আনোয়ার হোসেনের জীবন নিয়ে চলচ্চিত্র, আজ আসছে টিজার

বাংলাদেশের আধুনিক আলোকচিত্রশিল্পের পুরোধা, বিশ্ববরেণ্য আলোকচিত্রশিল্পী ও সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘কে তাহারে চিনতে পারে’ শিগগিরই দর্শকদের সামনে আসছে। আজ, ১ ডিসেম্বর, তার ৬ষ্ঠ প্রয়াণ দিবসে ছবিটির টিজার প্রকাশিত হবে।

চলচ্চিত্রটি নির্মাণ করছেন বেলায়াত হোসেন মামুন, যিনি লেখক ও চলচ্চিত্র সংগঠক হিসেবেও পরিচিত। আনোয়ার হোসেনের কৃতিত্ব ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য এই চলচ্চিত্র নির্মিত হয়েছে।

২০১৫ সালে আখড়া প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে শুরু হওয়া এই চলচ্চিত্রের বিভিন্ন পর্যায়ের শুটিং ২০১৮ সাল পর্যন্ত চলে। তবে ২০১৮ সালের ১ ডিসেম্বর আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুর কারণে নির্মাণকাজ থেমে যায়।

নির্মাতা বেলায়াত হোসেন মামুন জানান, এখন ছবিটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। তিনি আশা করছেন, খুব শিগগিরই এটি প্রদর্শনের জন্য প্রস্তুত হবে।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিময় ছবিগুলো আনোয়ার হোসেনের ক্যামেরায় অমর হয়ে আছে। তার সিনেমাটোগ্রাফি বাংলাদেশের চলচ্চিত্রে নতুন চিত্রভাষার সূচনা করেছে। তার জীবনদর্শন ও শিল্পদৃষ্টি এই চলচ্চিত্রে অনন্যভাবে তুলে ধরা হয়েছে।

নির্মাতা বলেন, “আনোয়ার হোসেনের জীবন ও কর্ম প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। এই চলচ্চিত্র তার কীর্তি ও স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম