৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস




পটুয়াখালীতে বঙ্গোপসাগর উত্তাল – ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাতাসের চাপ আগের তুলনায় অনেকটা বেড়েছে। নদ-নদী পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে।

সোমবার (১ জুলাই) সকাল থেকেই পটুয়াখালীতে একটানা বৃষ্টি ঝরছে। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামি ৭২ ঘণ্টা উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

 




লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল – গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

পটুয়াখালী প্রতিনিধি :: লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। এ এলাকার অনেক স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বাতাসের তীব্রতার সঙ্গে বেড়েছে নদ-নদীর পানির উচ্চতাও।

পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহাবুবা সুখী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপ অবস্থান করছে। এ কারণে পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে জেলা আবহাওয়া অফিস। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে অধিকাংশ মাছধরা ট্রলার মহিপুর-আলীপুর শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।




সক্রিয় মৌসুমি বায়ু, ৬ বিভাগে বৃষ্টি থাকবে ৩ দিন




আবারও কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ৮ ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর পুরো মাথার অংশে আঘাতের চিহ্নসহ শরীরের বেশ কিছু স্থানে চামড়া উঠানো।

মঙ্গলবার বিকালে কুয়াকাটা সৈকতের পূর্ব দিকে ঝাউবন এলাকায় ডলফিনটি দেখতে পান স্থানীয় জুয়েল রানা নামের এক যুবক।

তিনি জানান, বিকালে সৈকত থেকে পূর্বদিকে ঝাউবনের দিকে যাওয়ার পথে ডলফিনটি জোয়ারের পানিতে ভেসে আসতে দেখে ডলফিন রক্ষা কমিটিকে অবহিত করি। তবে এই ডলফিনটি মারা যাওয়া অন্যগুলোর চেয়ে অনেকটা তাজা ছিল। দেখে মনে হচ্ছিল এটির মৃত্যু অল্প সময় হয়েছে।

উপকূল কুয়াকাটায় ডলফিন রক্ষা কমিটি সূত্র জানায়, চলতি বছরে জীবিত দুটি এবং মৃত ৮টি ডলফিনের দেখা মিলেছে। এর আগের বছর মোট ১৫টি মৃত ডলফিন ভেসে এসেছে কুয়াকাটা সমুদ্র সৈকতে।

আরো পড়ুন : মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান তরুণীর -আত্মহত্যার হুমকি

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, বঙ্গোপসাগরের সমুদ্র উপকূলের নিকটে ও নদী মোহনাতে এবং নদীতে এদের বিচ্ছিন্নভাবে দেখা যায়। খবর পাওয়ার সাথে সাথে পরিদর্শন শেষে বনবিভাগ ও ব্লু-গার্ডের সদস্যদের খবর দিচ্ছি। আমরা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেও ডলফিন মারা যাওয়ার কারণ নিশ্চিত হতে পারছি না। যে পরিমাণে ডলফিন আসছে তা সমুদ্র ও পরিবেশের জন্য অদূর ভবিষ্যতে হুমকি হয়ে দাঁড়াবে। কুয়াকাটায় যদি এই পরিমাণ মৃত ডলফিন ভেসে আসে তবে উপকূলজুড়ে যেখানে লোক সমাগম নেই সে-সব স্থানের অবস্থা কেমন সেই তথ্য আমাদের জানা নেই। বিষয়টি খুবই উদ্বেগজনক।

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান (ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২) বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বেশ কয়েকদিন ধরে যে পরিমাণ জীবিত ও মৃত ডলফিন আসছে তাতে মনে হচ্ছে সমুদ্র তার আগের পরিবেশ হারাচ্ছে। আমরা এদের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছি। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে পারলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। এভাবে চলতে থাকলে সমুদ্রের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে, যা আমাদের জন্য মোটেও কল্যাণকর নয়।

পটুয়াখালী বনবিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, খবর পেয়ে আমাদের বনবিভাগের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছি।




দেশের বিভিন্ন অঞ্চলে ঝরবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা




কেমন থাকবে আজ দিনের আবহাওয়া




সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি :: বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা নেই। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলো থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অফিস।

আরো পড়ুন : পটুয়াখালীতে বাড়ির আঙিনায় জালে আটকে গেল শঙ্খিনী সাপ

আজ শুক্রবার (২১ জুন) আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তাতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আজ বিকেল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।




কেমন থাকবে আজ দিনের আবহাওয়া?




সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত