ড. ইউনূসের ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

চন্দ্রদ্বীপ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিসরের কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

ডি-৮ সম্মেলনে যোগ দিতে গত বুধবার (১৮ ডিসেম্বর) মিসর যান ড. মুহাম্মদ ইউনূস।

ডি-৮ (ডেভেলপিং এইট) অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ২০২৪ সালের শীর্ষ সম্মেলন মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে।




পিলখানায় হত্যা : ট্রাইব্যুনালে হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ

চন্দ্রদ্বীপ ডেস্ক: পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীসহ মোট ৫৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দপুর ২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে পিলখানা গণহত্যায় শহীদ সেনা অফিসারদের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই অভিযোগ জমা দেন।




মহিপুরে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীর মহিপুরে যুবদল নেতা মো. আক্কাস হাওলাদারের বিরুদ্ধে ধান লুটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহিপুর থানা ও লতাচাপলী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীসহ প্রায় ৫০০ এলাকাবাসী এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুয়াকাটার লুমা রাখাইন নামে এক নারী গতকাল কুয়াকাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আক্কাস হাওলাদারের বিরুদ্ধে ধান লুটের অভিযোগ আনেন। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।

স্থানীয় চাষি আব্দুল কুদ্দুস বলেন, “২০০৯ সাল থেকে আমি এই জমি চাষাবাদ করছি। আমাদের ধান আমরা নিজেরাই কেটে নিয়েছি। আক্কাস হাওলাদারের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।” একইভাবে আরেক চাষি নুরুল হক বলেন, “আমি ও কুদ্দুস মিলে সাড়ে ৭ একর জমি দীর্ঘদিন ধরে চাষ করছি। এই জমির সঙ্গে আক্কাস হাওলাদারের কোনো সংশ্লিষ্টতা নেই।”

যুবদল নেতা আক্কাস হাওলাদার বলেন, “আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এতে এলাকাবাসী ও জমির প্রকৃত চাষিরা ক্ষোভ প্রকাশ করে আজকের মানববন্ধন আয়োজন করেছে।”

মানববন্ধনে উপস্থিত বক্তারা এই মিথ্যা অভিযোগের দ্রুত তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল

পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

সরকারি আদেশে জানানো হয়েছে, প্রেষণে রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে পায়রা বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে জানানো হয়, এতদিন পায়রা বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে তার মূল দায়িত্বে ফেরত পাঠানো হয়েছে। তার চাকরি এখন সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত থাকবে।

এছাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মো. জাহিদ হোসেনকেও নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার পরিবর্তে ক্যাপ্টেন মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরীকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পায়রা বন্দর দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর একটি, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। নতুন নেতৃত্বের অধীনে বন্দরের কার্যক্রম আরও গতিশীল এবং উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৮ ফিলিস্তিনি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫ হাজার ১০০ জনে পৌঁছেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। বুধবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৯৭ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।




শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক:বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নির্বাচন আয়োজনের সময় নির্ধারণের বিষয়ে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে দেশটি।

স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এসব কথা বলেন।

এদিনের ব্রিফিংয়ে গুমসহ নানা অপরাধে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নও উঠেছে। সেখানে হাসিনার বিরুদ্ধে গুমের সম্পৃক্ততা তদন্তে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।




বিপিএলে বরিশালে খেলবেন আফ্রিদি

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখতে আসন্ন আসরের জন্যও তারকা সমৃদ্ধ দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদিকে এবার দলে ভিড়িয়েছে তারা।

ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেজে আফ্রিদির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পাকিস্তানের পেস বোলিং ম্যাজিশিয়ান এখন ফরচুন বরিশালের অংশ। বিপিএলে সাউদার্ন আর্মি হতে যাচ্ছেন শাহিন আফ্রিদি। তাকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’

আফ্রিদিকে দলে ভিড়িয়ে ফ্র্যাঞ্চাইজিটি এতটাই উচ্ছ্বসিত যে, বরিশালের আঞ্চলিক ভাষায় তাকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ‘ও মনু, শাহীন ভাই কিন্তু আইয়া পড়ছে!’




সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে জিতল গল

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাইরের নানা কাণ্ডে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। এসবের মধ্যেই ইংল্যান্ডে বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন এই অলরাউন্ডার। এমন বাজে সময়ের মধ্যেও লঙ্কা টি-টেনের ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাকিব। তার ঝোড়ো ব্যাটিংয়ে কোয়ালিফায়ার টুয়ের টিকিট পেয়েছে গল মার্ভেলস।

পাল্লেকেলেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ১২০ রান সংগ্রহ করে ক্যান্ডি বোল্ট। জবাবে খেলতে নেমে ৮ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গল।

গলের গুরুত্বপূর্ণ এই জয়ে সবচেয়ে বড় অবদান সাকিবের। মাত্র ৮ বলে ২৯ রান করেছেন বাংলাদেশি এই ক্রিকেটার। তিনটি ছক্কা ও দুটি চারের ইনিংসে তার স্ট্রাইকরেট ৩৬২.৫।




মোদির বিতর্কিত পোস্ট : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিজয় দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত পোস্টেকে কেন্দ্র ক‌রে বাংলা‌দে‌শের মু‌ক্তিযু‌দ্ধের সঠিক ইতিহাস তুলে ধ‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৮ ডিসেম্বর) মোদির বিতর্কিত পোস্টের প্রতিবাদে এক বিবৃতিতে মু‌ক্তিযু‌দ্ধের ইতিহাস তুলে ধ‌রা হয়েছে।

‘ইতিহাসের তথ্য’ শিরোনামে বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ সংগ্রাম এবং ৯ মাসব্যাপী নৃশংস যুদ্ধ সহ্য করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। ‘লিবারেশন অ্যান্ড বিয়ন্ড : ইন্দো-বাংলাদেশ রিলেশন্স’ শিরোনামে তার বইয়ে, প্রাক্তন ভারতীয় পররাষ্ট্র সচিব, কূটনীতিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত জেএন দীক্ষিত লিখেছেন, ‘আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতীয় সামরিক হাইকমান্ডের একটি বড় রাজনৈতিক ভুল ছিল যৌথ কমান্ডের বাংলাদেশ পক্ষের কমান্ডার জেনারেল এমএজি ওসমানির উপস্থিতি নিশ্চিত এবং স্বাক্ষরকারী করতে ব্যর্থতা।

বিবৃতিতে আরও বলা হয়, তার অনুপস্থিতির আনুষ্ঠানিক অজুহাত ছিল যে তার হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল কিন্তু আত্মসমর্পণের সময়সূচির অনুযায়ী সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেনি। কিন্তু ব্যাপক সন্দেহ ছিল যে তার হেলিকপ্টারটি ভুল পথে পাঠানো হয়েছিল যাতে তিনি সময়মতো ঢাকায় পৌঁছাতে না পারেন এবং অনুষ্ঠানে মনোযোগের কেন্দ্রবিন্দু ভারতীয় সামরিক কমান্ডারদের ওপর নিবদ্ধ হয়। এটি একটি দুর্ভাগ্যজনক বিচ্যুতি ছিল যা ভারত এড়াতে পারতো। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক মহলের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করে। আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানির উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতার প্রথম দিনগুলোতে ভারত-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করে এমন অনেক রাজনৈতিক ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করতে পারতো।

বিবৃ‌তিতে উ‌ল্লেখ করা হয়, আমরা ১৯৭১ সালে আমাদের গৌরবময় বিজয় উদযাপন করি, আমরা সত্য উদযাপন করি।

গত সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক ও এক্স হ্যান্ডে‌লে একটি পোস্ট দেন নরেন্দ্র মোদি। এতে তিনি লিখেছেন, ‘আজ, বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’

পোস্টটিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়ে একাত্তরের বিজয়কে কেবল ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলা হয়েছে। যা বাংলাদেশের বেশিরভাগ মানুষকে আহত করেছে।




দুমকিতে যুবকদের ভূমিকা নিয়ে সচেতনতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় “সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক কাজে যুবকদের ভূমিকা” বিষয়ক একটি জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এ প্রশিক্ষণটি ১৮ ডিসেম্বর, বুধবার সকাল ১০টায় দুমকি উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠিত হয় একটি প্রাক-পূর্ব সভা।

এ প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা; আল আমিন, ব্যবস্থাপক পল্লী সঞ্চায়ক ব্যাংক, দুমকি এবং সাংবাদিক মোঃ জসীম উদ্দিন।

এছাড়াও, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক কাজে অংশগ্রহণকারী যুবক এবং যুবতীরা এতে উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজের সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবক কাজে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। প্রশিক্ষণটি যুবকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের প্রতি উৎসাহিত করবে।

এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেখানে যুব সমাজকে আরো সক্রিয়ভাবে সমাজ সেবা ও উন্নয়নে অংশগ্রহণের জন্য প্রেরণা প্রদান করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম