স্মার্টফোনের ব্যাটারি উন্নতিতে একজোট স্যামসাং ও অ্যাপল

স্মার্টফোন ব্যাটারির সক্ষমতা বৃদ্ধিতে যুগান্তকারী পরিবর্তন আনতে একসঙ্গে কাজ করছে প্রযুক্তি জগতে চিরপ্রতিদ্বন্দ্বী স্যামসাং ও অ্যাপল। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাটারির ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ দুটি প্রতিষ্ঠান গবেষণা শুরু করেছে।

চীনা ব্র্যান্ড অপো এবং রেড ম্যাজিক ইতোমধ্যে ৭,০০০ এমএএইচ ব্যাটারিযুক্ত ফোন বাজারে এনেছে। তবে স্যামসাং এবং অ্যাপল এই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান সুদৃঢ় করতে প্রস্তুতি নিচ্ছে।

স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোনে সিলিকন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাটারির কার্যক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। কোম্পানিটি অ্যানোড এবং ক্যাথোড উপাদান তৈরির মাধ্যমে ব্যাটারির স্থায়িত্ব বাড়ানোর ওপর কাজ করছে। এ প্রযুক্তি ব্যাটারি ফুলে যাওয়ার সমস্যা দূর করবে এবং চার্জ ধরে রাখার সময়সীমা বাড়াবে বলে প্রতিষ্ঠানটির দাবি।

অন্যদিকে, অ্যাপল ২০২৬ সালের মধ্যে উন্নত ব্যাটারি প্রযুক্তি চালু করার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য ফ্ল্যাগশিপ ফোনে আপগ্রেডেড ব্যাটারি সিস্টেম সংযোজন করা।

এদিকে, রেড ম্যাজিক ১০ প্রো-এর মতো চীনা ফোনগুলো ইতোমধ্যেই ৭,০৫০ এমএএইচ ব্যাটারির মডেল বাজারে এনেছে। চীনের ব্র্যান্ডগুলো ৮,০০০ এমএএইচ ব্যাটারিযুক্ত ফোনও বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এসব উন্নয়ন স্যামসাং ও অ্যাপলের গবেষণায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই প্রতিযোগিতার মধ্যে স্যামসাং ও অ্যাপলের লক্ষ্য একটাই—উন্নত প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের দীর্ঘস্থায়ী ব্যাটারির অভিজ্ঞতা দেওয়া। নতুন এই পদক্ষেপ স্মার্টফোনের ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সার্ভারের ত্রুটি শনাক্তে ১২ কোটি টাকা পুরস্কার ঘোষণা অ্যাপলের

চন্দ্রদ্বীপ ডেস্ক :: অ্যাপল তাদের প্রযুক্তি ও পণ্যের নিরাপত্তা উন্নয়নে ‘অ্যাপল সিকিউরিটি বাউন্টি’ কর্মসূচি চালু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে, ব্যবহারকারীরা অ্যাপলের প্রযুক্তি ও অ্যাপে থাকা নিরাপত্তা ত্রুটি খুঁজে পেলে বিশাল পুরস্কার পাবেন। নতুন করে ঘোষণা করা হয়েছে যে, অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ পরিচালনার সঙ্গে যুক্ত সার্ভারের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করতে ১০ লাখ মার্কিন ডলার বা ১২ কোটি টাকার পুরস্কার দেওয়া হবে।

দ্য ভার্জের রিপোর্ট অনুযায়ী, অ্যাপল ইন্টেলিজেন্স মূলত আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের দৈনন্দিন কাজগুলোকে মেশিন লার্নিংয়ের মাধ্যমে সম্পন্ন করে। এআই প্রযুক্তিটি আগামী সপ্তাহে আইফোনসহ বিভিন্ন পণ্যের জন্য উন্মুক্ত হবে, তাই এর নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, অ্যাপল ইন্টেলিজেন্সের অনেক কার্যক্রম ব্যবহারকারীদের যন্ত্রে সম্পন্ন হলেও কিছু কাজ অ্যাপলের প্রাইভেট ক্লাউড কম্পিউট (পিসিসি) সার্ভারের সহায়তায় হয়। এই কারণে পিসিসি সার্ভারকে সাইবার আক্রমণের থেকে রক্ষা করা জরুরি।

অ্যাপল তাদের এই উদ্যোগের আওতায় পিসিসি সার্ভারের নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করার জন্য একটি নীতিমালা প্রকাশ করেছে, যাতে পিসিসি সার্ভারের কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরা হয়েছে। এছাড়া আগ্রহীরা নিজেদের ভার্চুয়াল রিসার্চ এনভায়রনমেন্ট (ভিআরই) সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন।

অ্যাপল জানিয়েছে, তাদের পিসিসি সার্ভারের কনফিগারেশন, সিস্টেম ডিজাইন ত্রুটি বা অননুমোদিত প্রবেশাধিকার শনাক্ত করতে হবে। শনাক্ত ত্রুটির গুরুত্ব অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হবে।