন। কিংবা চাইলে নিজের ব্যবহৃত ফোনের যে কোনো ফোল্ডারে স্টোরেজ করে রাখতে পারেন। এজন্য WhatsApp > tap on the three-dotted button > Settings > Storage and data > Media auto-download.




গুজব প্রতিরোধে ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং চালু

চন্দ্রদ্বীপ ডেস্ক ::সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধের লক্ষ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি নতুন ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ চালু করেছে। এই পেজটির মাধ্যমে প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন তথ্যের সত্যতা যাচাই করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, “সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে একটি ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ চালু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সবাইকে পেজটির সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানানো হচ্ছে।”

ফ্যাক্ট চেকিংয়ের প্রথম তথ্য

পেজটি পরিদর্শন করে দেখা গেছে, ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া দুটি তথ্যের ফ্যাক্ট চেক করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ‘ওয়াশিংটন পোস্ট’-এ প্রকাশিত একটি ভুয়া প্রতিবেদন।

প্রতিবেদনটি ভুয়া জানিয়ে বলা হয়েছে, “সম্প্রতি জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় একটি কুচক্রী মহল ওয়াশিংটন পোস্টের নামে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি ভুয়া প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।”

এতে আরও বলা হয়, “ওয়াশিংটন পোস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইংকে নিশ্চিত করেছে যে, প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সবাইকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।”

গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যাতে জনগণের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়।

 




ফ্যাক্ট চেকিং ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য এআই টুল তৈরি

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব বৃদ্ধির সাথে সাথে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের ছড়াছড়ি বেড়ে গেছে। আফ্রিকার দেশগুলোতে এই সমস্যাটি মারাত্মক আকার ধারণ করেছে, যেখানে সাধারণ মানুষের মধ্যে বর্ণবাদ, সহিংসতা এবং অভিবাসীদের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে। আফ্রিকা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্যমতে, গত সাত বছরে মহাদেশে ৩০ কোটি মানুষ সামাজিক মাধ্যমে যুক্ত হয়েছে, এবং ৬০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী সংবাদ সংগ্রহের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করছে।

ভুয়া তথ্যের বিস্তার

২০২৩ সালে আফ্রিকার বিভিন্ন দেশে ১৮৯টি বিভ্রান্তিকর তথ্য প্রচারণার ঘটনা ঘটেছে, যা ২০২২ সালের তুলনায় ৩০০ শতাংশ বেশি। নাইজেরিয়া এবং কেনিয়া সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে শীর্ষে রয়েছে এবং ভুল তথ্যের ঝুঁকিতে আছে।

এআই টুল উদ্ভাবন

এই পরিস্থিতির মোকাবেলার জন্য সাব-সাহারা আফ্রিকার সাংবাদিকতা প্রতিষ্ঠানগুলো এআই টুল এবং কৌশল নিয়ে কাজ করছে। মাইএআইফ্যাক্টচেকার নামে একটি টুল তৈরি করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য সংবাদ, সামাজিক মাধ্যমের পোস্ট এবং অন্যান্য ডিজিটাল কন্টেন্ট যাচাই করতে সহায়তা করে। এই টুলটি ব্রেইন বিল্ডারস ইয়ুথ ডেভলপমেন্ট ইনিশিয়েটিভের ফ্যাক্টচেকিং শাখা ফ্যাক্টচেকআফ্রিকা দ্বারা তৈরি করা হয়েছে।

অন্যান্য এআই টুলস

দুবাওয়া এআই চ্যাটবট ও অডিও প্ল্যাটফর্ম

নাইজেরিয়ার সেন্টার ফর জার্নালিজম ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দুবাওয়া প্রকল্পের অধীনে ফ্যাক্ট-চেকিং কার্যক্রমকে জোরদার করতে চ্যাটবট এবং অডিও প্ল্যাটফর্ম চালু করেছে। দুবাওয়া চ্যাটবটটি দ্রুত সঠিক তথ্য খুঁজে বের করতে সক্ষম।

নুবিয়া এআই স্টোরি ক্রিয়েশন টুল

নরওয়ের সংবাদপত্র ফেদ্রেলান্দসভেন্নেনের সাথে যৌথভাবে ডেটাফাইট নুবিয়া নামক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সংবাদ বিতরণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। এটি তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেদন তৈরি করতে সক্ষম।

এই নতুন এআই টুলগুলো ফ্যাক্ট চেকিং এবং অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে, যা ভুয়া তথ্যের বিস্তার রোধে কার্যকরী ভূমিকা পালন করবে।




