মেসেঞ্জারে নতুন ফিচার: যোগাযোগে নতুন যুগের সূচনা

ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য মেটা নিয়ে এসেছে উন্নত ফিচারের এক ঝাঁক। এবার ব্যবহারকারীরা পাবেন এইচডি ভিডিও কল, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাকগ্রাউন্ড এবং আরও অনেক নতুন সুবিধা।

মেসেঞ্জারের নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে:

এইচডি ভিডিও কল: এবার থেকে ভিডিও কলের গুণমান হবে আরও উন্নত। কল চলাকালীন শব্দ দূরীকরণ প্রযুক্তি এবং স্পষ্ট ভিডিও কল ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে করবে আরও উন্নত।

অডিও ও ভিডিও বার্তা পাঠানোর সুবিধা: মেসেঞ্জারে এখন আপনি অডিও বা ভিডিও বার্তা রেকর্ড করে পাঠাতে পারবেন, যা কলের উত্তর না পেলেও বার্তা পৌঁছে দেবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড: ভিডিও কলিংয়ে ব্যবহারকারীরা বিভিন্ন আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন, যা কলিং অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।

সিরি সহায়তা: আইওএস ব্যবহারকারীরা মেসেঞ্জারে কল করা বা বার্তা পাঠানোর জন্য সিরি-র সাহায্য নিতে পারবেন।

ফেসবুক মেসেঞ্জারের এই পরিবর্তনের গুরুত্ব
নতুন ফিচারগুলো শুধুমাত্র ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে উন্নত করবে না, বরং মেসেঞ্জারকে যোগাযোগের ক্ষেত্রে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। যোগাযোগ হবে আরও সহজ, দ্রুত এবং উপভোগ্য।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




টেলিটকের অনলাইন সিম সেবা চালু

বাংলাদেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে টেলিটক অনলাইন সিম সেবা চালু করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১টি পোস্ট অফিসে কমার্শিয়াল পাইলটিং হিসেবে এই সেবা শুরু হয়। খুব শিগগিরই দেশের সব জেলার পোস্ট অফিসে এই সেবা বিস্তৃত হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেলিটক বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের সুবিধার্থে এই সেবা চালু করেছে। বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে একীভূত হয়ে, পোস্ট অফিস এবং বিলি বণ্টন ব্যবস্থাকে কাজে লাগিয়ে টেলিটক সিম গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। গ্রাহক অনলাইনে সিম নম্বর পছন্দ করে নির্দিষ্ট পোস্ট অফিস থেকে বা ঘরে বসে সিম সংগ্রহ করতে পারবেন।

টেলিটক অনলাইন সিম নিতে হলে গ্রাহককে নির্দিষ্ট পোস্ট অফিস থেকে সিম নিতে ২৫০ টাকা এবং বাসায় ডেলিভারির জন্য ৩০০ টাকা মোবাইল ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করতে হবে। অর্ডারকৃত সিমের ডেলিভারি স্ট্যাটাস জানতে গ্রাহক অটোমেটেড ট্র্যাকিং নম্বর ব্যবহার করতে পারবেন। সিম অর্ডারের জন্য টেলিটকের ওয়েবসাইটে ‘অনলাইন সিম’ মেন্যুতে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান। এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিসেটের নতুন সুবিধা

বিশ্বব্যাপী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য একটি চমৎকার খবর এসেছে। মেটার মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবার অ্যাপ রিসেট করার সুযোগ দিচ্ছে। ব্যবহারকারীরা এখন তাদের এক্সপ্লোর, রিলস এবং ফিড সেকশনে প্রদর্শিত কনটেন্ট সম্পূর্ণ ক্লিয়ার করে নতুন করে সেট করতে পারবেন।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে প্রায়ই রেকমেন্ডেশন নিয়ে অসন্তোষ দেখা যায়। অনেক সময় অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত কনটেন্টও এক্সপ্লোর বা ফিডে প্রদর্শিত হয়। এবার সেই সমস্যার সমাধান করতে ইনস্টাগ্রাম নিয়ে এসেছে ‘রিসেট ফিচার’। এর মাধ্যমে রেকমেন্ডেশন তালিকা রিফ্রেশ করার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত অ্যাকাউন্টগুলো আনফলো করার সুযোগও থাকছে।

কীভাবে কাজ করবে রিসেট ফিচার?

