শিরোনাম

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তার মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় মিলন হাওলাদার (৩০) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে বাউফল-বগা মহাসড়কের ভুবন সাহার কাচারি...

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এনা পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গোলাম মাওলা (৪৪) নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের করমজাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোলাম মাওলা পটুয়াখালী পৌরসভার চৌরাস্তা এলাকার আবদুল মান্নান সিকদারের ছেলে এবং রেজিস্ট্রি অফিসের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী এনা পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব ১২-১৪৭২) কুয়াকাটা থেকে পটুয়াখালী আসার পথে করমজাতলা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গোলাম মাওলা প্রাণ হারান।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, “সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। তদন্ত কার্যক্রম চলছে।”

এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা মহাসড়কে বাসগুলোর বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

image_pdfimage_print
No More Posts