ফেসবুকের আইডি-পাসওয়ার্ড মনে না থাকলে করণীয়

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মোবাইল ফোনে অনেকের আইডি-পাসওয়ার্ড সেভ থাকায় দীর্ঘদিন পর ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড ভুলে যাওয়ার ঘটনা ঘটে। জরুরি প্রয়োজনে কম্পিউটারে ফেসবুক লগইন করতে সমস্যা হলে বেশ অসুবিধা হয়। যাদের ই-মেইল বা ফোন নম্বর মনে আছে, তারা সহজেই আইডি রিকভার করতে পারেন। কিন্তু যাদের কিছুই মনে নেই, তাদের জন্য একটি কার্যকরী পদ্ধতি রয়েছে।

ট্রাস্টেড কনটাক্ট ফিচার

ফেসবুকের “ট্রাস্টেড কনটাক্ট” ফিচার ব্যবহার করে আইডি উদ্ধার করা যায়। নিচে জানানো হলো কিভাবে ট্রাস্টেড কনটাক্ট অ্যাড করবেন এবং এটি কিভাবে কাজ করে।

কম্পিউটার থেকে ট্রাস্টেড কনটাক্ট অ্যাড করার নিয়ম

1. যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করে লগইন করুন।

2. ডানদিকের টপ কর্নার থেকে ড্রপ ডাউন মেন্যুতে ক্লিক করে Settings & Privacy-এ যান।

3. এরপর Settings-এ ক্লিক করুন।

4. Security & Login-এ ক্লিক করুন।

5. “Choose 3 to 5 friends to contact if you get locked out” এর পাশে Edit বাটনে ক্লিক করুন।

6. এখানে ফেসবুক ট্রাস্টেড কনটাক্টের কার্যপদ্ধতি সম্পর্কে পপ আপ দেখতে পাবেন। সেটি পড়ার পর Choose Trusted Contacts-এ ক্লিক করুন।

7. কাংখিত ট্রাস্টেড কনটাক্ট নির্বাচন করে Confirm-এ ক্লিক করুন।

8. একই পেজে ফিরে এসে Edit-এ ক্লিক করে ট্রাস্টেড কনটাক্ট যুক্ত বা ছাঁটাই করতে পারবেন।

 

মোবাইল থেকে ট্রাস্টেড কনটাক্ট অ্যাড করার নিয়ম

1. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।

2. Settings & Privacy-এ ট্যাপ করে Settings-এ যান।

3. Security and Login-এ ট্যাপ করুন।

4. নিচে স্ক্রল করে “Choose 3 to 5 friends to contact if you get locked out” এ ট্যাপ করুন।

5. ট্রাস্টেড কনটাক্ট অ্যাড করে Confirm করুন।

6. একই পেজ থেকে ট্রাস্টেড কনটাক্ট যুক্ত বা ছাঁটাই করতে পারবেন।

7. যারা ট্রাস্টেড কনটাক্ট হিসেবে অ্যাড করবেন, তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই করুন।

 

ট্রাস্টেড কনটাক্ট ব্যবহার করার নিয়ম

ফেসবুক পাসওয়ার্ড এবং অ্যাকাউন্টের মোবাইল নম্বর ও ইমেইলের এক্সেস হারালে ট্রাস্টেড কনটাক্ট কার্যকরী হবে। এর ব্যবহারবিধি:

1. যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করুন।

2. লগইন ফর্মের নিচে থাকা Forgotten Account-এ ক্লিক করুন।

3. আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ নাম বা ইউজার নেম দিয়ে Search-এ ক্লিক করুন।

4. প্রোফাইল পিকচার দেখে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নির্বাচন করুন।

5. ই-মেইল বা ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে বললে No longer have access to these? এ ক্লিক করুন।

6. একটি ফোন নম্বর বা ই-মেইল দিন, যাতে ফেসবুক যোগাযোগ করতে পারে এবং Continue চাপুন।

7. Reveal My Trusted Contacts-এ ক্লিক করুন।

8. একজন ট্রাস্টেড কনটাক্টের নাম লিখে Confirm চাপুন।

9. সঠিকভাবে নাম লিখলে ট্রাস্টেড কনটাক্টের তালিকা ও রিকভারি কোডের লিংক দেখাবে।

10. বন্ধুরা লিংকে প্রবেশ করে কোড সংগ্রহ করে আপনাকে পাঠান।

11. নির্ধারিত বক্সে কোড দিয়ে Continue চাপুন।

 

সঠিকভাবে এসব নিয়ম অনুসরণ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের এক্সেস পুনরুদ্ধার হবে।




নেটে ভালো গতি পেতে আপনার রাউটার ঘরের কোথায় রাখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাসায় ইন্টারনেট সংযোগ নেয়ার সময় রাউটার কোথায় রাখা হবে, তা নিয়ে সচেতন না থাকা সাধারণ ঘটনা। কিন্তু ইন্টারনেট স্পিড কম হলে সমস্যা তৈরি হয়। এটি মনে রাখা জরুরি, রাউটার রাখার স্থান ইন্টারনেটের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ।

বড় বাসায় রাউটার কোথায় রাখতে হবে তা নির্ধারণ করা অত্যন্ত প্রয়োজনীয়। ছোট অ্যাপার্টমেন্টের জন্য একটি ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট যথেষ্ট। তবে বড় বাড়ির জন্য মেশ নেটওয়ার্ক তৈরি করতে হবে। অর্থাৎ, রাউটার একটি স্থানে রেখে ওয়াইফাই এক্সটেন্ডার ব্যবহার করে বাড়ির সব জায়গায় সংযোগ ছড়িয়ে দিতে হবে।

রাউটার রাখার সঠিক স্থান

মাঝামাঝি স্থানে রাখুন: পুরো বাড়িতে সমান সিগন্যাল কভারেজ পেতে রাউটার মাঝামাঝি কোথাও রাখুন।

উঁচু স্থানে রাখুন: রাউটার উঁচু স্থানে রাখলে নিচের দিকে সিগন্যাল আসবে।

দেয়াল ও বাধার কাছে নয়: দেয়াল ও বড় বাধা সিগন্যাল দুর্বল করতে পারে, তাই সিগন্যাল বাধাগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখুন।

অন্য ইলেকট্রনিক যন্ত্রপাতির দূরত্ব: মাইক্রোওয়েভ ওভেনের মতো একই তরঙ্গের যন্ত্রপাতির কাছাকাছি রাউটার রাখবেন না, কারণ সিগন্যালের ব্যাঘাত ঘটতে পারে।

অ্যানটেনার অবস্থান

রাউটারে অ্যানটেনা থাকলে সেগুলো সিগন্যাল নির্দিষ্ট দিকে ছড়িয়ে দিতে সাহায্য করে। সব অ্যানটেনা এক দিকে নির্দেশ করা ঠিক নয়; বরং বিপরীতমুখী বা বিভিন্ন দিকে রাখতে হবে, যাতে সিগন্যাল সমানভাবে ছড়িয়ে পড়ে।




সোশ্যাল মিডিয়ায় ট্রল, নিজেকে সামলাবেন যেভাবে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা যেন একেবারে সাধারণ একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিছুটা বিনোদনের অংশ হিসেবে ট্রল করা হয়ে থাকলেও, যখন তা সীমা অতিক্রম করে, তখন অনেকেই সেটি সামলাতে পারেন না। ট্রল সাধারণত অন্যদের মনে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে করা হয় এবং এটি একটি নেতিবাচক প্রভাব ফেলে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার পর যদি কেউ নেতিবাচক মন্তব্য করে, তা মুহূর্তেই হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে পড়ে। এর ফলে ব্যক্তি জীবনে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। বিশেষ করে ট্রলিংয়ের মূল উদ্দেশ্য থাকে বিরক্ত করা বা প্রতিক্রিয়া পাওয়া। তাই এই পরিস্থিতি মোকাবেলার কিছু উপায় রয়েছে:

### ১. ইগনোর স্ট্র্যাটেজি
ট্রলিংয়ের মূল উদ্দেশ্য হলো বিরক্ত করা। তাই অনেক সময় ইগনোর করা সবচেয়ে ভালো পদক্ষেপ হতে পারে। যদি আপনি প্রতিক্রিয়া না দেন, তাহলে ট্রলিং করা ব্যক্তি আগ্রহ হারিয়ে ফেলতে পারে।

### ২. আত্মবিশ্বাস বজায় রাখা
ট্রলিং বা নেতিবাচক মন্তব্য আপনার আত্মবিশ্বাসকে প্রভাবিত করতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনার মূল্যবানতা অন্যের কথার ওপর নির্ভর করে না। নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকুন এবং নেতিবাচকতা থেকে দূরে থাকুন।

### ৩. নেতিবাচক মন্তব্য ডিলিট বা ব্লক করা
যদি কেউ বারবার বিরক্ত করে বা অযৌক্তিকভাবে ট্রল করে, তাহলে তাকে ব্লক বা রিপোর্ট করতে পারেন। অধিকাংশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের অপশন রয়েছে, যা আপনাকে ট্রল থেকে রক্ষা করতে পারে।

### ৪. সমর্থন নেটওয়ার্কে বিশ্বাস রাখা
পরিবার, বন্ধুবান্ধব বা অনুরাগীদের কাছ থেকে ইতিবাচক সমর্থন নেওয়া গুরুত্বপূর্ণ। তাদের কাছ থেকে পাওয়া উৎসাহ আপনার মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে।

### ৫. পেশাদার সহায়তা নেওয়া
যদি ট্রলিং বেশি সিরিয়াস হয় বা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে পেশাদার কাউন্সেলিং বা সাইকোলজিস্টের সাহায্য নেওয়া যেতে পারে। তারা মানসিক চাপ মোকাবেলায় আপনাকে গাইড করতে পারবে।

### ৬. হিউমার ব্যবহার করা
কখনও কখনও ট্রলের উত্তরে বুদ্ধিমত্তা ও হিউমার দিয়ে প্রতিক্রিয়া জানানো ট্রলিংয়ের প্রভাব কমাতে পারে। তবে এটি খুব সতর্কতার সঙ্গে করতে হবে যাতে তা অপমানজনক না হয়ে যায়।




যে কারণে ফের চেহারা শনাক্তকরণ প্রযুক্তি চালু করছে ফেসবুক

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিব্রেটিদের ছবি ব্যবহার করে প্রতারণা ঠেকাতে ফের ‘ফেসিয়াল রিকগনিশন’ বা চেহারা শনাক্তকরণ প্রযুক্তি চালু করতে যাচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ মেটা। এর আগে এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা হলেও ২০২১ সালে ‘ব্যক্তিগত গোপনীয়তা’ লঙ্ঘনের অভিযোগ ওঠায় তা বন্ধ করে দিতে বাধ্য হয়। তবে তিন বছর পর, ২২ অক্টোবর মঙ্গলবার ফের এই প্রযুক্তির চালুর ঘোষণা দিল মেটা।

ডিসেম্বর মাস থেকে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য চেহারা শনাক্তকরণ প্রযুক্তি চালুর পরিকল্পনা করেছে মেটা। সেলেব্রিটি বা বিখ্যাত ব্যক্তিদের চেহারা ব্যবহার করে সংঘটিত প্রতারণা, যা ‘সেলেব বেইট’ হিসেবে পরিচিত, তা রুখতেই ফের এই প্রযুক্তি চালুর কথা জানানো হয়েছে।

রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাথমিকভাবে মেটা ৫০ হাজার ‘পাবলিক ফিগার’কে এই পদ্ধতির আওতায় আনবে। যদি কোনো ভুয়া বিজ্ঞাপনদাতা মেটা নিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিব্রিটিদের ছবি ব্যবহার করে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক সেই ছবিকে সেলেব্রিটিদের প্রোফাইল পিকচারের সঙ্গে মিলিয়ে দেখবে। যদি ছবিগুলো মিলে যায় এবং বিজ্ঞাপনটি ভুয়া হিসেবে প্রমাণিত হয়, তবে মেটা তা মুছে ফেলবে।

মেটা জানিয়েছে, সেলেব্রিটিদের এই পদ্ধতির আওতায় নিয়ে আসার আগে তাদের অবহিত করা হবে এবং যারা এতে অংশ নিতে চান না তাদের সে সুযোগও দেয়া হবে।

তবে আইনগত অনুমোদন না থাকার কারণে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ইলিনয় অঙ্গরাজ্যে আপাতত এই প্রযুক্তি চালু করতে পারবে না মেটা।

মেটার কনটেন্ট পলিসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট মনিকা বাইকার্ট সাংবাদিকদের জানান, তারা মূলত সেসব সেলিব্রিটিদের নিয়ে কাজ করতে চান, যাদের ছবি ইতোমধ্যে প্রতারণামূলক বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছে।

২০২১ সালে এই প্রযুক্তি চালুর পর ‘ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ’ জনিত আইনগত জটিলতার কারণে মেটা ওই সার্ভিস বন্ধ করে দিতে বাধ্য হয় এবং প্রায় একশ কোটিরও বেশি ব্যবহারকারীর ‘ফেস স্ক্যান’ তথ্য মুছে ফেলতে হয়। সেই সময় অবৈধভাবে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের অভিযোগে মেটাকে ১৪০ কোটি ডলার জরিমানা দিতে আদালতের আদেশ দেওয়া হয়।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খ্যাতিমান ব্যক্তিদের ছবি নকল করে বিভিন্ন প্রতারণামূলক বিজ্ঞাপন দেওয়া হচ্ছে মেটা নিয়ন্ত্রিত ফেসবুকে। ব্যবহারকারীরা খ্যাতিমান ব্যক্তিদের ছবি দেখে আকৃষ্ট হয়ে ওই বিজ্ঞাপনে ক্লিক করলে তাদের অর্থ দিয়ে প্রলোভিত করার চেষ্টা করা হয়।