পিরোজপুরে সেনাবাহিনীর টহলে ৪ চাঁদাবাজ আটক

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল চলাকালীন সময়ে মাগুরা বাজার এলাকা থেকে ৪ চাঁদাবাজকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় চাঁদা তোলার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে ছারছীনা গ্রামের মো. লোকমান, মো. মনিরুল ইসলাম, মো. ফরিদ হোসেন এবং জগৎপট্টি গ্রামের মো. ইব্রাহীম। সকলেই পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বাসিন্দা।

আটকের সময় চাঁদাবাজদের কাছ থেকে চাঁদা আদায়ের রসিদ ও নগদ ৮ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের জব্দকৃত টাকাসহ নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, সেনা সদস্যদের নিয়মিত টহলের সময় আটককৃত ৪ চাঁদাবাজকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান।




জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম: কচুক্ষেতের ঘটনা হালকাভাবে দেখার সুযোগ নেই

পটুয়াখালী প্রতিনিধি ::রাজধানীর কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুনের ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে মিরপুরে গার্মেন্টস শ্রমিক বিক্ষোভের মধ্যে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুল ইসলাম বলেন, “শ্রমিকদের যদি কোনো ন্যায্য দাবি-দাওয়া থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবেন। কিন্তু বিক্ষোভকালে সেনাবাহিনী এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে হয়ে থাকে, তাহলে বিষয়টি হালকাভাবে দেখার কোনোই সুযোগ নেই।”

এর আগে, রাজধানীর মিরপুর-১৪ এর কচুক্ষেত এলাকায় সকালে ডায়না গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা ইট পাটকেল ছুড়তে থাকে। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করলে শ্রমিকরা সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের লেগুনা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

এই ঘটনায় দুই শ্রমিক গুলিবিদ্ধ হন এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল।