পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলা, শাস্তির দাবি

পটুয়াখালীতে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থেকে বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হাতে মারধরের শিকার হয়েছে আব্দুস সালাম নাবিল (১৩) নামে এক শিক্ষার্থী। সে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে গত ১১ ডিসেম্বর, তবে ১৬ ডিসেম্বর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা শিক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টিতে আসে।

নাবিলের বাবা মো. আ. শাকুর জানান, এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তিনি ছেলের ওপর হামলার ভিডিও পান। ভিডিওতে দেখা যায়, কয়েকজন কিশোর নাবিলকে মারধর ও গালিগালাজ করছে এবং জীবননাশের হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে নাবিলের কাছে জানতে চাইলে সে জানায়, “কালেক্টরেট এক্স গার্লস” নামক মেসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়ার পর খারাপ বিষয়বস্তু দেখেই সে গ্রুপ থেকে বের হয়ে যায়। পরে গ্রুপে যুক্ত না করতে অনুরোধ জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়।

১১ ডিসেম্বর দুপুরে পরীক্ষা শেষে নাবিলকে স্কুল গেট থেকে ধরে সরকারি মহিলা কলেজের পাশের গলিতে নিয়ে যায় অভিযুক্তরা। তাদের মধ্যে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও ছিল। সেখানে নাবিলকে মারধর করে এবং তার পরিবারের প্রতি হুমকি দেয়।

নাবিলের বাবা বলেন, “এ ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক। আমি অভিযুক্তদের শাস্তির দাবি জানাই। যদি তারা এখনই শাস্তির আওতায় না আসে, তবে ভবিষ্যতে আরো বিপদজনক হয়ে উঠবে।”

অভিযুক্ত সামিরের বাবা মো. শামীম আকন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “ছেলের এই আচরণ আমাদের জন্য লজ্জাজনক। আমরা আহত ছাত্রের পরিবারের দেওয়া শাস্তি মেনে নেব।”

পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন জানান, “ঘটনাটি স্কুলের বাইরে ঘটেছে। তবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে জড়িত বলে জেনেছি। অভিযুক্তদের ও তাদের অভিভাবকদের ২৫ ডিসেম্বর ডাকা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ভিটামিন ডি-এর অভাবের লক্ষণ ও সমাধান

ভিটামিন ডি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। সূর্যের আলো এর প্রধান উৎস হলেও কিছু খাবার থেকেও এটি পাওয়া যায়। তবে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ধরন অনুযায়ী অনেক সময় শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি সরবরাহ হয় না। এর ফলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

ভিটামিন ডি শরীরে তৈরি হয় যখন সূর্যের অতিবেগুনী বি (UVB) রশ্মি ত্বকে শোষিত হয়। পরে লিভার ও কিডনির মাধ্যমে এটি সক্রিয় অবস্থায় পরিণত হয়, যা শরীর ব্যবহার করতে পারে। চর্বি-দ্রবণীয় ভিটামিন হওয়ায় এটি শোষিত হওয়ার জন্য খাদ্যের চর্বি ও শরীরের অন্তঃস্রাব ব্যবস্থার সুস্থতা প্রয়োজন। তবে ভিটামিন ডি-এর অভাব হলে শরীরে নানা সংকেত দেয়।

ভিটামিন ডি-এর অভাবের লক্ষণ:

১. হাড় ও জয়েন্টে ব্যথা
ভিটামিন ডি-এর অভাবে শরীর ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে বাধাগ্রস্ত হয়। এতে হাড় দুর্বল হয়ে যায় এবং ব্যথা ও ফাটল দেখা দিতে পারে। বিশেষত বয়স্কদের ক্ষেত্রে এটি হাড়ের ভঙ্গুরতার ঝুঁকি বাড়ায়।

২. পেশী দুর্বলতা ও খিঁচুনি
পেশীর কার্যক্রমের জন্য ভিটামিন ডি গুরুত্বপূর্ণ। এর অভাবে দুর্বলতা, খিঁচুনি এবং ব্যথা দেখা দেয়। বয়স্ক ব্যক্তিদের মধ্যে এটি মারাত্মক প্রভাব ফেলতে পারে।

৩. দাঁতের সমস্যা
ভিটামিন ডি-এর অভাবে দাঁতের গহ্বর ও অন্যান্য সমস্যার ঝুঁকি বেড়ে যায়। এটি দাঁতের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে এবং পিরিয়ডোনটাইটিসসহ মুখের বিভিন্ন রোগের কারণ হতে পারে।

৪. চুল পড়া
ভিটামিন ডি চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাবে কেরাটিনোসাইট নামক কোষের কার্যকারিতা কমে যায়, যা চুল পড়ার একটি বড় কারণ।

৫. ক্লান্তি
ভিটামিন ডি-এর অভাবে মেজাজের পরিবর্তন, অলসতা এবং মানসিক অস্থিরতা দেখা দেয়। ভালো ঘুমের পরও যদি ক্লান্তি দূর না হয়, তবে তা এই ভিটামিনের ঘাটতির ইঙ্গিত হতে পারে।

৬. ক্ষুধা কমে যাওয়া
ভিটামিন ডি লেপটিন নামক ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন নিয়ন্ত্রণ করে। এর অভাবে ক্ষুধা কমে যাওয়া এবং খাওয়ার প্রতি অনীহা দেখা দেয়।

ভিটামিন ডি-এর অভাবের সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত সূর্যের আলোতে থাকা, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট ব্যবহার করা গুরুত্বপূর্ণ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাংলাদেশকে ৬৮৫ বিশিষ্ট ভারতীয় নাগরিকের খোলা চিঠি

চন্দ্রদ্বীপ ডেস্ক: গত ৫ দশকেরও বেশি সময় ধরে চলমান বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে শান্তি ও বন্ধুত্বকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারকে খোলা চিঠি দিয়েছেন ভারতের ৬৮৫ জন বিশিষ্ট নাগরিক। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কুরাইশিসহ চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারক, ৩৪ জন সাবেক রাষ্ট্রদূত, ৩০০ জন শিক্ষাবিদ, ১৩৯ জন সাবেক আমলা, ১৯২ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং ৩৫ জন সিভিল সোসাইটি সদস্য।

স্বাক্ষরকারীদের প্রত্যেকেই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু এবং তাদের সহায়-সম্পত্তি, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যকে লক্ষ্য করে সব ধরনের হামলা বন্ধে অন্তর্বর্তী সরকারকে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।




২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্ত করা উচিত : হাইকোর্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক: নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। ন্যায়বিচার নিশ্চিতে যথাযথ ও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে এই মামলার তদন্ত করা উচিত।

এই পর্যবেক্ষণের আলোকে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৯ পৃষ্ঠা করে পৃথক দুটি মামলার (হত্যা ও বিস্ফোরক মামলা) পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।




ড. ইউনূসের ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

চন্দ্রদ্বীপ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিসরের কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

ডি-৮ সম্মেলনে যোগ দিতে গত বুধবার (১৮ ডিসেম্বর) মিসর যান ড. মুহাম্মদ ইউনূস।

ডি-৮ (ডেভেলপিং এইট) অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ২০২৪ সালের শীর্ষ সম্মেলন মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে।




পিলখানায় হত্যা : ট্রাইব্যুনালে হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ

চন্দ্রদ্বীপ ডেস্ক: পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীসহ মোট ৫৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দপুর ২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে পিলখানা গণহত্যায় শহীদ সেনা অফিসারদের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই অভিযোগ জমা দেন।




মহিপুরে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীর মহিপুরে যুবদল নেতা মো. আক্কাস হাওলাদারের বিরুদ্ধে ধান লুটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহিপুর থানা ও লতাচাপলী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীসহ প্রায় ৫০০ এলাকাবাসী এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুয়াকাটার লুমা রাখাইন নামে এক নারী গতকাল কুয়াকাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আক্কাস হাওলাদারের বিরুদ্ধে ধান লুটের অভিযোগ আনেন। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।

স্থানীয় চাষি আব্দুল কুদ্দুস বলেন, “২০০৯ সাল থেকে আমি এই জমি চাষাবাদ করছি। আমাদের ধান আমরা নিজেরাই কেটে নিয়েছি। আক্কাস হাওলাদারের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।” একইভাবে আরেক চাষি নুরুল হক বলেন, “আমি ও কুদ্দুস মিলে সাড়ে ৭ একর জমি দীর্ঘদিন ধরে চাষ করছি। এই জমির সঙ্গে আক্কাস হাওলাদারের কোনো সংশ্লিষ্টতা নেই।”

যুবদল নেতা আক্কাস হাওলাদার বলেন, “আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এতে এলাকাবাসী ও জমির প্রকৃত চাষিরা ক্ষোভ প্রকাশ করে আজকের মানববন্ধন আয়োজন করেছে।”

মানববন্ধনে উপস্থিত বক্তারা এই মিথ্যা অভিযোগের দ্রুত তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল

পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

সরকারি আদেশে জানানো হয়েছে, প্রেষণে রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে পায়রা বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে জানানো হয়, এতদিন পায়রা বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে তার মূল দায়িত্বে ফেরত পাঠানো হয়েছে। তার চাকরি এখন সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত থাকবে।

এছাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মো. জাহিদ হোসেনকেও নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার পরিবর্তে ক্যাপ্টেন মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরীকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পায়রা বন্দর দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর একটি, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। নতুন নেতৃত্বের অধীনে বন্দরের কার্যক্রম আরও গতিশীল এবং উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৮ ফিলিস্তিনি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫ হাজার ১০০ জনে পৌঁছেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। বুধবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৯৭ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।




শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক:বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নির্বাচন আয়োজনের সময় নির্ধারণের বিষয়ে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে দেশটি।

স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এসব কথা বলেন।

এদিনের ব্রিফিংয়ে গুমসহ নানা অপরাধে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নও উঠেছে। সেখানে হাসিনার বিরুদ্ধে গুমের সম্পৃক্ততা তদন্তে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।