ইনস্টাগ্রামের এই নতুন ফিচারটি ব্যবহার করে অ্যাপটি সম্পূর্ণ নতুন করে সাজানো সম্ভব। রিসেট করার পর, ব্যবহারকারীদের কনটেন্ট রেকমেন্ডেশন তাদের আগ্রহ অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে। কনটেন্ট রেকমেন্ডেশন ব্যবহারকারীর দেখা পোস্ট এবং আলাপচারিতার ভিত্তিতে আরও ব্যক্তিগতকৃত হতে শুরু করবে।

রিসেট ফিচার ব্যবহারের ধাপ:

1. ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।

2. Settings অপশনে যান।

3. Content Preferences অপশনে ক্লিক করুন।

4. ‘Reset Suggested Content’-এ ক্লিক করুন।

 

এই রিসেট প্রক্রিয়ার সময় আপনি ফলো করা অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী যেগুলো পছন্দ নয় সেগুলো আনফলো করতে পারবেন।

আপাতত পরীক্ষামূলক পর্যায়ে

মেটা জানায়, নতুন এই ফিচারটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এটি সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



চিঠি ডট মি অ্যাপ: গোপনীয়তার বিপদে সাবধানতা অবলম্বন করুন

সম্প্রতি, “চিঠি ডট মি” নামের একটি অ্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে বেশ আলোচিত হয়ে উঠেছে। এই অ্যাপটি ব্যবহারকারীদের পরিচয় গোপন রেখে মনের কথা প্রকাশ করার সুযোগ দেয়, এবং এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে, অ্যাপটির মাঝে যে বিপদ লুকিয়ে আছে তা হতে পারে ভয়ংকর, কারণ এটি ব্যবহারকারীদের গোপনীয় তথ্য ফাঁস করার ঝুঁকি তৈরি করতে পারে।

অ্যাপটি ডাউনলোড করার সময় শর্তাবলীতে স্পষ্টভাবে বলা রয়েছে যে, কিছু পরিমাণ তথ্য তারা সংগ্রহ করবে। এর সাথে আরো উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে অতিরিক্ত তথ্যও তারা নিতে পারে, তবে এর সুরক্ষা সম্পর্কে কিছুই নিশ্চিত নয়। অর্থাৎ, এই অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা তথ্য সুরক্ষিত কিনা, তা নিশ্চিত করা হয়নি। অ্যাপটি ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস এবং মোবাইলের ইউনিক আইডি অ্যাক্সেস করার পাশাপাশি ব্যবহারকারীর সার্চ হিস্ট্রিও সংগ্রহ করতে পারে, ফলে সেই তথ্য অন্যের কাছে চলে যেতে পারে যেকোনো সময়।

এছাড়া, এই অ্যাপটি যোগাযোগের জন্য একটি সাধারণ জিমেইল আইডি (chithi.me.app@gmail.com) ব্যবহার করছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো ব্যক্তি সহজেই এমন আইডি তৈরি করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, এবং এই ধরনের অপরাধীকে চিহ্নিত করা কঠিন হতে পারে।

এমন পরিস্থিতিতে, “চিঠি ডট মি” অ্যাপ ব্যবহার করার আগে ব্যবহারকারীদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং নিজেদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ক্যাসপারস্কির অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন সুবিধা

