বিপিএলে বরিশালে খেলবেন আফ্রিদি

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখতে আসন্ন আসরের জন্যও তারকা সমৃদ্ধ দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদিকে এবার দলে ভিড়িয়েছে তারা।

ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেজে আফ্রিদির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পাকিস্তানের পেস বোলিং ম্যাজিশিয়ান এখন ফরচুন বরিশালের অংশ। বিপিএলে সাউদার্ন আর্মি হতে যাচ্ছেন শাহিন আফ্রিদি। তাকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’

আফ্রিদিকে দলে ভিড়িয়ে ফ্র্যাঞ্চাইজিটি এতটাই উচ্ছ্বসিত যে, বরিশালের আঞ্চলিক ভাষায় তাকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ‘ও মনু, শাহীন ভাই কিন্তু আইয়া পড়ছে!’




সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে জিতল গল

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাইরের নানা কাণ্ডে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। এসবের মধ্যেই ইংল্যান্ডে বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন এই অলরাউন্ডার। এমন বাজে সময়ের মধ্যেও লঙ্কা টি-টেনের ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাকিব। তার ঝোড়ো ব্যাটিংয়ে কোয়ালিফায়ার টুয়ের টিকিট পেয়েছে গল মার্ভেলস।

পাল্লেকেলেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ১২০ রান সংগ্রহ করে ক্যান্ডি বোল্ট। জবাবে খেলতে নেমে ৮ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গল।

গলের গুরুত্বপূর্ণ এই জয়ে সবচেয়ে বড় অবদান সাকিবের। মাত্র ৮ বলে ২৯ রান করেছেন বাংলাদেশি এই ক্রিকেটার। তিনটি ছক্কা ও দুটি চারের ইনিংসে তার স্ট্রাইকরেট ৩৬২.৫।




মোদির বিতর্কিত পোস্ট : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিজয় দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত পোস্টেকে কেন্দ্র ক‌রে বাংলা‌দে‌শের মু‌ক্তিযু‌দ্ধের সঠিক ইতিহাস তুলে ধ‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৮ ডিসেম্বর) মোদির বিতর্কিত পোস্টের প্রতিবাদে এক বিবৃতিতে মু‌ক্তিযু‌দ্ধের ইতিহাস তুলে ধ‌রা হয়েছে।

‘ইতিহাসের তথ্য’ শিরোনামে বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ সংগ্রাম এবং ৯ মাসব্যাপী নৃশংস যুদ্ধ সহ্য করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। ‘লিবারেশন অ্যান্ড বিয়ন্ড : ইন্দো-বাংলাদেশ রিলেশন্স’ শিরোনামে তার বইয়ে, প্রাক্তন ভারতীয় পররাষ্ট্র সচিব, কূটনীতিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত জেএন দীক্ষিত লিখেছেন, ‘আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতীয় সামরিক হাইকমান্ডের একটি বড় রাজনৈতিক ভুল ছিল যৌথ কমান্ডের বাংলাদেশ পক্ষের কমান্ডার জেনারেল এমএজি ওসমানির উপস্থিতি নিশ্চিত এবং স্বাক্ষরকারী করতে ব্যর্থতা।

বিবৃতিতে আরও বলা হয়, তার অনুপস্থিতির আনুষ্ঠানিক অজুহাত ছিল যে তার হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল কিন্তু আত্মসমর্পণের সময়সূচির অনুযায়ী সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেনি। কিন্তু ব্যাপক সন্দেহ ছিল যে তার হেলিকপ্টারটি ভুল পথে পাঠানো হয়েছিল যাতে তিনি সময়মতো ঢাকায় পৌঁছাতে না পারেন এবং অনুষ্ঠানে মনোযোগের কেন্দ্রবিন্দু ভারতীয় সামরিক কমান্ডারদের ওপর নিবদ্ধ হয়। এটি একটি দুর্ভাগ্যজনক বিচ্যুতি ছিল যা ভারত এড়াতে পারতো। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক মহলের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করে। আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানির উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতার প্রথম দিনগুলোতে ভারত-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করে এমন অনেক রাজনৈতিক ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করতে পারতো।

বিবৃ‌তিতে উ‌ল্লেখ করা হয়, আমরা ১৯৭১ সালে আমাদের গৌরবময় বিজয় উদযাপন করি, আমরা সত্য উদযাপন করি।

গত সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক ও এক্স হ্যান্ডে‌লে একটি পোস্ট দেন নরেন্দ্র মোদি। এতে তিনি লিখেছেন, ‘আজ, বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’

পোস্টটিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়ে একাত্তরের বিজয়কে কেবল ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলা হয়েছে। যা বাংলাদেশের বেশিরভাগ মানুষকে আহত করেছে।




দুমকিতে যুবকদের ভূমিকা নিয়ে সচেতনতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় “সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক কাজে যুবকদের ভূমিকা” বিষয়ক একটি জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এ প্রশিক্ষণটি ১৮ ডিসেম্বর, বুধবার সকাল ১০টায় দুমকি উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠিত হয় একটি প্রাক-পূর্ব সভা।

এ প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা; আল আমিন, ব্যবস্থাপক পল্লী সঞ্চায়ক ব্যাংক, দুমকি এবং সাংবাদিক মোঃ জসীম উদ্দিন।

এছাড়াও, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক কাজে অংশগ্রহণকারী যুবক এবং যুবতীরা এতে উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজের সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবক কাজে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। প্রশিক্ষণটি যুবকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের প্রতি উৎসাহিত করবে।

এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেখানে যুব সমাজকে আরো সক্রিয়ভাবে সমাজ সেবা ও উন্নয়নে অংশগ্রহণের জন্য প্রেরণা প্রদান করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাজারে সয়াবিন তেলের সরবরাহে অচলাবস্থা: উপদেষ্টার মন্তব্য

দেশে সয়াবিন তেলের দাম ৮ টাকা বৃদ্ধির ৯ দিন পরও বাজারে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ব্যবসায়ীদের শক্তিশালী অবস্থান নিয়ে মন্তব্য করেছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, চাল, ডাল, সয়াবিন তেল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এসব পণ্য সরবরাহ নিশ্চিত করতে সরকার চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে রমজান সামনে রেখে খেজুর, ছোলা, চিনি, মসুর ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বাজারে সরবরাহে নজর দেওয়া হচ্ছে। তবে বিদেশ থেকে আমদানি ও আনলোডের প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগছে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের একটি প্রত্যাশা থাকে যে দামের বৃদ্ধি হলে তা আরও বাড়বে। এই মনোভাবের কারণেই সরবরাহে ব্যাঘাত ঘটে। বাজারে কার্যকর মনিটরিং না হওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শকরা সব জায়গায় যেতে পারেন না। তাছাড়া বাজারে ক্রেতাদের সচেতনতা এবং অভিযোগের ঘাটতিও লক্ষ্য করা যায়।

সালেহউদ্দিন আহমেদ জানান, ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করে। তাদের শক্তিশালী অবস্থান ভাঙা বেশ কঠিন। তিনি বলেন, “আমরা চাই সবাই ব্যবসা করুক, তবে অতিরিক্ত মুনাফা যেন না করে। উৎপাদনকারীরাও যেন ন্যায্য দাম পায়।”

সরকারি মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং বাজারে কৃত্রিম সংকট রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩’: বিজয়ীরা পুরস্কৃত

দেশের বিনোদন জগতকে আরও বিকশিত এবং ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী, কনটেন্ট ও কনটেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩’ তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি যৌথভাবে আয়োজন করেছে দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেড।

সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবারের অনুষ্ঠানে চারটি বিভাগে ৩০টি ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে—পপুলার, ক্রিটিকস, মিউজিক ও ইন্ডিভিজুয়াল ডিজিটাল কনটেন্ট।

‘সেরা সিনেমা’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি’। এদিকে, বিঞ্জের ‘ফ্রাইডে’ নির্মাণ করে ওয়েব ফিল্মের সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন রায়হান রাফী। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তমা মির্জা ও ফারজানা ছবি, যারা মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।

ওয়েব ফিল্মের সেরা জনপ্রিয় পরিচালক রায়হান রাফী
ওয়েব ফিল্মের সেরা জনপ্রিয় পরিচালক রায়হান রাফী

রায়হান রাফী এই পুরস্কার জয়ে উচ্ছ্বসিত এবং তাকে তার পরবর্তী ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’ মুক্তির জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, “এই পুরস্কারটি আমার জন্য প্রেরণা হিসেবে কাজ করবে, এবং আমি আশা করছি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে আমার নতুন কাজও দর্শক ও সমালোচকদের মন জয় করবে।”

এদিকে, রবি আজিয়াটা পিএলসির জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জও রায়হান রাফীকে অভিনন্দন জানিয়েছে। বিঞ্জের হেড অব কনটেন্ট উম্মে খাইরুন ইসলাম বলেন, “রায়হান রাফীকে অভিনন্দন জানাই, তার নির্মিত ‘ফ্রাইডে’ একটি চ্যালেঞ্জিং কাজ ছিলো এবং তিনি সেরা জনপ্রিয় পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন, যা বিঞ্জের সাফল্যও।”

এছাড়া, পপুলার বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ‘মহানগর ২’ সিরিজে অভিনয় করে জয়ী হয়েছেন মোশাররফ করিম, এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন যৌথভাবে আজমেরী হক বাঁধন ও তাসনিয়া ফারিণ। শ্রেষ্ঠ নেগেটিভ অভিনেতার পুরস্কার জিতেছেন আফরান নিশো।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নতুন প্রযুক্তিতে চ্যাটের সময় ইচ্ছেমতো ইমোজি তৈরি করুন

বর্তমানে চ্যাটের সময় নানা ধরনের ইমোজি ব্যবহারের প্রবণতা বেড়ে গেছে। কিন্তু, এখন আপনি নিজের ইচ্ছামতো ইমোজি তৈরি করার সুযোগ পাবেন।

সম্প্রতি, অ্যাপল তাদের আইপডওস ১৮.২ এবং আইওএস ১৮.২ অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে। এই নতুন সংস্করণে যোগ করা হয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। এর মধ্যে অন্যতম হল, অ্যাপলের নিজস্ব আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (AI) সুবিধা এবং সিরি অ্যাসিস্ট্যান্ট প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি অন্তর্ভুক্ত করা।

এছাড়া, নতুন সিস্টেমে “জেনমোজি” নামে একটি নতুন ফিচার এসেছে, যার মাধ্যমে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইমোজি তৈরি করতে পারবেন। প্রচলিত ইমোজির পরিবর্তে আপনি চাইলে আপনার নিজের ইমোজি ডিজাইন করতে পারবেন।

জেনমোজি তৈরি করতে হলে আপনাকে প্রথমে একটি কথোপকথনে যেতে হবে। টেক্সট ফিল্ডে ক্লিক করার পর একটি স্মাইলি বা গ্লোব আইকন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলে আপনি একটি টেক্সট বক্স দেখতে পাবেন, যেখানে আপনি ইমোজির জন্য আপনার বর্ণনা দিতে পারবেন। এরপর ‘ডান’ অপশনে ট্যাপ করলেই আপনার পছন্দমতো ইমোজি তৈরি হয়ে যাবে।

এই ফিচারের মাধ্যমে আপনি ইমোজি তৈরি করার পাশাপাশি ইমোজি ডিলিটও করতে পারবেন। এছাড়া, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আরও সহজ ও দ্রুত হতে পারে। এর মাধ্যমে আপনি কোনো ছবিও ব্যবহার করে ইমোজি তৈরি করতে পারবেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শীতে কানের ব্যথা কমানোর ঘরোয়া উপায়

শীত আসার সঙ্গে সর্দি-কাশির সমস্যা বেড়ে যাওয়ায় অনেকেই কানের ব্যথায় ভুগছেন। বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাস বা ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে এমন ব্যথা হয়। পাশাপাশি তরল জমা ও প্রদাহও কানের ব্যথার একটি সাধারণ কারণ। তবে ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করে সহজেই এই যন্ত্রণা কমানো সম্ভব।

আদার জাদু

আদা একটি প্রাকৃতিক প্রদাহ-বিরোধী উপাদান। কানের চারপাশে আদার রস বা আদার সঙ্গে মিশ্রিত অলিভ অয়েল হালকা গরম করে প্রয়োগ করলে ব্যথা কমে যায়। তবে খেয়াল রাখুন, কানের ভেতরে যেন আদার রস না ঢুকে।

অলিভ অয়েলের ব্যবহার

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের মতে, অলিভ অয়েল হালকা গরম করে কানের মধ্যে দু-এক ফোঁটা দিলে ব্যথা তৎক্ষণাৎ কমে যেতে পারে। তবে তেল ব্যবহারের আগে অবশ্যই তা ঠান্ডা করে নিতে হবে।

টি ট্রি অয়েলের কার্যকারিতা

টি ট্রি অয়েলে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক, এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা কানের সংক্রমণ রোধে সহায়তা করে। এটি হালকা গরম করে কানের চারপাশে ম্যাসাজ করলে দ্রুত উপকার পাওয়া যায়। তবে যদি অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে এই তেল এড়িয়ে চলুন।

রসুনের শক্তি

রসুন কানের সংক্রমণ নিরাময়ে একটি কার্যকরী ঘরোয়া প্রতিকার। এতে থাকা অ্যালিসিন নামক উপাদান প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। কাঁচা রসুন খেলে বা রসুনের তেল ব্যবহার করলে ব্যথা কমে। তবে অ্যান্টিবায়োটিক গ্রহণের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শেষ কথা

উল্লেখিত প্রতিকারগুলো ব্যবহার করে দ্রুত কানের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে ব্যথা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শীতকালে নিজের যত্ন নিন এবং সুস্থ থাকুন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী সদর উপজেলার কলাতলা এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও একজন। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সেপটিক ট্যাংকে কাজ করার সময় অসাবধানতাবশত দুই শ্রমিক নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মো. সাগর (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি গাইবান্ধা জেলার বালুরচর উপজেলার বাদিয়াখালী গ্রামের বাসিন্দা এবং মাহাতাব মিয়ার ছেলে। অপর আহত শ্রমিকের পরিচয় এখনও জানা যায়নি। তাকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, মৃতদেহটি পটুয়াখালী হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি

শপথ নেওয়ার আগেই ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, একই নীতি ব্রাজিলের ওপরও প্রয়োগ করবেন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) তার বাসভবন মার-এ লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই হুমকি দেন। তিনি বলেন, “যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায়, তবে যুক্তরাষ্ট্রও সেই দেশের পণ্যের ওপর চড়া হারে কর চাপাবে।”

ভারত ও ব্রাজিলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই দুই দেশ প্রায় সব ক্ষেত্রেই আমেরিকান পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে। অথচ এতদিন আমেরিকা তাদের ওপর কোনো শুল্ক চাপায়নি। ট্রাম্প আরো বলেন, “বাণিজ্যে স্বচ্ছতা থাকা জরুরি। যদি ভারত আমেরিকান পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায়, তবে আমেরিকাও সেই পরিমাণ শুল্ক চাপাবে।”

এসময় তিনি ভারত এবং ব্রাজিলকে সতর্ক করে বলেন, “ওরা আমাদের ওপর শুল্ক চাপাক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তবে আমরাও তাদের ওপর শুল্ক চাপাবো।”

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫ নভেম্বর বিজয়ী হলেও, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি। ২০ জানুয়ারি তার শপথ গ্রহণের দিন নির্ধারিত। তবে শপথ নেওয়ার আগে ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত শর্তাবলী নিয়ে হুমকি দিয়েছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম