অভিনয় ছাড়ার ইঙ্গিত দিলেন অভিনেত্রী অহনা রহমান

পটুয়াখালী প্রতিনিধি :: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি তার অভিনয় ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন। মডেলিং দিয়ে শোবিজে প্রবেশ করে বিভিন্ন নাটকে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। ছোট পর্দার পাশাপাশি ওটিটি এবং বড় পর্দায়ও তার অভিনয়ের ছাপ রেখেছেন। তবে এবার তিনি অভিনয় থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

পটুয়াখালী জেলার মেয়ে অহনা, যিনি শৈশব থেকে অভিনয়ের প্রতি গভীর আগ্রহী ছিলেন। তার অভিনীত চরিত্রগুলোতে পটুয়াখালীর সরলতা ও আন্তরিকতার ছাপ স্পষ্ট। সম্প্রতি তার অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ নাটকটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। নাটকটিতে তিনি প্রবাসী স্বামীর স্ত্রীর জীবন সংগ্রামের গল্প তুলে ধরেছেন। অহনার মতে, নতুন প্রজন্মের অভিনেতাদের জায়গা দেওয়ার সময় এসেছে এবং দর্শকদের ক্লান্তি এড়াতে তিনি নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

অভিনেতা মোশারফ করিমকে নিজের শিক্ষক উল্লেখ করে অহনা বলেন, “মোশারফ করিম বাংলাদেশের সম্পদ এবং তিনি আমাকে হাতে ধরে অনেক কিছু শিখিয়েছেন। তার কৃতিত্ব আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” এছাড়া তিনি নাট্যজগতের কিছু অনিয়ম ও সিন্ডিকেটের প্রসঙ্গেও কথা বলেন, তবে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ইতিবাচকই ছিল।