বর্তমানে, বেশ কিছু অ্যাপ স্মার্টফোনে ইনস্টল করলেই ব্যবহারকারীর অবস্থান, আদান-প্রদান করা বার্তা এবং ফোন কলের তথ্য গোপনে সংগ্রহ করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে দেয়। এসব অ্যাপ সাধারণত স্টকারওয়্যার নামে পরিচিত, এবং এগুলোর কারণে ব্যক্তি তথ্য চুরি হওয়ার পাশাপাশি সাইবার হামলার ঝুঁকিও বৃদ্ধি পায়। এ ধরনের সমস্যার মোকাবিলায় অ্যান্টিভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাসপারস্কি তাদের অ্যান্ড্রয়েড অ্যাপে ‘হু ইজ স্পাইয়িং অন মি’ নামে একটি নতুন সুবিধা যুক্ত করেছে।

নতুন এই সুবিধাটি একটি স্টকারওয়্যার স্ক্যানারের মাধ্যমে কাজ করে, যা গোপনে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা অ্যাপগুলো শনাক্ত করতে সক্ষম। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফোনে থাকা যে কোন সন্দেহজনক অ্যাপ এবং ১০০ মিটার এর মধ্যে থাকা তথ্য সংগ্রহকারী যন্ত্রগুলো সম্পর্কে সতর্কতা পেতে পারবেন। এছাড়া, এটি ব্যবহারকারীদের প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণের সুযোগও দেয়।

ক্যাসপারস্কির কনজ্যুমার প্রোডাক্ট মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মারিনা টিটোভা জানিয়েছেন, “ক্যাসপারস্কি স্টকারওয়্যারের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং আমরা প্রথম যারা ব্যবহারকারীদের এই ধরনের থার্ড-পার্টি ট্র্যাকিং সম্পর্কে সতর্ক করেছি। আমরা আমাদের পণ্যগুলো ক্রমাগত উন্নত করছি, যাতে ব্যবহারকারীদের ডিজিটাল ও অফলাইন স্টকিং থেকেও সুরক্ষা প্রদান করা যায়।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাংলাদেশ কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না: মাহফুজ আলম

বাংলাদেশ কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (২৭ নভেম্বর) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন। পোস্টে তিনি চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আইনি সহিংসতায় আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলেন।

মাহফুজ আলম বলেন, “হঠকারিতা, নেতিবাচকতা ও ভাঙনের মানসিকতা থেকে বের হয়ে আমাদের সৃজনশীল ও ইতিবাচক মানসিকতায় এ রাষ্ট্রকে গড়তে হবে। এ রাষ্ট্র পরিগঠন করলেই কেবল শহিদ আলিফের শাহাদাতসহ শহিদানদের রক্তের মূল্য হতে পারে।”

পোস্টে তিনি ছাত্র-জনতাকে অভিবাদন জানিয়ে বলেন, “দায়িত্ব ও দরদের নজির দেখিয়ে আপনারা বাংলাদেশকে গর্বিত করেছেন। বাংলাদেশ আর কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না। ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমাদের ব্যক্তি ও সমষ্টির ‘শক্তি’ সাধনায় দরদি ও দায়িত্ববান হয়ে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা মোক্ষ। আমাদের এই অভ্যন্তরীণ শক্তি যেকোনো বহিঃশত্রুকে পরাজিত করবে। আমরা আর উপনিবেশযোগ্য (Colonizable) হবো না।”

দেশের ‘প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের’ ‘বিশেষ ধন্যবাদ’ প্রাপ্য উল্লেখ করে মাহফুজ আলম লিখেছেন, “আপনারা এ গণঅভ্যুত্থানের পক্ষে বাঙালি মুসলমানকে দায়িত্বশীল আচরণে অনুপ্রাণিত করেছেন। ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আপনাদের আজ ও আগামীর প্রাজ্ঞ উদ্যোগ বাংলাদেশ রাষ্ট্রে আপনাদের ইজ্জত ও শরিকানা নিশ্চিত করবে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




থ্রি হুইলার বন্ধের দাবিতে ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ

মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল এবং দূরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের প্রতিবাদে ঝালকাঠি থেকে ১১টি রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ ঘোষণা করায় যাত্রীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক ভোগান্তি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল থেকে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি টিপু সুলতান জানান, ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে অবৈধ মাহিন্দ্রা এবং ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বে-আইনি হলেও তা অবাধে চলছে। একই সঙ্গে, দূরপাল্লার বাসে স্থানীয় যাত্রী পরিবহনের কারণে বাস মালিকরা লোকসানের সম্মুখীন হচ্ছেন। এর প্রতিবাদ হিসেবে বাস মালিক সমিতি গতকাল সকালে মহাসড়কে চেকপোস্ট বসানোর চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ঝালকাঠি থেকে বরিশাল, ভান্ডারিয়া, পিরোজপুর, মঠবাড়িয়া, বাগেরহাট, খুলনা সহ মোট ১১টি রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ধর্মঘটের কারণে এসব রুটে বাস চলাচল কবে পুনরায় শুরু হবে তা এখনো নির্ধারিত হয়নি।

বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন তাদের দাবি পূরণের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে। তবে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে তারা।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




এআই সবকিছু কেড়ে নিতে পারবে না: গুগল কর্তার দাবি

মানুষের তুলনায় বহুগুণ দ্রুত কাজ করতে সক্ষম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের ফলে মানুষ যে অনেক ক্ষেত্রেই কর্মসংস্থানের চাপে পড়তে পারে, সে আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশেষ করে চ্যাটজিপিটিসহ আধুনিক বটগুলো কোডিং থেকে শুরু করে বিভিন্ন সৃজনশীল কাজেও দক্ষ হয়ে উঠছে। এ কারণে ডেভেলপারদের জগতে শঙ্কা তৈরি হয়েছে, এআই কি মানুষের কাজ পুরোপুরি দখল করে নেবে?

তবে গুগলের হেড অব রিসার্চ ইয়োসি মাতিয়াসের মতে, এআই যতই উন্নত হোক, সব ক্ষেত্রে মানুষের বিকল্প হতে পারবে না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি কোডিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে বিস্তারিত কথা বলেন। তাঁর মতে, এআই নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সহায়তা করতে সক্ষম, তবে এর চূড়ান্ত রূপ দেওয়া বা সব কাজ একাই করতে এখনও এআইয়ের অনেক দূর যেতে হবে।

মানুষের বিকল্প নয় এআই

ইয়োসি মাতিয়াস বলেন, “কোডিংয়ের ক্ষেত্রে এখনো মানুষের ভূমিকা অপরিহার্য। কোডিংয়ের পুরো প্রক্রিয়াকে এআই দ্বারা নিয়ন্ত্রিত করা সম্ভব নয়। বিশেষত, জটিল প্রকল্পে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কাজ মানুষের হাতেই থাকবে।” তিনি আরও যোগ করেন, “এআই জুনিয়র স্তরের কাজগুলোতে সাহায্য করতে পারে, যেমন বেসিক কোড লেখা বা কিছু সাধারণ সমস্যার সমাধান। তবে কোডিংয়ের পুরো প্রকল্পকে কার্যকর করার দায়িত্ব এখনো মানুষের ওপর নির্ভরশীল।”

শিক্ষার প্রয়োজনীয়তা ও শৃঙ্খলা

মাতিয়াসের মতে, প্রযুক্তির এই যুগে সবারই কোডিং শেখা গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তিনি বলেন, “নিয়মিত শেখার অভ্যাস এবং শৃঙ্খলাবদ্ধ শিক্ষার প্রক্রিয়া আগের মতোই প্রাসঙ্গিক।” তাঁর মতে, এআই যদিও অনেক ক্ষেত্রেই কাজ সহজ করে দিচ্ছে, তবুও দক্ষতা অর্জনের জন্য মানুষকে প্রয়োজনীয় জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনে মনোযোগী হতে হবে।

কোডিংয়ে মানুষের ভূমিকা অপরিহার্য

তাঁর ভাষায়, “এআই কোডিং প্রক্রিয়ার একটি অংশ করতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এবং কাজের গুণগত মান নিশ্চিত করার দায়িত্ব মানুষের হাতেই থাকবে। কোডিং শুধুমাত্র একটি প্রযুক্তিগত কাজ নয়, এটি একটি সৃজনশীল কাজও।”

বিরোধী মতামত ও শঙ্কা

গুগল কর্তার মন্তব্যের বিপরীতে অনেক প্রযুক্তিবিদ মনে করেন, এআই ইতোমধ্যেই ডেভেলপারদের মধ্যে চাপে ফেলেছে। এইচসিএলের প্রাক্তন সিইও বিনীত নায়ার একবার বলেছিলেন, “তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এআই-এর বিকাশ এতটাই বিপ্লব ঘটাবে যে, অন্তত ৭০ শতাংশ কাজ মানুষ ছাড়া চালিয়ে দেওয়া সম্ভব হবে।”

তবে ইয়োসি মাতিয়াসের বক্তব্য এ ধারণার বিপরীত। তিনি বলেন, “এআই কোড লিখতে পারে, তবে সেটি খতিয়ে দেখার কাজ এবং কোডিংয়ের পূর্ণাঙ্গ রূপ দেওয়া মানুষের হাতেই থাকবে।” তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে এআই শুধুমাত্র কোডিং প্রক্রিয়ার সহায়ক একটি অংশ হতে পারে, তবে সেটি পুরোপুরি মানুষের কাজ দখল করবে না।

ডেভেলপারদের ভবিষ্যৎ

যদিও এআই-প্রস্তুত প্রযুক্তি জুনিয়র ডেভেলপারদের কাজে কিছুটা চাপ সৃষ্টি করেছে, তবুও মানুষের সৃজনশীলতা এবং বিশ্লেষণী দক্ষতার কাছে এআই অনেক ক্ষেত্রেই এখনও পিছিয়ে। গুগল কর্তার মন্তব্য থেকে স্পষ্ট, প্রযুক্তির বিকাশ সত্ত্বেও মানুষের কর্মসংস্থানের সুযোগ এখনও অনেকটাই রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সূর্যের সর্বোচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করল সোলার অরবিটার

সূর্যের পৃষ্ঠের সবচেয়ে বিস্তারিত ছবি ধারণ করেছে নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইসা)। ‘সোলার অরবিটার’ নামের বিশেষ নভোযানের মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ কিলোমিটার দূর থেকে এই চিত্র ধারণ করা হয়। ২০২৩ সালের ২২ মার্চ ধারণ করা ছবিটি বিজ্ঞানীরা সম্প্রতি ২০ নভেম্বর প্রকাশ করেছেন।

ছবিতে সূর্যের ফটোস্ফিয়ারের তাপমাত্রা, চৌম্বকীয় ক্ষেত্র এবং প্লাজমার গতিশীল প্রবাহসহ বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যায়। ফটোস্ফিয়ার সূর্যের দৃশ্যমান স্তর, যা ৪৫০০ থেকে ৬০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকে। এখান থেকেই সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায়। ছবিতে সূর্যের দাগগুলোও স্পষ্টভাবে দেখা গেছে, যা তীব্র চৌম্বকীয় ক্ষেত্রের কারণে গাঢ়।

২০২০ সালের ফেব্রুয়ারিতে উৎক্ষেপিত এই মহাকাশযানে ছয়টি উন্নত ইমেজিং যন্ত্র সংযোজিত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পোলারিমেট্রিক ও হেলিওসিজমিক ইমেজার (PHI)। এই যন্ত্র শুধু দৃশ্যমান ছবি তুলেই থেমে থাকে না; চৌম্বকক্ষেত্র এবং আলো প্রবাহের দিক নির্ধারণ করতেও সক্ষম।

ইসার বিজ্ঞানী ড্যানিয়েল মুলার বলেছেন, “এই মিশনের মাধ্যমে সূর্যের চৌম্বক ক্ষেত্র এবং পৃষ্ঠের গতিশীলতার নতুন সৌন্দর্য প্রকাশিত হচ্ছে। ছবিতে সূর্যের প্লাজমার অনন্য প্রবাহ এবং বিভিন্ন স্তরের গঠন আরও স্পষ্ট দেখা যাচ্ছে।”

এই সূর্যচিত্র তৈরি করতে মহাকাশযানটিকে প্রায় ২৫টি আলাদা ছবি ধারণ করে সেগুলো মোজাইক আকারে সাজাতে হয়েছে। এতে সূর্যের গতিশীল পৃষ্ঠ এবং চৌম্বক ক্ষেত্রের তীক্ষ্ণ বিবরণ বিশ্লেষণ করা সম্ভব হয়েছে।

সোলার অরবিটারের এই চিত্র বিজ্ঞানীদের সূর্যের বাইরের মণ্ডল, চৌম্বক ক্ষেত্র এবং সৌর ঝড়ের প্রভাব সম্পর্কে নতুন তথ্য সংগ্রহের সুযোগ করে দিয়েছে। এটি সৌরজগতের গবেষণায় এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কমড়



বৃহস্পতির চাঁদে জীবনের খোঁজে নাসার বিশেষ রোবট

বৃহস্পতির চাঁদ ইউরোপায় জীবনের খোঁজে নতুন উদ্যোগ নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ লক্ষ্যে নাসা ক্ষুদ্রাকৃতির একটি রোবট তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে সুইম। পানির নিচে পরীক্ষার মধ্য দিয়ে রোবটটি ভবিষ্যতে বহির্জাগতিক প্রাণের সন্ধান করবে।

সুইমের পূর্ণরূপ হলো সেন্সিং উইথ ইনডিপেনডেন্ট মাইক্রো-সুইমার্স। মুঠোফোন আকারের এই রোবট ঝাঁক একসঙ্গে কাজ করে মহাসাগরের বরফের নিচে অনুসন্ধান চালাতে সক্ষম। নাসার লক্ষ্য, এই রোবট দিয়ে বৃহস্পতির চাঁদ ইউরোপার পৃষ্ঠের ঘন বরফের নিচে লুকিয়ে থাকা সম্ভাব্য প্রাণের খোঁজ করা।

নাসা ইতোমধ্যে ইউরোপা ক্লিপার নভোযান পাঠিয়েছে, যা ২০৩০ সালে ইউরোপায় পৌঁছাবে। ইউরোপার মহাসাগরের রাসায়নিক গঠন, তাপমাত্রা এবং চাপ বিশ্লেষণ করে প্রাণের সম্ভাবনার ইঙ্গিত খুঁজবে এটি। সুইম রোবট এই গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী ইথান শ্যালারের মতে, “জীবনের জন্য পানির প্রয়োজন। আমাদের এমন রোবট দরকার যা আমাদের থেকে কয়েক মিলিয়ন মাইল দূরে অনুসন্ধান চালাতে পারে।” বর্তমানে সুইম রোবটের দৈর্ঘ্য প্রায় ১৬.৫ ইঞ্চি হলেও ভবিষ্যতে এটি ৫ ইঞ্চিতে পরিণত করা হবে।

এই রোবট উন্নত সেন্সরের সাহায্যে তাপমাত্রা, চাপ ও রাসায়নিক পরিবর্তন পরিমাপ করতে পারবে। বরফের নিচে কাজ করার উপযোগী অপারেশনাল অ্যালগরিদম ও স্বায়ত্তশাসিত কার্যক্ষমতা রয়েছে এতে।

সুইম রোবট শুধু মহাকাশ গবেষণাতেই নয়, পৃথিবীর মেরু অঞ্চলে বরফের নিচে কাজ করতেও সক্ষম। প্রকৌশলীরা মনে করছেন, এই রোবট পৃথিবীতে গবেষণা ও পরিবেশ সংরক্ষণের নতুন দিক উন্মোচন করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম